ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

ভাসমান শহর

প্রকাশিত: ০৯:১৪, ১৬ এপ্রিল ২০১৯

ভাসমান শহর

ভাসমান শহর বললেই ইতালির ভেনিসের ছবিটা সামনে ভেসে ওঠে। শহর নয়, তবে আধুনিকতা, স্বাচ্ছন্দ্য সবদিক থেকে ভেনিসকেও ছাড়িয়ে গেছে ব্রুনাইয়ের সমৃদ্ধশালী গ্রাম ক্যাম্পং আয়ের। ব্রুনাই নদীর বুকে ৪০টি গ্রাম নিয়ে গড়ে উঠেছে ক্যাম্পং আয়ের। প্রায় ৩০ হাজার লোকের বাস। বেশিরভাগই মৎস্যজীবী। সরকারী আবাসনও রয়েছে। ক্যাম্পং আয়ের-এর অর্থ হল ‘ওয়াটার ভিলেজ’ -চ্যানেল নিউজ এশিয়া সবচেয়ে বড় বিমান বিশ্বের সবচেয়ে বড় বিমান প্রথমবারের মতো আকাশে উড়েছে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার মোহাভি মরুভূমি থেকে। টেকজায়ান্ট মাইক্রোসফটের অন্যতম প্রতিষ্ঠাতা প্রয়াত পল অ্যালেনের স্ট্রাটোলঞ্চ কোম্পানি বিমানটি তৈরি করেছে। সাদা রংয়ের বিমানটির দুই ডানার দৈর্ঘ্য একটি আমেরিকান ফুটবল মাঠের সমান। দুই ফিউজেলাজের বিমানটি চলে ছয়টি ইঞ্জিনের শক্তিতে। এটির নাম রাখা হয়েছে ‘রক’। দুই ঘণ্টার ফ্লাইটে বিমানটির গতি ছিল সর্বোচ্চ ১৮৯ মাইল এবং এটি ১৭ হাজার ফুট উচ্চতায় পৌঁছায় –বিবিসি
×