ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

বাঁশখালীতে ডাকাত দলের সংঘর্ষ ॥ নিহত এক গুলিবিদ্ধ ২

প্রকাশিত: ০৯:২২, ১৬ এপ্রিল ২০১৯

বাঁশখালীতে ডাকাত দলের সংঘর্ষ ॥ নিহত এক গুলিবিদ্ধ ২

নিজস্ব সংবাদদাতা, বাঁশখালী, ১৫ এপ্রিল ॥ চট্টগ্রামের বাঁশখালী উপজেলার সরল ইউনিয়নের মধ্যম সরল বঙ্গোপসাগরে বেড়িবাঁধ এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে দু’ডাকাত দলের মধ্যে সংঘর্ষ ও গুলি বিনিময়ের ঘটনা ঘটেছে। সোমবার সকালে সংঘটিত গুলি বিনিময়ের ঘটনায় আবুল কালাম (৩৫) নামে এক যুবক নিহত ও দু’ডাকাত দলের প্রধান গুলিবিদ্ধ হয়েছে। নিহত আবুল কালাম দক্ষিণ সরল গ্রামের আব্দুছ ছালাম মিয়াজী পাড়ার কবির আহমদের পুত্র। সংঘর্ষের খবর পেয়ে সকাল ১০টার দিকে ঘটনাস্থাল থেকে বাঁশখালী থানার পুলিশ একজনের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চমেক হাসপাতালের মর্গে প্রেরণ করেছেন। এদিকে সরল ইউপির একাধিক ডাকাত গ্রুপের অস্ত্রের ঝনঝনানিতে আতঙ্কিত সাধারণ মানুষ। কুমিল্লায় যুবক হত্যা মামলায় ২ নারীসহ গ্রেফতার ৩ নিজস্ব সংবাদদাতা, কুমিল্লা, ১৫ এপ্রিল ॥ মাদকদ্রব্য ও অসামাজিক কর্মকা-ের বিরোধের জের ধরে দুইপক্ষের হামলা ও পাল্টা হামলার ঘটনায় রাসেল নামের এক যুবক নিহত হয়েছে। শনিবার রাত সাড়ে ১০টার দিকে কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়। বুড়িচং উপজেলার ফরিজপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত রাসেল ওই গ্রামের মৃত ইব্রাহিমের ছেলে। এ ঘটনায় বুড়িচং থানায় মামলা দায়েরের পর সোমবার পর্যন্ত পুলিশ ২ নারীসহ ৩ জনকে গ্রেফতার করেছে। পুলিশ জানায়, ফরিজপুর গ্রামের মাদক বিক্রেতা রুস্তম ও তার সহযোগী নিহত রাসেলের সঙ্গে রুস্তমের খালা লুৎফুন্নাহারের মাদক বিক্রি ও অসামাজিক কর্মকা- নিয়ে বিরোধ চলে আসছিল। ওই বিরোধের জের ধরে রুস্তম ও তার সহযোগীরা শনিবার সন্ধ্যায় লুৎফুন্নাহারের বাড়িতে হামলা চালিয়ে তার ঘরে ভাংচুর চালায়। লুৎফুন্নাহারের লোকজন সংঘবদ্ধ হয়ে দেশীয় অস্ত্র নিয়ে রুস্তম ও রাসেলের ওপর পাল্টা হামলা চালায়। এতে গুরুতর আহত রাসেলকে (২২) স্থানীয়রা উদ্ধার করে কুমেক হাসপাতালে নেয়ার পর রাতে তার মৃত্যু হয়।
×