ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

গণমাধ্যমকে একটি নীতিমালার মধ্যে নিয়ে আসা হচ্ছে ॥ তথ্যমন্ত্রী

প্রকাশিত: ১০:১৩, ১৪ এপ্রিল ২০১৯

  গণমাধ্যমকে একটি  নীতিমালার মধ্যে  নিয়ে আসা হচ্ছে ॥ তথ্যমন্ত্রী

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেন, দেশে এখন যে কোন সংবাদ অবাধে পরিবেশিত হচ্ছে। আর খুব দ্রুততম সময়ে সে সংবাদ পৌঁছে যায়। সরকারী সহযোগিতা ছাড়া এটি কখনও সম্ভব হতো না কিন্তু এজন্য কিছু সমস্যাও হচ্ছে। তাই সব গণমাধ্যমকে একটি নীতিমালার মধ্যে নিয়ে আসা হচ্ছে। এ নীতিমালা বাস্তবায়ন হলে সর্বক্ষেত্রে শৃঙ্খলা আসবে। শনিবার বিটিভি চট্টগ্রাম কেন্দ্রের বর্মনা ৬ ঘণ্টার সম্প্রচার ৯ ঘণ্টায় উন্নীত করার উদ্বোধনী অনুষ্ঠানে তথ্যমন্ত্রী একথা বলেন। তথ্যমন্ত্রী বলেন, বিটিভির অনুষ্ঠানের মান বাড়াতে হবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ পরিচালনার দায়িত্ব নেয়ার পর ১৯৯৬ সালের ১৯ ডিসেম্বর বিটিভি চট্টগ্রাম কেন্দ্রের যাত্রা শুরু হয়। এখন এ কেন্দ্রের অনুষ্ঠান সারাদেশে দেখা যায়। শুরুতে মাত্র একঘণ্টার অনুষ্ঠান সম্প্রচার হতো। পরে তা দেড়ঘণ্টায় উন্নীত হয়। সে সময় এ কেন্দ্রের অনুষ্ঠান চট্টগ্রাম ছাড়া আর কোথাও দেখা যেত না। এরপর তা তিনঘণ্টায় উন্নীত হয়। বিটিভির এ কেন্দ্রকে পূর্ণাঙ্গ কেন্দ্রে পরিণত করার জন্য প্রকল্প গ্রহণ করা হয়।
×