ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

আইপিএলে মুম্বাইকে হারাল রাজস্থান

প্রকাশিত: ১০:৪৫, ১৪ এপ্রিল ২০১৯

 আইপিএলে মুম্বাইকে হারাল রাজস্থান

স্পোর্টস রিপোর্টার ॥ ইন্ডিয়ান প্রিমিয়ার লীগে (আইপিএল) শনিবার দিনের প্রথম ম্যাচে মুম্বাই ইন্ডিয়ান্সকে ৪ উইকেটে হারিয়েছে রাজস্থান রয়্যালস। ঘরের মাঠ ওয়াংখেড়ে স্টেডিয়ামে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেটে ১৮৭ রানের চ্যালেঞ্জিং স্কোরই গড়েছিল মুম্বাই। কিন্তু জস বাটলারের ম্যারাথন ইনিংসের কাছে ধরাশায়ী হয় রোহিত শর্মার দল। মাত্র ৪৩ বলে ৮ চার ও ৭ ছক্কায় ৮৯ রানের ঝড়ো ইনিংস খেলে আউট হন এই ইংলিশম্যান। অধিনায়ক অজিঙ্কা রাহানে ৩৭, সাঞ্চু স্যামসন ফেরেন ৩১ রান করে। এ পর্যায়ে দ্রুত উইকেট হারিয়ে ভীষণ চাপে পড়ে গিয়েছিল রাজস্থান। শেষ ওভারের তৃতীয় বলে হারদিক পান্ডিয়াকে চার মেরে দলকে জয় এনে দেন শ্রেয়াস গোপাল। ৬ বলে ৯ রানে অপরাজিত থাকেন এই টেলএন্ডার। মুম্বাইর হয়ে পান্ডিয়া ৩ ও জাসপ্রিত বুমরাহ নেন ২ উইকেট। এর আগে মুম্বাইর চ্যালেঞ্জিং স্কোরের রূপকার ছিলেন কুইন্টন ডি কক। ৫২ বলে ৮১ রানের ঝড়ো ইনিংস খেলেন দক্ষিণ আফ্রিকান তারকা। ৬টি বাউন্ডারির সঙ্গে ছক্কা মারেন তিনি ৪টি। মূলত প্রথম ১০ ওভারেই রাজস্থানের সামনে বড় স্কোর গড়ে তোলার ইঙ্গিত দেন মুম্বাইর দুই ওপেনার ডি কক আর রোহিত। ১০.৫ ওভারে ৯৬ রানের জুটি গড়ে বিচ্ছিন্ন হন তারা দু’জন। ৩২ বলে ৪৭ রান করে বিদায় নেন ইনজুরি কাটিয়ে ফেরা রোহিত। মুম্বাই অধিনায়কের ব্যাটে ছিল ৬টি বাউন্ডারি ও ১টি ছক্কার মার। রোহিত শর্মা আউট হওয়ার পর মাঠে নামেন সুর্যকুমার যাদব। ২১ রানের জুটি গড়েন তিনি। এরপর ১০ বলে ১৬ রান করে বিদায় নেন সুর্যকুমার। কাইরন পোলার্ড দাঁড়াতেই পারেননি। টিকেছিলেন ১২ বল। রান করেন কেবল ৬। পোলার্ড আউট হওয়ার পরপরই বিদায় নেন ডি কক। হারদিক পান্ডিয়া ১১ বলে ২৮ রানের ঝড় তুলে মুম্বাইর ইনিংসকে ১৮০’র গন্ডি পার করে দেন। ইশান কিশান করেন ৫ রান। ক্যারিবীয় পেসার জোফরা আরচার ৩৯ রান দিয়ে নেন ৩ উইকেট। একটি করে শিকার ধাওয়াল কুলকার্নি এবং জয়বেদ উনাদকড়ের।
×