ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

ধোনি করলে খেলার অংশ, সাকিব করলে দোষ!

প্রকাশিত: ১০:৪৩, ১৪ এপ্রিল ২০১৯

  ধোনি করলে খেলার অংশ, সাকিব করলে দোষ!

স্পোর্টস রিপোর্টার ॥ গত বছর ত্রিদেশীয় নিদাহাস ট্রফিতে অঘোষিত সেমিফাইনাল হয়ে ওঠা শ্রীলঙ্কা-বাংলাদেশ ম্যাচে সাকিব আল হাসানের সেই ঘটনা ব্যাপক আলোচনার জন্ম দিয়েছিল। আম্পায়ারের সিদ্ধান্তের প্রতিবাদ জানাতে ড্রেসিং রুম থেকে নেমে বাউন্ডারি রোপ পর্যন্ত গিয়েছিলেন বাংলাদেশ টি২০ অধিনায়ক। পানি হাতে মাঠে প্রবেশ করে প্রতিপক্ষ ক্রিকেটারের সঙ্গে বাগবিত-ায় জড়িয়ে পড়েছিলেন তরুণ নুরুল হাসান সোহান। সিরিজের তৃতীয় দল ছিল ভারত, দেশটির গণমাধ্যম তখন সাকিবের আচরণ নিয়ে প্রশ্ন তুলেছিল। এমনকি তাকে ‘বেয়াদব’ও বলা হয়েছিল। চলমান ইন্ডিয়ান প্রিমিয়ার লীগে (আইপিএল) রাজস্থান রয়্যালসের বিপক্ষে ঠিক একই পরিস্থিতিতে সোজা মাঠে ঢুকে পড়েন চেন্নাই সুপার কিংস অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। সরাসরি গিয়ে আম্পায়ারদের সঙ্গে দ্বন্দ্বে জাড়িয়ে পড়লেও ভারতীয় গণমাধ্যম এটিকে ‘খেলার অংশ’ বলে প্রকাশ করে। আইপিএল খেলতে ভারতে অবস্থান করা সাকিবকে স্থানীয় সংবাদমাধ্যম এ নিয়ে প্রশ্ন করলে তিনি বলেন, ‘নিদাহাস ট্রফিতে আমিও একই কাজ করেছি যা ধোনি করেছেন। আমি এটা নিয়ে বিস্তারিত কিছু বলতে চাই না। এটা ম্যাচের এমন সময় ঘটেছে যা ছিল ম্যাচের উত্তেজনাকর মুহূর্ত। আর একজন ক্রিকেটার হিসেবে সেটা অবশ্যই মানসিক চাপ। কারণ প্রত্যেক ক্রিকেটারই চান চাপ কাটিয়ে ম্যাচটি জিততে।’ রাজস্থানের বিপক্ষে এদিন জয়ের জন্য শেষ ওভারে ১৮ রান দরকার ছিল চেন্নাইর। শেষ তিন বলে ৮ রান। স্টোকসের চতুর্থ ডেলিভারিটি ছিল ফুলটস যা উচ্চতার জন্য প্রথমে ‘নো বল’ ডেকেছিলেন ননস্ট্রাইক প্রান্তের আম্পায়ার উলহাস গান্ধে। কিন্তু স্কয়ার লেগ অঞ্চলে দাঁড়িয়ে থাকা আম্পায়ার ব্রুস অক্সেনফোর্ড সিদ্ধান্তটি বাতিল করলে ডাগআউট থেকে মাঠেই ঢুকে পড়েন ধোনি। আম্পায়ারদের সঙ্গে তর্কে জড়িয়ে পড়েন চেন্নাই অধিনায়ক। শেষ পর্যন্ত যদিও আম্পায়ারদের সিদ্ধান্তের কোন নড়চড় হয়নি। শেষ বলে মিচেল স্যান্টনার ছক্কা হাঁকিয়ে দলকে জিতিয়েছিলেন চেন্নাইকে। আর অনাকাক্সিক্ষত এই ঘটনায় ধোনিকে ম্যাচ ফি’র ৫০ শতাংশ জরিমানা দিতে হয়।
×