ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

চট্টগ্রামে পাটকল শ্রমিকরা ফের অবরোধে

প্রকাশিত: ০৯:২৭, ১৬ এপ্রিল ২০১৯

চট্টগ্রামে পাটকল শ্রমিকরা ফের অবরোধে

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ বকেয়া মজুরি আদায়, মজুরি কমিশন বাস্তবায়নসহ ৯ দফা দাবিতে সোমবারও চট্টগ্রামে রাজপথ-রেলপথ অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করেছে রাষ্ট্রায়ত্ত পাটকলের শ্রমিকরা। সকাল ৮টা থেকে বেলা ১২টা পর্যন্ত এ কর্মসূচী চলে। আমিন জুট মিলে শ্রমিকরা টায়ার ও কাঠ জ্বালিয়ে সড়কে প্রতিবন্ধকতা সৃষ্টি করলে দুর্ভোগে পড়েন যাত্রীরা। তবে পুলিশ শ্রমিকদের বুঝিয়ে পরিস্থিতি স্বাভাবিক করতে সক্ষম হয়। বাংলাদেশ জুটস মিলস কর্পোরেশনের (বিজেএমসি) আওতাধীন পাটকল শ্রমিকরা তাদের সংগঠনের কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে আন্দোলনে রয়েছে। পাটকল শ্রমিক লীগ এবং রাষ্ট্রায়ত্ত পাটকল সিবিএ-নন সিবিএ ঐক্যপরিষদ যৌথভাবে এ আন্দোলনের ডাক দিয়েছে। ঘোষিত কর্মসূচী অনুযায়ী সোমবার শুরু হয়েছে চারদিনের কর্মসূচী। আগামী ১৮ এপ্রিল পর্যন্ত প্রতিদিন চলবে পাটকলে ধর্মঘট এবং সকাল ৮টা থেকে বেলা ২টা পর্যন্ত সড়ক ও রেলপথ অবরোধ।
×