ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

গণভবন থেকে বঙ্গভবন পর্যন্ত মানববন্ধন

নুসরাত হত্যা মামলার আসামিদের ৯০ দিনের মধ্যে ফাঁসি দাবি

প্রকাশিত: ১০:২৯, ১৪ এপ্রিল ২০১৯

 নুসরাত হত্যা মামলার আসামিদের ৯০ দিনের মধ্যে ফাঁসি দাবি

স্টাফ রিপোর্টার ॥ ফেনীর মাদ্রাসা ছাত্রী নুসরাত জাহান রাফি হত্যা মামলার আসামিদের ৯০ দিনের মধ্যে ফাঁসির দাবি জানিয়েছে বিভিন্ন সামাজিক সংগঠন। একই সঙ্গে যারা রাজনৈতিক ও প্রশাসনিকভাবে অধ্যক্ষ সিরাজউদদৌলা ও তার সঙ্গীদের আশ্রয়- প্রশ্রয় দিয়েছেন তাদের আসামি করে দ্রুত বিচার ট্রাইব্যুনালের মাধ্যমে শাস্তির দাবি জানান তারা। পাশাপাশি আইন বহির্ভূতভাবে নুসরাতের ভিডিও ধারণ করায় ফৌজদারি অপরাধী হিসেবে দায়িত্বপ্রাপ্ত ওসি মোয়াজ্জেম হোসেনকেও আইনের আওতায় আনা হবে বলে মনে করেন মানববন্ধনে অংশ নেয়া আইন বিশেষজ্ঞরা। এদিকে সাত দিনের মধ্যে নুসরাত হত্যার বিচার দাবি জানিয়েছে শিল্পী সমাজ। শনিবার রাফি হত্যার প্রতিবাদে রাজধানীর বিভিন্ন এলাকায় মানববন্ধনের আয়োজন করে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিকসহ পেশাজীবী সংগঠন। এতে বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, বিচারপতি, মানবাধিকার কর্মী, আইনজীবী, সাংস্কৃতিক ব্যক্তিত্বসহ বিশিষ্টজনরা অংশ নেন। গণভবন-বঙ্গভবন পর্যন্ত সিপিবির মানববন্ধন ॥ পুড়িয়ে হত্যার প্রতিবাদে গণভবন থেকে বঙ্গভবন পর্যন্ত মানববন্ধন কর্মসূচী থেকে নারী নির্যাতন প্রতিরোধের ডাক দিয়েছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি- সিপিবি। শনিবার সকালে আসাদ গেট থেকে মতিঝিল পর্যন্ত বিভিন্নস্থানে মানববন্ধনে দাঁড়ান দলটির হাজারো নেতাকর্মী। এছাড়াও এই হত্যাকা-ের ৯০দিনের মধ্যে বিচার দাবি জানিয়ে রাজধানীতে একাধিক রাজনৈতিক ও সামাজিক সংগঠন মানববন্ধন করেছে। মতিঝিলে রাজউক ভবনের সামনে মানববন্ধনে সিপিবির সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম বলেন, এই আন্দোলনে শুধু সিপিবির নয়, সব দলের। নারী নির্যাতনের বিরুদ্ধে আমাদের আন্দোলন শেষ হবে না। আগামী ২০-২৭ তারিখ পর্যন্ত নারী নির্যাতন প্রতিরোধ সপ্তাহ পালন করা হবে। সেলিম বলেন, যে স্বপ্ন নিয়ে মুক্তিযুদ্ধ করা হয়েছিল, তা বাস্তবায়ন করতে দেয়া হয়নি। তখন সবাই পাকিস্তান আমলের জুলুম-অত্যাচার নিঃশেষ হয়ে যাবে বলে আশা করছিল। আজকে দেশকে নতুন অন্ধকারের দিকে নিক্ষেপ করা হয়েছে। সোনাগাজীর নুসরাত তার মাদ্রাসা অধ্যক্ষের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ এনেছিলেন। তাকে এই মামলা প্রত্যাহারের চাপ দেয়া হলেও তিনি রাজি না হওয়ায় তার গায়ে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেয়া হয়। পাঁচ দিন মৃত্যুর সঙ্গে লড়ে মারা যান নুসরাত। নুসরাতের মৃত্যুতে দেশজুড়ে ক্ষোভ-বিক্ষোভের মধ্যে মানববন্ধনের এই কর্মসূচীর ডাকে সিপিবি। ঢাকার পাশাপাশি সারাদেশে একই ধরনের কর্মসূচী পালিত হয় বলে দলটির নেতারা জানান। আসাদ গেটে মানববন্ধনে দাঁড়িয়ে টিআইবির নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান বলেন, আমরা নুসরাত হত্যার ন্যায়বিচার চাই। এই ঘটনার সঙ্গে যারা প্রত্যক্ষ বা পরোক্ষভাবে জড়িত, সবাইকে আইনের আওতায় নিয়ে কঠোর শাস্তি দিতে হবে। এই ঘটনার কঠোর শাস্তি দেয়া সরকারের জন্য অগ্নিপরীক্ষা। নূসরাত হত্যার কঠোর শাস্তি দিয়ে সরকারকে প্রমাণ করতে হবে যে দেশে আইনের শাসন আছে। আসাদ গেটের মানববন্ধনে হিউম্যান রাইটস ফোরাম বাংলাদেশ, টিআইবি, নারী পক্ষ, কেন্দ্রীয় খেলাঘর, কৃষিবিদ ইউনিয়নসহ বিভিন্ন সংগঠন যোগ দেয়। মানববন্ধনে এএলআরডির নির্বাহী পরিচালক সামসুল হুদা বলেন, নুসরাত হত্যার বিচার করতে সরকার যে ঘোষণা দিয়েছে, তা যেন কথার কথা না হয়। আমরা আইনের শাসন দেখতে চাই। ধানমন্ডি ২৭ নম্বর সড়কের মানববন্ধনে কলামিস্ট সৈয়দ আবুল মকসুদ বলেন, এই ঘটনার বিচার বিভাগীয় তদন্ত করতে হবে। নুসরাত হত্যার দ্রুত বিচারসহ এ ধরনের আগের সব ঘটনার বিচার করতে হবে। সেখানে দাঁড়িয়ে মানবাধিকারকর্মী সুলতানা কামাল বলেন, আমাদের সংস্কৃতি হলো ঘটনা ঘটে যাওয়ার পরে রাস্তায় নামি। তারপর এক সময় সব ঘটনাই ধামাচাপা পড়ে যায়। এ থেকে আমরা পরিত্রাণ চাই। নুসরাতের মতো যাতে আর কোন ঘটনা না ঘটে, এর জন্য আমরা এই ঘটনাসহ নারী সহিংসতায় জড়িতদের কঠোর শাস্তি চাই। মানববন্ধনে বিভিন্ন সংগঠনের পাশাপাশি উপস্থিত ছিলেন সিপিবি সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম, সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহ আলম, সহকারী সাধারণ সম্পাদক কাজী সাজ্জাদ জহির চন্দন, প্রেসিডিয়াম সদস্য লক্ষ্মী চক্রবর্তী, আবদুল্লাহ ক্বাফী রতন, কোষাধ্যক্ষ মাহবুবুল আলম, সম্পাদক রুহিন হোসেন প্রিন্স প্রমুখ। নুসরাতের সঙ্গে যা হয়েছে, তা দেশের কেউ মেনে নেয়নি- শিল্পীসমাজ ॥ সোনাগাজীর ইসলামিয়া ফাজিল মাদ্রাসার ছাত্রী রাফি হত্যার বিচারের দাবিতে আয়োজিত মানববন্ধনে ক্ষোভ প্রকাশ করেছেন বাংলাদেশের চলচ্চিত্র ও টেলিভিশন নাটকের পরিচালক, শিল্পী ও কলাকুশলীরা। মানববন্ধনে বক্তারা বলেন, নুসরাতের সঙ্গে যা হয়েছে, তা বাংলাদেশের কেউ মেনে নেয়নি। নিতে পারে না। আমরা নুসরাতকে বলছি, আমাদের যতক্ষণ নিঃশ্বাস আছে, আমরাও প্রতিবাদ করে যাব। সারা দেশে নুসরাত হত্যার আসামিদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবিতে বাংলাদেশ চলচ্চিত্র কর্পোরেশনের সামনের রাস্তায় যৌথভাবে মানববন্ধন করে চলচ্চিত্র পরিচালক সমিতি ও ডিরেক্টর্স গিল্ড। এ সময় দুই সংগঠনের পক্ষ থেকে ভবিষ্যত কর্মসূচীও ঘোষণা করা হয়। মানববন্ধনে শিল্পী ও কলাকুশলীদের মধ্যে উপস্থিত ছিলেন বরেণ্য চিত্রনায়ক আলমগীর, পরিচালক সমিতির সভাপতি মুশফিকুর রহমান গুলজার, বদিউল আলম খোকন, ডিরেক্টর্স গিল্ডের সাধারণ সম্পাদক এস এ হক অলিক, শিল্পী সংঘের সভাপতি শহীদুল আলম সাচ্চু, প্রযোজক নেতা খোরশেদ আলম, চিত্রতারকা রিয়াজ ও অঞ্জনা, নাট্যজন সারা যাকের, পরিচালক চয়নিকা চৌধুরী, অভিনয়শিল্পী ও সংগঠক রোকেয়া প্রাচী। চিত্রনায়ক আলমগীর এই ঘটনার দ্রুত বিচার দাবি করে বলেন, নুসরাতের সঙ্গে যা হয়েছে, তা বাংলাদেশের কেউ মেনে নেয়নি। নিতে পারে না। বিচারের দাবিতে আজ সবার সঙ্গে আমরা সাধারণ শিল্পীরাও রাস্তায় দাঁড়িয়েছি। সাত দিনের মধ্যে যদি সমাধানের দিকনির্দেশনা না পাই, তবে আমরা পরবর্তী কর্মসূচী ঘোষণা করব। নুসরাত হত্যায় যারা জড়িত, তাদের সর্বোচ্চ শাস্তি দাবি করে মানববন্ধনে বক্তারা বলেন, নুসরাত হত্যার সঙ্গে যারা জড়িত, তাদের বাঁচাতে একটি শ্রেণী উঠেপড়ে লেগেছে। আমরা চাই, সাত দিনের মধ্যে বিচারকার্য সম্পন্ন হোক। প্রধানমন্ত্রী যে আদেশ দিয়েছেন, সেটা যেন ভিন্ন খাতে কেউ প্রবাহিত না করেন। নুসরাত হত্যাকা- এবং তার বিচার দাবি জাতীয় দাবি। এখানে ক্ষমতার দাপট দেখিয়ে যেন কেউ পার না পায়। চিত্রনায়ক রিয়াজ বলেন, মৃত্যুর আগে নুসরাত বার বার বলেছিল, যতক্ষণ নিঃশ্বাস আছে, প্রতিবাদ করে যাবে। আজ নুসরাত নেই। তবে আমরা আছি। নুসরাতকে বলছি, আমাদের যতক্ষণ নিঃশ্বাস আছে, প্রতিবাদ করে যাব। নাট্যনির্মাতাদের সংগঠন ডিরেক্টর গিল্ডের সাধারণ সম্পাদক এস এ হক অলিক বলেন, আমরা এমন একটি বিচার দাবি করছি, যেন এই বিচার দৃষ্টান্ত হয়ে থাকে। বাংলাদেশের মাটিতে আমরা এমন নৃশংসতা দেখতে চাই না। রোকেয়া প্রাচী বলেন, আমি লজ্জিত, কারণ, আমার জন্মভূমিতে এই ঘটনা হয়েছে। আমি নুসরাতের বিচার দাবি করছি। পাশাপাশি স্থানীয় নেতা ও প্রশাসনের যারা এই ঘটনায় অপরাধীর পাশে দাঁড়িয়েছে, তাদেরও বিচারের আওতায় আনার দাবি জানাচ্ছি। ৯০ দিনের মধ্যে হত্যাকারীদের বিচার দাবি ॥ নুসরাত জাহান রাফির হত্যা মামলার আসামিদের দ্রুত বিচার ট্রাইব্যুনালের মাধ্যমে দৃষ্টান্তমূলক শাস্তি ফাঁসির দাবি জানান বাংলাদেশ অনলাইন এ্যাক্টিভিস্ট ফোরাম (বোয়াফ)। সেই সঙ্গে যারা রাজনৈতিক ও প্রশাসনিকভাবে ধর্ষক, খুনী সিরাজউদদৌলা ও তার সঙ্গী-সাথীদের আশ্রয়-প্রশ্রয় দিয়েছে, তাদেরও আইনের আওতায় এনে কঠোর শাস্তির দাবি তোলে সংগঠনটি। শনিবার জাতীয় প্রেসক্লাব চত্বরে সোনাগাজীর মাদ্রাসা ছাত্রী নুসরাতের খুনীদের ৯০ দিনের মধ্যে ফাঁসির দাবিতে এক মানববন্ধন কর্মসূচী পালনের মাধ্যমে এই দাবি জানানো হয়। মানববন্ধনে অংশ নিয়ে বিচারপতি এএইচএম শামসুদ্দিন চৌধুরী মানিক বলেন, দ্রুত বিচার ট্রাইব্যুনালের মাধ্যমে নুসরাত হত্যার আসামিদের ফাঁসি নিশ্চিত করা এখন দেশবাসীর দাবি। সেই সঙ্গে আইন বহির্ভূতভাবে নুসরাতের ভিডিও ধারণ করায় ফৌজদারি অপরাধী হিসেবে দায়িত্বপ্রাপ্ত ওসি মোয়াজ্জেম হোসেনকেও আইনের আওতায় আনা হবে আইনের শাসনের দৃষ্টান্ত। তিনি আরও বলেন, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা একটি ভাল দৃষ্টান্ত স্থাপন করেছেন। নুসরাত হত্যার সঙ্গে সম্পৃক্ত অপরাধীদের পক্ষপাতদুষ্ট স্থানীয় কতিপয় আওয়ামী লীগ নেতাকে বহিষ্কার করেছে। আমি মনে করি, শুধু বহিস্কার করলেই হবে না, তাদের অপরাধ নির্ণয় করে সে অপরাধের বিচার করা উচিত। সর্বোচ্চ শাস্তির প্রত্যাশা ॥ গ্রীন ভয়েসের উদ্যোগে সোবহানবাগ, ড্যাফোডিল ইউনিভার্সিটির সামনে ‘নুসরাত হত্যার বিচার, নারী-শিশু ধর্ষণ-হত্যা, ক্রমবর্ধমান বর্বরতা, রাষ্ট্রের ক্ষমাহীন ঔদাসিন্য নীতি- নৈতিকতার অবক্ষয়ের’ প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়। গ্রীন ভয়েসের প্রধান সমম্বয়কারী ও বাপার যুগ্ম সম্পাদক আলমগীর করিবের সভাপতিত্বে এবং বাপার, যুগ্ম সম্পাদক, হুমায়ন কবির সুমনের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন, মানবাধিকার কর্মী সুলতানা কামাল, বিশিষ্ট লেখক-কলামিস্ট সৈয়দ আবুল মকসুদ, সাবেক ছাত্র নেতা রুস্তম আলী খোকন, নারী পক্ষের সামীয়া আফরিন, পরিবেশবিদ সৈয়দা রত্না, এ্যাডভোকেট একরাম হোসেনসহ বিভিন্ন কলেজ ও বিশ^বিদ্যালয়ের শিক্ষার্থীরা। সমাবেশে বক্তারা নুসরাত হত্যার বিচারসহ সকল নারী-শিশু ধর্ষণ-হত্যার বিচারের দাবি জানান। সুলতানা কামাল বলেন, বার বার কেন আমাদের একই দাবি নিয়ে রাস্তায় দাঁড়াতে হবে। রাষ্ট্রযন্ত্র যখন তাদের দায়িত্ব সঠিকভাবে পালন না করে তখনই এসব হত্যাকান্ড ঘটে। এই রাষ্ট্র দুষ্টের দমন করতে ব্যর্থ হওয়ায় তনুর মতো নুসরাতকেও খুন হতে হলো। আদালত যখন বলে, তনু ও সাগর-রুনীর হত্যার মতো নুসরাতের ঘটনাও যেন চাপা পড়ে না যায়, তখন আমরা কার ওপর ভরসা করব?। তিনি বলেন, এটা একটা সুপরিকল্পিত হত্যাকা-। আমরা দোষীদের সবোর্চ্চ শাস্তি দেখতে চাই, প্রতিশ্রুতি নয়। সৈয়দ আবুল মকসুদ বলেন, আমরা আর কত তনু, নুসরাতের মতো হত্যাকা- দেখব? না আর কোন মায়ের বুক এভাবে খালি হতে দেখতে চাই না। আমরা সরকারের নিকট দাবি জানাই যেন, অপরাধীদের আড়াল করার চেষ্টা না করা হয়। পাশাপাশি হাইকোর্টের বিচারকের সমম্বয়ে বিচার বিভাগীয় তদন্তের মাধ্যমে তদন্ত করে অপরাধীদের বিচারের দাবি জানাই। ফেনী সমিতির মানববন্ধন ॥ ফেনী সমিতির মানববন্ধন থেকে নুসরাত হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করা হয়। বক্তারা বলেন, আসামিদের এমন শাস্তি দেয়া হোক, যেটা দেশবাসীর কাছে দৃষ্টান্ত হয়ে থাকবে। কোন মানুষ যেন আর এ ধরনের ন্যক্কারজনক কাজ করার সাহস না পায়। পাশাপাশি এ অমানুষিক হত্যাকান্ড স্মরণে ১০ এপ্রিলকে নুসরাত দিবসের দাবি জানানো হয়। সমিতির সভাপতি শেখ আব্দুল্লাহর সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন ফেনী-১ আসনের সংসদ সদস্য শিরীন আক্তার, ফেনী সমিতির সাধারণ সম্পাদক সাহাদাত হোসেন সেলিম প্রমুখ। বাংলাদেশ কৃষক ফেডারেশন, বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক, পেশাজীবী ও রাজনৈতিক সংগঠনের পক্ষ থেকে নগরীর বিভিন্নস্থানে নুসরাত হত্যার প্রতিবাদে মানববন্ধনের আয়োজন করা হয়। দেশব্যাপী অব্যাহত যৌন হয়রানি, ধর্ষণ ও হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন। মানববন্ধনে বক্তারা বলেন, দেশে ধর্ষণ, যৌন হয়রানি ও হত্যাকান্ড এখন নিত্যনৈমিত্তিক ঘটনায় পরিণত হয়েছে। ফেনীর নুসরাত পুড়িয়ে হত্যার ঘটনা দেশবাসীকে চরমভাবে ব্যথিত করেছে। একই দাবিতে মানববন্ধন করেছে গার্মেন্টস শ্রমিক অধিকার আন্দোলন।
×