ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

টাঙ্গাইলে সড়ক দুর্ঘটনায় নিহত ৩

প্রকাশিত: ০৯:২২, ১৬ এপ্রিল ২০১৯

টাঙ্গাইলে সড়ক দুর্ঘটনায় নিহত ৩

নিজস্ব সংবাদদাতা, টাঙ্গাইল, ১৫ এপ্রিল ॥ কালিহাতী ও ঘাটাইলে পৃথক সড়ক দুর্ঘটনায় শিক্ষার্থীসহ ৩ জন নিহত হয়েছে। কালিহাতীতে ট্রাকের চাপায় মোটরসাইকেলের ২ আরোহী শিক্ষার্থী নিহত হয়েছে। রবিবার দুপুরের দিকে টাঙ্গাইল-ভূঞাপুর সড়কের আদাবাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলো কালিহাতীর আনালিয়াবাড়ি এলাকার মোকলেসের ছেলে সাত্তার (১৭) এবং দুলালের ছেলে সেলিম (১৮)। সাত্তার একাদশ শ্রেণীতে এবং সেলিম এসএসসি পরীক্ষা দিচ্ছে। এদিকে টাঙ্গাইল-ময়মনসিংহ মহাসড়কে রবিবার রাতের কোন এক সময় গাড়ি চাপায় পৃষ্ট হয়ে অজ্ঞাত এক মানসিক প্রতিবন্ধী নারী (৪৫) নিহত হয়েছে। ঘাটাইলের পাকুটিয়া বাসস্টেশনের কাছে ফুলহারা খনিরচড়া নামকস্থানে এ দুর্ঘটনা ঘটেছে। বাগেরহাটে ভ্যানচালক স্টাফ রিপোর্টার বাগেরহাট থেকে জানান, মোল্লাহাটে ট্রাকচাপায় ওমর আলী শেখ (৪৮) নামে এক ভ্যানচালক নিহত হয়েছেন। শনিবার রাত ১০টার দিকে খুলনা-মাওয়া মহাসড়কের মোল্লাহাট উপজেলার কাহালপুর নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহত ওমর আলী শেখ মোল্লাহাট উপজেলার ঘাটবিলা গ্রামের মৃত সুলতান শেখের ছেলে। ফরিদপুরে পথচারী নিজস্ব সংবাদদাতা ফরিদপুর থেকে জানান, নগরকান্দায় বাসের নিচে নিহত হয়েছেন রাফেজা বেগম (৩৫) নামে এক পথচারী। আহত হয়েছেন আরও দুইজন। সোমবার সকাল সোয়া ১০টার দিকে নগরকান্দার তালমা ইউনিয়নের শিলাবাড়ীর মোড় এলাকায় তালমা-চাঁদহাট সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত রাফেজা বেগম শিলাবাড়ী এলাকার হাবিব শেখের স্ত্রী। এ ঘটনায় আহত হয়েছেন শিলাবাড়ি এলাকার আজমত মোল্লার স্ত্রী চম্পা বেগম ও ইনু মোল্লার ছেলে এনায়েত নামে এক তরুণ। ঠাকুরগাঁওয়ে বিদ্যুতকর্মী নিজস্ব সংবাদদাতা ঠাকুরগাঁও থেকে জানান, পৌর শহর সংলগ্ন গোবিন্দনগর শ্রী কৃষ্ণপুর এলাকায় নসিমন উল্টে নজরুল ইসলাম (২৭) নামে পল্লী বিদ্যুত সমিতির এক কর্মী নিহত এবং তার পাঁচজন সহকর্মী আহত হয়েছেন। সোমবার দুপুরে গোবিন্দনগর কৃষ্ণপুর এলাকায় মালামাল নিয়ে বিদ্যুত লাইনের কাজে যাওয়ার পথে নসিমনটি উল্টে গেলে নজরুল ইসলাম ঘটনাস্থলে নিহত হন। তিনি বগুড়া জেলার শীবগঞ্জ থানার বাসিন্দা আব্দুল হামিদের ছেলে। এ সময় আহত হয়েছেন জিয়ারুল, রোজেন, আশরাফুল, রব্বানী ও গোলাপ।
×