ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

বাল্যবিয়ে থেকে রক্ষা

প্রকাশিত: ০৯:২৩, ১৬ এপ্রিল ২০১৯

বাল্যবিয়ে থেকে রক্ষা

নিজস্ব সংবাদদাতা, কচুয়া, চাঁদপুর, ১৫ এপ্রিল ॥ কচুয়ায় প্রশাসনের হস্তক্ষেপে বাল্যবিয়ে থেকে রক্ষা পেল অষ্টম শ্রেণীর (১৪) স্কুলছাত্রী। রবিবার রাতে উপজেলার কাদলা ইউনিয়নের শাসন খোলা গ্রামের প্রবাসী শাহ আলমের মেয়ে স্কুলছাত্রীর বাল্যবিয়ের আয়োজন করা হয়। সংবাদ পেয়ে উপজেলা নির্বাহী অফিসার নিলীমা আফরোজের নির্দেশক্রমে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রুমনদে মেয়ের বাবার বাড়ি পৌঁছে বিয়ের সকল কার্যক্রম বন্ধ করে দেয়। প্রাপ্তবয়স্ক না হওয়া পর্যন্ত স্কুলছাত্রীকে বিয়ে দিবে না মর্মে তার মায়ের নিকট থেকে মুছলেকা নেয়া হয়। এ সময় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রুমনদে বিয়ের আয়োজনকারী বরের ফুফু একই গ্রামের বিল্লাল হোসেনের স্ত্রী তানিয়া বেগমকে ৫ হাজার টাকার দ-াদেশ প্রদান করেন। তিন লম্পটের দণ্ড স্টাফ রিপোর্টার, রাজশাহী ॥ বাঘায় স্কুলছাত্রীদের উত্ত্যক্ত করায় পাশের চারঘাট উপজেলা ছাত্রলীগের সহসভাপতি আকাশ আহাম্মেদ ও তার দুই বন্ধুকে ১৩ হাজার টাকার অর্থদ- দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। তাদের নাম সোহাগ ও নাজমুল হাসান। রবিবার দুপুরে উপজেলা ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহিন রেজা এ রায় দেন। পুলিশ জানায়, রবিবার দুপুরে বাঘা উপজেলার মীরগঞ্জ উচ্চ বিদ্যালয়ের অষ্টম থেকে দশম শ্রেণী পর্যন্ত অধ্যয়নরত ৫/৬ ছাত্রী প্রাইভেট পড়া শেষে বাড়ি ফিরছিল। এ সময় ফাঁকা রাস্তায় তাদের উত্ত্যক্ত করে চারঘাট উপজেলা ছাত্রলীগের সহসভাপতি আকাশ আহাম্মেদ, সোহাগ ও নাজমুল হাসান। এ ঘটনায় ছাত্রীদের সঙ্গে তাদের বাগবিতণ্ডার ঘটনাও ঘটে।
×