ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

অবৈধ পথে আসছে কসমেটিক্স

প্রকাশিত: ১০:৪৯, ১৪ এপ্রিল ২০১৯

 অবৈধ পথে আসছে কসমেটিক্স

উৎসব সামনে রেখে খুশি নেই ঢাকার চকবাজারের কসমেটিক্স ব্যবসায়ীরা। প্রতিবার এ সময়ে জমজমাট বিক্রি থাকলেও এবারের বিক্রি নিয়ে স্বস্তির হাসি নেই তাদের মুখে। ব্যবসায়ীদের দাবি, চোরাই পথে পণ্যের আসা আর অতিরিক্ত ট্যাক্স ভ্যাটের কারণে মুখ থুবড়ে পড়ছে এ ব্যবসা। পুরান ঢাকার চকবাজারের কসমেটিক্স ব্যবসার দোকানগুলো এখন ক্রেতাশূন্য। এক সময়কার জমজমাট দোকানগুলোতে পণ্য আর বিক্রেতার ভিড়টাই বেশি। এক সময় সারাদেশ থেকে ব্যবসায়ীরা এখানে আসতেন কসমেটিক্স পণ্য কেনার জন্য। সময় বদলেছে। এখন বৈধ পথে আমদানিকারকরা অনেকটাই কোনঠাসা অবৈধ পথে পণ্যের জোয়ারে। ফলে, বিক্রি কমেছে। হারিয়ে যাচ্ছে উৎসব ঘিরে জৌলস। সেই সঙ্গে রয়েছে পণ্যের ভ্যাট-ট্যাক্সের বিষয়টিও। ব্যবসায়ীদের দাবি, অতিরিক্ত কাস্টমস চার্জ, যানবাহন খরচ আর অনলাইনের যথেচ্ছ ব্যবহার এক প্রকার কোনঠাসা করে তুলছে তাদের ব্যবসার পরিস্থিতি। -অর্থনৈতিক রিপোর্টার
×