ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

লিভারপুল-চেলসির মহারণ আজ

প্রকাশিত: ১০:৪৩, ১৪ এপ্রিল ২০১৯

 লিভারপুল-চেলসির মহারণ আজ

স্পোর্টস রিপোর্টার ॥ ইংলিশ প্রিমিয়ার লীগে আজ আবারও মাঠে নামছে টুর্নামেন্টের দুই জায়ান্ট ক্লাব লিভারপুল ও চেলসি। নিজেদের মাঠ এনফিল্ডে ব্লুজদের স্বাগত জানাবে জার্গেন ক্লপের দল। এই ম্যাচকে ঘিরে ফুটবলপ্রেমীদের মধ্যেও বইছে বাড়তি উত্তেজনা। কেননা এই মুহূর্তে লীগ টেবিলের শীর্ষে রয়েছে লিভারপুল। ৩৩ ম্যাচ থেকে তাদের সংগ্রহে এখন ৮২ পয়েন্ট। এক ম্যাচ কম খেলে ৮০ পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয় স্থানে রয়েছে ম্যানচেস্টার সিটি। চেলসির বিপক্ষে জয় পেলে স্বাভাবিকভাবেই শীর্ষস্থানটা অক্ষুণ্ণ থাকবে অলরেডদের। কিন্তু পরিসংখ্যান তাদের বিপক্ষে। চেলসির বিপক্ষে শেষ পাঁচ ম্যাচে একটিতেই জয়ের দেখা পায়নি জার্গেন ক্লপের শিষ্যরা। এই সময়ে তিন ম্যাচে ড্র করার পাশাপাশি বাকি দুই ম্যাচে পরাজয়ের স্বাদ পেয়েছে সালাহ-ফিরমিনোদের লিভারপুল। শুধু তাই নয়, এনফিল্ডে সবধরনের প্রতিযোগিতায় আট ম্যাচে অপরাজিত চেলসি। এই সময়ে তিন ম্যাচে জয় পায় তারা। আর বাকি পাঁচ ম্যাচে ড্র করে চেলসি। সর্বশেষ ২০১২ সালের মে মাসে লিভারপুলের মাঠে ৪-১ গোলে হেরেছিল ব্লুজরা। চেলসির বিপক্ষে ম্যাচে নিষেধাজ্ঞা কাটিয়ে ফিরছেন লিভারপুলের এ্যান্ডি রবার্টসন। নিষেধাজ্ঞার কারণে উয়েফা চ্যাম্পিয়ন্স লীগে পোর্তোর বিপক্ষে ম্যাচে খেলতে পারেননি তিনি। এই ম্যাচের জন্য জো গোমেজ এবং এ্যাডাম লালনাও ফিট। ইংলিশ প্রিমিয়ার লীগের শীর্ষ চারের অবস্থানটাকে শক্তিশালী করার জন্য এই ম্যাচে জয়ের বিকল্প ভাবছেন না চেলসির কোচ। যে কারণে ইউরোপা লীগে স্লাভিয়ার বিপক্ষে ম্যাচে সাতটি পরিবর্তন আনেন মাউরিসিও সারি। সেই ম্যাচে বিশ্রামে রাখা বেশ কয়েকজন তারকা খেলোয়াড়কে লিভারপুলের বিপক্ষে মাঠে নামাবেন আজ। যার মধ্যে রয়েছে এডেন হ্যাজার্ডের নামও। লিভারপুল-চেলসি ছাড়াও আজ মাঠে নামছে ম্যানচেস্টার সিটি। ইংলিশ প্রিমিয়ার লীগের বর্তমান চ্যাম্পিয়নদের স্বাগত জানাবে ক্রিস্টাল প্যালেস। ম্যানসিটি লীগে দাপট দেখালেও এবার শীর্ষ পাঁচে নেই তাদের নগর প্রতিদ্বন্দ্বী ম্যানচেস্টার ইউনাইটেড। ৩২ ম্যাচ থেকে ৬১ পয়েন্ট নিয়ে শনিবার পর্যন্ত ছয় নম্বরে রয়েছে ম্যানইউ। এদিকে স্প্যানিশ লা লিগার জায়ান্ট রিয়াল মাদ্রিদের সঙ্গে যোগাযোগের গুঞ্জন শোনা গেলেও ম্যানচেস্টার ইউনাইটেডের সঙ্গেই পল পগবার ভবিষ্যত জড়িয়ে আছে বলে আত্মবিশ্বাসী মনোভাব ব্যক্ত করেছেন ক্লাবটির কোচ ওলে গানার সোলসজায়ের। গত মাসে জিনেদিন জিদান রিয়াল মাদ্রিদে ফেরার পর পগবা মন্তব্য করেছিলেন সান্তিয়াগো বার্নাব্যুতে খেলা সবসময়ই তার স্বপ্ন ছিল। যে কারণে স্প্যানিশ জায়ান্ট দলটিতে পগবার যাওয়া নিয়ে গুঞ্জন শুরু হয়। এদিকে ২০১৮ সালের বিশ্বকাপ জয়ী দলের সদস্য পগবাকে দলে নিতে জিদান নিজেও যখন আগ্রহ প্রকাশ করেন তখন বিষয়টি শক্তভাবেই সামনে চলে আসে। ২০১৬ সালে জুভেন্টাস থেকে ইউনাইটেডে যোগ দেবার সময়ই পগবার ওপর চোখ পড়েছিল জিদানের। তবে ইউনাইটেডের কোচ সোলসজায়ের জানান, সবধরনের গুঞ্জন সত্ত্বেও ক্লাবের সঙ্গে পগবার চুক্তির শর্ত আছে। এখানে গণমাধ্যম, দলবদল, গুঞ্জন অনেক বিষয়ই সামনে আসতে পারে। কিন্তু সবকিছুকে পিছনে ফেলে পগবার সঙ্গে গঠনমূলক আলোচনার বিষয়টি স্বীকার করেছেন। এ সম্পর্কে তিনি বলেন, ‘যখন তার সঙ্গে কথা হয়েছে তার মধ্যে কোন ধরনের পার্থক্য চোখে পড়েনি। সে শুধু খেলায় মনোনিবেশ করেছে এবং নিজের সেরাটা দিতে চেয়েছে। একজন পেশাদার খেলোয়াড় হিসেবে আমি তারজন্য গর্বিত। বার্সিলোনার বিপক্ষে চ্যাম্পিয়ন্স লীগের কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে ১-০ গোলে পরাজিত হবার ম্যাচটিতে ১৫ মিনিট পর সবাইকে ছাপিয়ে আমার পগবার ওপর বিশ্বাস ছিল। ঐ সময় সে দলকে দারুণভাবে সামাল দিয়েছে। বিশেষ করে প্রথমার্ধটা তার জন্যই আমরা রক্ষা পেয়েছি। যদিও শেষ পর্যন্ত আর ম্যাচটা ধরে রাখা যায়নি। শারীরিকভাবেই ম্যাচটিতে সে নিজেকে দারুণভাবে ফিট প্রমাণ করেছে।’ এবারের মৌসুমে সবধরনের প্রতিযোগিতায় ইউনাইটেডের হয়ে ১৪ গোল করেছেন পগবা। এর মধ্যে প্রিমিয়ার লীগে করেছেন ১১ গোল। এই সময়ে এ্যাসিস্ট করেছেন ৯ গোলে।
×