ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

গাজীপুরে বখাটের উত্ত্যক্তে অতিষ্ঠ স্কুলছাত্রীর আত্মহত্যা

প্রকাশিত: ১০:০৬, ১৪ এপ্রিল ২০১৯

 গাজীপুরে বখাটের  উত্ত্যক্তে অতিষ্ঠ  স্কুলছাত্রীর  আত্মহত্যা

স্টাফ রিপোর্টার, গাজীপুর ॥ গাজীপুরের বখাটেদের অত্যাচারে অতিষ্ঠ হয়ে অষ্টম শ্রেণীর এক ছাত্রী আত্মহত্যা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। নিহত শিমলা রানীদাস (১৪) স্থানীয় রাজেন্দ্রপুর উচ্চ বিদ্যালয়ে অষ্টম শ্রেণীর ছাত্রী। সে কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলার বাজিতপুর দীঘিরপাড় এলাকার নিত্যানন্দ ঋষিদাসের মেয়ে। শিমলা মা-বাবার সঙ্গে গাজীপুরের শ্রীপুর উপজেলার সাটিয়াবাড়ির হানিফের বাড়িতে ভাড়া থেকে স্কুলে লেখাপড়া করত। তার বাবা জুতা সেলাই (মুচি) ও মা স্থানীয় ডার্ড কম্পোজিট গার্মেন্টস কারখানায় শ্রমিকের কাজ করে। এ ঘটনায় শিমলার বাবা নৃত্যানন্দ ঋষি দাস সাটিয়াবাড়ির চন্দন বাবুর ছেলে রাজকুমার চন্দ্র মনিদাস (৩০) ও নৃপেন্দ্র চন্দ্র মনিদাসের ছেলে রিপন চন্দ্র মনিদাসকে (২৭) অভিযুক্ত করে শনিবার শ্রীপুর থানায় একটি মামলা দায়ের করেছেন। অভিযুক্তরা পেশায় ইজিবাইক চালক। নৃত্যানন্দ ঋষিদাস জানান, অভিযুক্ত যুবকরা স্কুলে যাতায়াতের পথে তার মেয়েকে প্রতিবেশী সুকুমার চন্দ্রদাসের ছেলে ওই স্কুলের দশম শ্রেণীর ছাত্র সুখচানকে জড়িয়ে নানা ধরনের অপবাদ দিত ও উত্ত্যক্ত করত। প্রায়ই সুখচানের নাম ধরে তাকে (শিমলা) ডাকাডাকি করত। সর্বশেষ বৃহস্পতিবার রাতেও মা-বাবার সঙ্গে স্থানীয় একটি মন্দিরে পূজা দিতে গেলে শিমলাকে অপবাদ দিয়ে অপমানজনক কথা বলে উত্ত্যক্ত করে ওই দুজন। পরদিন শুক্রবার মা-বাবা কাজে চলে যাওয়ার পর ঘরের সিলিং ফ্যানের সঙ্গে ঝুলে আত্মহত্যা করে শিমলা। তিনি এ ঘটনায় জড়িত অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন । রাজেন্দ্রপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আসকর আলী বলেন, নিহতের পর শনিবার স্কুলে গিয়ে দুপুরের দিকে তিনি ঘটনা শুনেছেন। এর আগে কখন শিমলা তাকে বা শ্রেণী শিক্ষক কাউকে এ ঘটনা জানায়নি। শ্রীপুর-কালিয়াকৈর সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) আল মামুন জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অভিযুক্ত যুবকদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে বলে তিনি জানান।
×