ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

গেইল-রাসেলদের ছাড়াই উইন্ডিজ দল

প্রকাশিত: ১০:৩৭, ১৪ এপ্রিল ২০১৯

গেইল-রাসেলদের ছাড়াই উইন্ডিজ দল

স্পোর্টস রিপোর্টার ॥ আয়ারল্যান্ডে স্বাগতিক আইরিশদের সঙ্গে ত্রিদেশীয় সিরিজ খেলবে বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজ। বিশ্বকাপের আগে তিনটি দলের জন্য প্রস্তুতির শেষ মঞ্চ এটি। অথচ উইন্ডিজ দলে নেই ক্রিস গেইল, সুনীল নারাইন, আন্দ্রে রাসেল, কাইরন পোলার্ডের মতো তারকা। কারণ ইন্ডিয়ান প্রিমিয়ার লীগ (আইপিএল)। ৫ থেকে ১৭ মে আয়ারল্যান্ডের রাজধানী ডাবলিনে অনুষ্ঠিত হবে ওয়ানডে ফরমেটের এই ত্রিদেশীয় সিরিজ। আর ২৩ মার্চ শুরু হওয়া আইপিএল চলবে ১২ মে পর্যন্ত। ৫ মে শেষ হবে লীগপর্বের খেলা। কোয়ালিফায়ার, এলিমিনেটর ও ফাইনালের সূচী এখনও ঠিক হয়নি। টাকার খেলা আইপিএলে অংশ নেয়ার কারণেই গেইল-রাসেলদের পাচ্ছে না জেসন হোল্ডারের দল। উল্লেখ্য, একদিন আগেই রিচার্ড পাইবাসকে বরখাস্ত করে ফ্লয়েড রেইফারকে প্রধান কোচের দায়িত্ব দেয়া হয়েছে। ঢেলে সাজানো হয়েছে উইন্ডিজ ক্রিকেটের (ডব্লিউআইসি) ম্যানেজমেন্ট প্যানেলও। নতুন কোচ রেইফার ও প্রধান নির্বাচক রবার্ট হেইন্স তাই বাধ্য হয়ে তারণ্যকে প্রাধান্য দিয়ে ত্রিদেশীয় সিরিজের জন্য ১৪ সদস্যের দল বেছে নিয়েছেন। অবশ্য হোল্ডারের সঙ্গে ড্যারেন ব্রাভো, শাই হোপ, রোস্টন চেজ ও শন ডরউইচের মতো পরিচিত ক্রিকেটাররা আছেন। পেস এ্যাটাক সামলাবেন শ্যানন গ্যাব্রিয়েল ও কেমার রোচ। এ দলটাই যে বিশ্বকাপে খেলবে সেই নিশ্চয়তা দেননি দলের প্রধান নির্বাচক। তবে ত্রিদেশীয় সিরিজে নামার আগে তাদের বিশ্বকাপের দল ঘোষণা করতেই হবে। ২২ এপ্রিল বিশ্বকাপের দল ঘোষণার শেষ সময়। ‘তারা (টিম ম্যানেজমেন্ট) আয়ারল্যান্ডে ত্রিদেশীয় সিরিজের জন্য দল দিয়েছে। আমরা পরিষ্কার করেই বলছি এ দলটা বিশ্বকাপের জন্য দেয়া হয়নি। ইংল্যান্ডের কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিতে ত্রিদেশীয় সিরিজ খুব বড় একটি সুযোগ। এ সিরিজে অনেককেই রাখা হয়নি, তারা আইপিএলে খেলছে। হতে পারে পরবর্তীতে তাদের নেয়া হবে। তবে যারা খেলবে তাদের জন্য এটা বড় সুযোগ, বলেন হেইন্স। ৩১ মে ট্রেন্টব্রিজে পাকিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করবে দুইবারের চ্যাম্পিয়ন ক্যারিবীয়রা। ত্রিদেশীয় সিরিজের ১৪ জনের দলে একমাত্র নতুন মুখ বার্বাডোজের অলরাউন্ডার রায়মন রেইফার। ২৭ বছর বছর এ ক্রিকেটার লিস্ট ‘এ’ ক্রিকেটে ৫১ উইকেট ও ১০৯৬ রান করেছেন। তিনি নতুন কোচ ফ্লয়েড রেইফারের আত্মীয়। সদ্য বরখাস্ত কোচ পাইবাসের ওপর নাখোশ ছিলেন ওয়েস্ট ইন্ডিজের বহু সিনিয়র ক্রিকেটার। আন্তর্জাতিক ক্রিকেটের জন্য দলে ঠাঁই পেতে ঘরোয়া ক্রিকেটে অংশগ্রহণ বাধ্যতামূলক করেছিলেন তিনি। ক্রিকেটাররা এই সিদ্ধান্তে প্রতিবাদ জানাতে গিয়ে তখন তার সঙ্গে দ্বন্দ্বে জড়িয়ে পড়েছিলেন। এ কারণে বেশ কিছু সিনিয়র ক্রিকেটার জাতীয় দল থেকে বাদ পড়েন এবং তারা বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি টি২০ লীগে খেলা বেছে নেন। এবার কোচ পরিবর্তন হওয়ায় ডোয়াইন ব্রাভো, কাইরন পোলার্ড এবং আন্দ্রে রাসেলের মতো তারকার জন্য দরজা খুলে যেতে পারে। নতুন প্রধান নির্বাচকের বক্তব্যের পর এটা এখন অনেকটাই স্পষ্ট। ত্রিদেশীয় সিরিজে ওয়েস্ট ইন্ডিজ দল ॥ জেসন হোল্ডার (অধিনায়ক), জন ক্যাম্পবেল, ড্যারেন ব্রাভো, শাই হোপ, সেলডন কর্টেল, শ্যানন গ্যাব্রিয়েল, কেমার রোচ, সুনীল এম্যাব্রিস, রায়মন রেইফার, ফ্যাবিয়েন এ্যালেন, এ্যাশলে নার্স, রোস্টন চেইজ, শেন ডরউইচ ও জনাথন কার্টার।
×