ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

ইলহান ওমরকে হত্যার হুমকি

প্রকাশিত: ০৯:১২, ১৬ এপ্রিল ২০১৯

ইলহান ওমরকে হত্যার হুমকি

কংগ্রেসে মুসলিম নারী সদস্য ইলহান ওমরের সমালোচনায় প্রেসিডেন্ট ট্রাম্প ৯/১১’র ভিডিও দেয়ায় হত্যার হুমকি পাচ্ছেন বলে জানিয়েছেন তিনি। ইলহান ওমর বলেন, প্রেসিডেন্টের টুইটের পরিপ্রেক্ষিতে অনেক হুমকি এসেছে। এদিকে টুইটের পর ট্রাম্পের প্রশংসা করেছেন সারাহ স্যান্ডার্স। রবিবার রাতে এক বিবৃতিতে ইলহান ওমর বলেন, ‘শুক্রবার রাতে যখন প্রেসিডেন্ট টুইট করেন, তখন থেকেই প্রতিনিয়ত জীবনের ওপর হুমকি আসছে- অনেকে সরাসরি প্রেসিডেন্টের ভিডিওর উল্লেখ করছেন অথবা তাঁর ভিডিওর উত্তরে হুমকি দিচ্ছেন।’ তিনি বলেন, ক্যাপিটল পুলিশ, এফবিআই, হাউসের সার্জেন্ট ও হাউসের স্পীকার সবাই হুমকির বিষয়ে ওয়াকিবহাল। সহযোগিতার জন্য তাদের ধন্যবাদ জানিয়েছেন ওমর। বিবৃতিতে তিনি বলেন, ‘ আমাদের সমাজে আগ্রাসী বক্তব্য এবং যেকোন ধরনের ঘৃণাসূচক বক্তব্যের কোন স্থান নেই। আর দেশের কমান্ডার ইন চীফের কাছ থেকে সেটা আরও কম প্রত্যাশা করা হয়। তিনি বলেন, ‘আমরা সবাই মার্কিন নাগরিক। এটা জীবনকে হুমকির মুখে ফেলছে। এটা বন্ধ হওয়া উচিত। হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি সারাহ স্যান্ডার্স রবিবার বলেন, ‘কংগ্রেস সদস্য হিসেবে তাঁর (ইলহান ওমর) বক্তব্য অবমাননাকর এবং অনুপযুক্ত। আমি মনে করি, এটা ভাল দিক যে প্রেসিডেন্ট তাকে তলব করেছেন।’ এরপর থেকে ইলহান ওমরের ওপর হুমকি আসা শুরু হয়। তবে ইলহান ওমরের পাশে দাঁড়িয়েছেন ডেমোক্র্যাটরা। ডোনাল্ড ট্রাম্প ওমরের বক্তব্যকে ইচ্ছাকৃতভাবে ভুলভাবে উপস্থাপন করছেন যার ফলে মারাত্মক বর্ণবাদের শিকার হতে হচ্ছে তাকে। এর আগে যুক্তরাষ্ট্রে কংগ্রেসের মুসলিম ডেমোক্র্যাটিক নারী সদস্য ইলহান ওমরের বক্তব্য জড়িয়ে ২০০১ সালের ৯/১১’র টুইন টাওয়ার হামলার একটি ভিডিও টুইট করে তার সমালোচনা করতে গিয়ে তোপের মুখে পড়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শনিবার তাকে তিরস্কার করেন কংগ্রেসের প্রতিনিধি পরিষদের স্পীকার ন্যান্সি পেলোসি। টুইটারে পোস্ট করা এক বিবৃতিতে তিনি বলেছেন, ‘৯/১১ হামলার স্মৃতি জেগে আছে এক পবিত্রতার পটভূমিতে। ওই ঘটনা নিয়ে কোন রকম কথা বলতে গেলে তা সম্মানের সঙ্গেই বলা চাই। রাজনৈতিক আক্রমণের জন্য ৯/১১ ছবি ব্যবহার করা প্রেসিডেন্টের উচিত নয়।’ শুক্রবার ট্রাম্প বিতর্কিত ওই ভিডিওটি টুইট করেন। এতে তিনি ৯/১১ হামলার একটি ভিডিও’র সঙ্গে মিনেসোটার প্রতিনিধি ইলহান ওমরের গত মাসে দেয়া একটি বক্তব্য জুড়ে দেন। এ বক্তব্যের মধ্য দিয়ে ওমর টুইন টাওয়ার হামলাকে খাটো করেছেন বলে ট্রাম্প তার সমালোচনা করেন। -বিবিসি ও গার্ডিয়ান।
×