ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

ধাওয়ান বিশ্বের অন্যতম সেরা ওপেনার ॥ গাঙ্গুলী

প্রকাশিত: ১০:৪১, ১৪ এপ্রিল ২০১৯

 ধাওয়ান বিশ্বের অন্যতম সেরা ওপেনার ॥ গাঙ্গুলী

স্পোর্টস রিপোর্টার ॥ ব্যাট হাতে খুব একটা ধারাবাহিকতা দেখাতে পারছেন না শিখর ধাওয়ান। তবে যেদিন এ ভারতীয় ওপেনার উইকেটে দাঁড়িয়ে যান সেদিন আর প্রতিপক্ষের বোলাররা পাত্তাই পান না। সেটার প্রমাণ আবার তিনি দিয়েছেন শুক্রবার। চলমান ইন্ডিয়ান প্রিমিয়ার লীগে (আইপিএল) দিল্লী ক্যাপিটালসের হয়ে এ বাঁহাতি ওপেনার ৬৩ বলে ১১ চার, ২ ছক্কায় অপরাজিত ৯৭ রানের একটি বিধ্বংসী ইনিংস উপহার দেন। আর এতে করে কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে সহজ জয় পায় দিল্লী। দিল্লীর পরামর্শক হিসেবে দায়িত্ব পালন করা সাবেক ভারতীয় অধিনায়ক সৌরভ গাঙ্গুলী ম্যাচশেষে ধাওয়ানকে বর্তমানে বিশ্বের অন্যতম সেরা ওপেনার হিসেবে দাবি করেছেন। তিনি মনে করেন আসন্ন বিশ্বকাপে দ্যুতি ছড়াবেন এ ৩৩ বছর বয়সী বাঁহাতি ওপেনার। গাঙ্গুলী দাবি করেছেন ধাওয়ানকে দলে টানতে বেপরোয়া হয়ে উঠেছিল দিল্লী। গতবার সানরাইজার্স হায়দরাবাদের হয়ে খেলেছিলেন। কিন্তু এবার তাকে রাখেনি দলটি। কিন্তু দিল্লী তাকে নিয়মিতই খেলিয়ে যাচ্ছে। তবে সপ্তম ম্যাচে সবেমাত্র দ্বিতীয় অর্ধশতকের দেখা পেলেন তিনি। ভারতীয় দলের ব্যাটিংয়ে অন্যতম নির্ভরতা অধিনায়ক বিরাট কোহলি আর রোহিত শর্মা। কিন্তু গাঙ্গুলী মনে করছেন ভারতীয় ব্যাটিংয়ের জন্য ধাওয়ানও তাদের মধ্যে অন্যতম। এ বাঁহাতি ওপেনার ইতোমধ্যে ১২৮ ওয়ানডে খেলে ১৬টি সেঞ্চুরি হাঁকিয়েছেন এবং তার ওয়ানডে স্ট্রাইকরেট ৯৩.৭৯! গাঙ্গুলী এখন এ ওপেনারকে নিয়ে বললেন, ‘সম্ভবত সে এখন বিশ্বের অন্যতম সেরা ওপেনার। ওয়ানডে ক্রিকেটের তিন সেরা খেলোয়াড় হচ্ছেন- বিরাট, রোহিত ও ধাওয়ান। যখন ধাওয়ান থিতু হয়ে যায় তখন সে অদম্য হয়ে ওঠে।’ তবে এখন ধাওয়ানের কাছ থেকে দৃঢ় সঙ্কল্পবদ্ধ কিছু দেখতে চান গাঙ্গুলী। এ বিষয়ে তিনি আরও বলেন, ‘আমি যা তার কাছে প্রত্যাশা করি সেটি হচ্ছে দৃঢ় সঙ্কল্পবদ্ধ কিছু। যখন সে এমনটা থাকে তখন বিশ্বের কোন বোলার তাকে আটকাতে পারবে না। আর সে কারণেই যখন আমরা জানতে পারি সে সানরাইজার্স ছাড়বে তখনই তাকে দলে টানতে বেপরোয়া হয়ে উঠেছিলাম।’ আসন্ন বিশ্বকাপের দল অচিরেই ঘোষণা করতে যাচ্ছে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)। এর আগে ধাওয়ানের এমন মারমুখী চেহারাটা বেশ আনন্দের সংবাদই ভারতীয় নির্বাচকদের জন্য। গাঙ্গুলী আরও বললেন, ‘টুর্নামেন্টের এখন গুরুত্বপূর্ণ পর্যায়। এ সময়ে ধাওয়ান বড় স্কোর করেছে তা খুবই ভাল ব্যাপার। সে একইভাবে ভারতের হয়েও খেলে। আন্তর্জাতিক ক্রিকেটের সংক্ষিপ্ত পরিসরে সে মোটামুটি ধারাবাহিকভাবেই এরকম রান করে।’ তবে মাত্র ৩ রানের জন্য আইপিএলে নিজের প্রথম সেঞ্চুরি হাতছাড়া হয়েছে ধাওয়ানের। সেটি করতে পারলে যে কোন পর্যায়ের টি২০ ক্রিকেটেই তার প্রথম শতক হতো। এ বিষয়ে গাঙ্গুলী বলেন, ‘শতক টি২০ ক্রিকেটে সবসময় সম্ভবপর নয়। বিশ্বকাপ ভিন্ন একটি ফরমেট। কিন্তু শিখর ইংল্যান্ডে সবসময় বেশ ভাল খেলে। খুবই চমৎকার ওয়ানডে খেলোয়াড় সে। আমার মনে হয় এ বিশ্বকাপেও সে দ্যুতি ছড়াবে।’ উল্লেখ্য, ২০১৩ সালের চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেছিল ভারতীয় দল। সেবার আসরের সেরা খেলোয়াড় হয়েছিলেন ধাওয়ান।
×