ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

নুসরাতের খুনীদের বাঁচাতে নানা তৎপরতা চলছে

প্রকাশিত: ১০:১০, ১৪ এপ্রিল ২০১৯

নুসরাতের খুনীদের  বাঁচাতে নানা  তৎপরতা চলছে

স্টাফ রিপোর্টার ॥ ফেনীর সোনাগাজীতে আগুনে পুড়িয়ে পাশবিক কায়দায় হত্যা করা মাদ্রাসা ছাত্রী নুসরাত জাহান রাফির খুনীদের বাঁচাতে নানা তৎপরতা চলছে বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। শনিবার দুপুরে নয়াপল্টন বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন। অপর এক অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেন, নুসরাতের হত্যাকারী যেই হোক তাকে বিচারের আওতায় এনে কঠোর শাস্তি দিতে হবে। রিজভী বলেন, খালেদা জিয়ার প্রতি সরকার প্রতিহিংসামূলক আচরণ করছে। তাকে বিএসএমএমইউ-তে ভর্তি করলেও সরকার নিয়ন্ত্রিত ওই হাসাপাতালে তার প্রয়োজন মতো চিকিৎসা হচ্ছে না। খালেদা জিয়ার ডায়াবেটিস নিয়ন্ত্রণে নেই, আর্থারাইটিসের ব্যথা এখন প্রচন্ড আকার ধারণ করেছে। কিন্তু বিএসএমএমইউ-তে পরীক্ষা-নিরীক্ষার জন্য কোন আধুনিক যন্ত্রপাতিও নেই। তাই আমরা শুরু থেকেই খালেদা জিয়াকে তার পছন্দ অনুযায়ী বিশেষায়িত হাসপাতালে চিকিৎসার দাবি জানিয়ে আসছি। কিন্তু সরকার তা আমলে নেয়নি, বরং তাকে চিকিৎসা দেয়া হচ্ছে বলে মিথ্যাচার করা হচ্ছে। রিজভী বলেন, খালেদা জিয়াকে কারাগার থেকে মুক্তি দিতে ও সুচিকিৎসায় বাধা দিচ্ছে সরকার। মূল কারণ একটাই, তাকে কৌশলে দুনিয়া থেকে সরিয়ে আবারও পুরোপুরি বাকশালের নামে একনায়কতন্ত্র প্রতিষ্ঠা করা। আমি আবারও সরকারের উদ্দেশে বলতে চাই- খালেদা জিয়ার সুচিকিৎসা ও মুক্তির ব্যবস্থা করুন। তা না হলে বিএনপি নেতাকর্মীরা দেশের জনগণকে সঙ্গে নিয়ে দুর্বার আন্দোলনে তাকে মুক্ত করবে। নুসরাত হত্যার সঙ্গে সরকারী দলের লোক জড়িত অভিযোগ করে রিজভী বলেন, এ হত্যাকান্ডের বিচারও কি সোহাগী জাহান তনু ও সাংবাদিক দম্পতি সাগর-রুনীর বিচারের মতো ধামাচাপা হয় কিনা তা নিয়ে দেশবাসীর মধ্যে সন্দেহ সৃষ্টি হয়েছে। রিজভী বলেন, ফেনী হলো সন্ত্রাসীদের নিরাপদ জনপদ। সেখানে এখন আওয়ামী লীগের গডফাদারদের ছত্রছায়ায় বিভিন্ন সন্ত্রাসী কার্যক্রম চলে। সন্ত্রাসীদের অভয়ারণ্য সেখানে সরকারী দলের লোকেরাই তাদের নিজেদের দলের নেতাকেও আগুনে পুড়িয়ে ঝলসিয়ে দিয়েছে। প্রকাশ্যে ধরে নিয়ে যাওয়ার পর নৃশংসভাবে হত্যার জন্য এখানে একসময় নির্ধারিত ছিল মৃত্যুকূপ। ড্রিল মেশিন দিয়ে মানুষকে ছিদ্র করে মেরে ফেলার রেকর্ডও রয়েছে ফেনীতে। রুহুল কবির রিজভী বলেন, খুন, ধর্ষণ, এমনকি একাধিক সন্তানের জননীরাও যৌন নিপীড়নের হাত থেকে আজ রেহাই পাচ্ছেন না। আওয়ামী লীগের লোকদের ছত্রছায়াতেই চলছে এসব অপকর্ম। তাই নুসরাত হত্যার ঘটনায় জড়িত কতিপয় খুনীদের ধরা হলেও আসল খুনীদের ধরা হবে কি না তা নিয়ে যথেষ্ট সন্দেহ জনমনে। কারণ, খুনীদের কয়েকজনকে গ্রেফতার করলেও জড়িত অনেককে এখনও গ্রেফতার করতে পারেনি পুলিশ। আর ধরবে কিভাবে? যেখানে কতিপয় পুলিশই সেই অপকর্মে সহযোগিতা করে। গণমাধ্যমের মাধ্যমে নিশ্চয়ই সবাই জেনেছেন, মাদ্রাসার অধ্যক্ষের বিরুদ্ধে যৌন নিগ্রহের অভিযোগ করতে গিয়ে ফেনীর সোনাগাজী থানার ওসি মোয়াজ্জেম হোসেনের হয়রানির শিকার হয়েছিলেন নুসরাত জাহান রাফি। ওসি তার নিজের কক্ষে ঘটনা জানার নাম করে আরেক দফা হয়রানি করেছিলেন মেয়েটিকে। এসময় অঝোরে কাঁদতে থাকা মেয়েটির ভিডিও চিত্র ধারণ করা হচ্ছিল। তখন ওসির কক্ষে কোন নারী, আইনজীবী বা নারী পুলিশ সদস্যও ছিলেন না। এই ভিডিও ফেসবুকে ভাইরাল হয়ে গেছে। কর্তব্য পালনে অবহেলার অভিযোগে ৯ এপ্রিল মোয়াজ্জেম হোসেনকে প্রত্যাহার করা হয়েছে। রিজভী বলেন, যৌন হয়রানির অভিযোগ করার সময় ওসির ভিডিও ধারণ করার ঘটনা কোনভাবেই গ্রহণযোগ্য নয়। তারপর সেই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয়াও আইনসিদ্ধ নয়। কিন্তু সরকার ওসিকে প্রত্যাহার করেই দায় সেরেছে। এখনও তার বিরুদ্ধে আইনগত বা ফৌজধারি আইনে কোন ব্যবস্থা নেয়া হয়নি। মেয়েটি থানায় অভিযোগ দেয়ার পর যদি পুলিশ আইনগত ব্যবস্থা নিত তাহলে তাকে পুড়িয়ে মারতে পারত না। সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন বিএনপির যুগ্ম মহাসচিব মোয়াজ্জেম হোসেন আলাল, সহ-সাংগঠনিক সম্পাদক আব্দু সালাম আজাদ, সহ-দফতর সম্পাদক মনির হোসেন প্রমুখ। নুসরাতের হত্যাকারী যেই হোক কঠোর শাস্তি দিতে হবে- নজরুল ॥ নুসরাতের হত্যাকারী যেই হোক তাকে বিচারের আওতায় এনে কঠোর শাস্তি দিতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। শনিবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে ‘জাতীয়তাবাদী কর্মজীবী দল’ আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। নজরুল বলেন, মাদ্রাসা ছাত্রী নুসরাত হত্যার পর মানবাধিকার ও মহিলা সংগঠনগুলোকে সোচ্চার হতে দেখি না। আজকে আমরা শুনি নুসরাতকে যারা হত্যা করেছে তাদের মধ্যে ক্ষমতাসীন দলের লোকেরা আছে। তাদেরকে গ্রেফতার করা হয়েছে। তাদের একজন নেতাকে বহিষ্কার করা হয়েছে। নজরুল ইসলাম বলেন, বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া কোন অপরাধ করেননি। তিনি কোন দুর্নীতির সঙ্গে যুক্ত ছিলেন না। তার অত্যন্ত ঘনিষ্ঠ সহকর্মী হিসেবে এ কথা আমরা জোর দিয়ে বলতে পারি। কিন্তু তাকে জেল দেয়া তো বন্ধ করতে পারিনি। কারণ, আজকে আইন বিভাগকে পর্যন্ত সরকার তাদের অধীন করে ফেলেছে। এটাই ফ্যাঁসিবাদের চরিত্র, এটাই করে তারা। নজরুল বলেন, আমরা বিএনপির রাজনীতি করি। আমাদের রাজনৈতিক প্রতিপক্ষ হবে আওয়ামী লীগ। কিন্তু এখন আওয়ামী লীগ নয়, আমাদের প্রতিপক্ষ হলো পুলিশ, র‌্যাব ও বিজিবি। আমরা যখনই একটা মিছিল মিটিং করতে যাই তখন সামনে আওয়ামী লীগ দাঁড়ায় না। দাঁড়ায় আইনশৃঙ্খলা বাহিনী। নজরুল খান বলেন, আন্তর্জাতিক গবেষণা প্রতিষ্ঠানগুলো গবেষণা করে বের করেছে বিশ্বের যেসব স্বৈরাচারী দেশ আছে তার মধ্যে বাংলাদেশ একটি। খালেদার মুক্তির দাবিতে রিজভীর ঝটিকা মিছিল ॥ বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার মুক্তি ও সুচিকিৎসার দাবিতে রাজধানীতে ঝটিকা মিছিল করেছে বিএনপি নেতাকর্মীরা। শনিবার দুপুরে রাজধানীর নয়াপল্টন এলাকায় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর নেতৃত্বে এ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলকালে তারা খালেদা জিয়ার মুক্তির দাবিতে বিভিন্ন স্লোগান দেন। মিছিলটি নয়াপল্টন বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে শুরু হয়ে নাইটিঙ্গেল মোড় ঘুরে আবারও বিএনপি কার্যালয়ে সামনে এসে শেষ হয়। মিছিলে আরও উপস্থিত ছিলেন বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম আজাদ, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সাধারণ সম্পাদক কাজী আবুল বাশার প্রমুখ।
×