ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

সেই স্পাইডারম্যান জসিমকে সংবর্ধনা

প্রকাশিত: ০৯:২১, ১৬ এপ্রিল ২০১৯

সেই স্পাইডারম্যান জসিমকে সংবর্ধনা

নিজস্ব সংবাদদাতা, শেরপুর, ১৫ এপ্রিল ॥ রাজধানী ঢাকার বনানীর এফআর টাওয়ারের অগ্নিকাণ্ডে নিজের জীবনের পরোয়া না করে মানুষের জীবন বাঁচাতে স্পাইডারম্যানের মতো ঝাঁপিয়ে পড়ে মানবতার অনন্য স্বাক্ষর রাখা সেই জসিম উদ্দিনকে (৩১) তার নিজ এলাকা শেরপুরে সংবর্ধনা দেয়া হয়েছে। সোমবার দুপুরে জেলা প্রশাসনের তরফ থেকে তাকে ওই সংবর্ধনা দেয়া হয়। জেলা প্রশাসনের সম্মেলন কক্ষ রজনীগন্ধায় আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে জসিমকে ফুলের শুভেচ্ছায় বরণ করে নিয়ে তার হাতে ১০ হাজার টাকা ও উপহার তুলে দেন প্রধান অতিথি জেলা প্রশাসক আনার কলি মাহবুব। তিনি বলেন, বনানীর এফআর টাওয়ারে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিজের জীবন বাজি রেখে জসিম মানবতার যে দৃষ্টান্ত স্থাপন করেছে, তা নিঃসন্দেহে প্রশংসনীয়। এ ধরনের দৃষ্টান্ত অনুসরণ করে আমাদেরকে ‘মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য’ এমন সুর ধারণ করে মানবকল্যাণে কাজ করতে হবে। স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক (উপসচিব) এটিএম জিয়াউল ইসলামের সভাপতিত্বে সভায় শুভেচ্ছা বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (উপসচিব) সাইয়েদ এজেড মোরশেদ আলী ।
×