ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

ভুটানের প্রধানমন্ত্রী ময়মনসিংহ মেডিক্যালে যাচ্ছেন আজ

প্রকাশিত: ১০:০৫, ১৪ এপ্রিল ২০১৯

 ভুটানের প্রধানমন্ত্রী ময়মনসিংহ  মেডিক্যালে যাচ্ছেন আজ

বাবুল হোসেন, ময়মনসিংহ ॥ ভুটানের প্রধানমন্ত্রী ময়মনসিংহ মেডিক্যাল কলেজের প্রাক্তন কৃতী ছাত্র ডাঃ লোটে শেরিং রবিবার পহেলা বৈশাখ বাংলা নববর্ষের দিন ময়মনসিংহ আসছেন। ম-২৮ ব্যাচের এই ছাত্রের আগমণকে কেন্দ্র করে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ ক্যাম্পাস ও হাসপাতালের ভেতরে বাইরে বিরাজ করছে সাজ সাজ রব। ময়মনসিংহ মেডিক্যাল কলেজের সহপাঠী বন্ধুসহ শিক্ষার্থী, শিক্ষক ও কর্মকর্তা কর্মচারীদের মধ্যে আনন্দ আর উচ্ছ্বাসের ঢেউ লেগেছে। বাংলা বর্ষবরণের দিনে ভুটানের প্রধানমন্ত্রী ও ময়মনসিংহ মেডিক্যাল কলেজের প্রাক্তন এই কৃতী চিকিৎসককে বরণ করে নিতে ক্যাম্পাস ও হাসপাতালকে সাজানো হয়েছে আলো ঝলমলে ও বর্ণাঢ্য সাজে। মেডিক্যাল কলেজ ও হাসপাতাল কর্তৃপক্ষ ইতোমধ্যে সকল আয়োজন ও প্রস্তুতি সম্পন্ন করেছে। সরকার ও স্থানীয় প্রশাসন থেকেও নেয়া হয়েছে নিরাপত্তামূলক সব ধরনের ব্যবস্থা। স্থানীয় সূত্র জানায়, ময়মনসিংহ মেডিক্যাল কলেজের ২৮তম ব্যাচের ছাত্র ছিলেন ভুটানের প্রধানমন্ত্রী ডাঃ লোটে শেরিং। ময়মনসিংহ মেডিক্যাল কলেজ থেকে গত ১৯৯৮ সালে এমবিবিএস কোর্স শেষ করে হাসপাতালে জেনারেল সার্জারিতে ইন্টার্ন করেন ডাঃ লোটে। হাসপাতালের ৬ নম্বর সার্জারি ওয়ার্ডে ডাঃ লোটে ইন্টার্ন শুরু করেন। কলেজের এনাটমি বিভাগ ও গ্যালারি, হাসপাতালের ৬ নম্বর ওয়ার্ড, ডক্টরস ক্যান্টিন হোস্টেলে পদচারণা ছিল ডাঃ লোটের। আগামী ১৪ এপ্রিলের সফরসূচীতে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ ও হাসপাতালের স্মৃতি বিজড়িত এসব জায়গা ঘুরে দেখবেন ডাঃ লোটে শেরিং। এছাড়া মেডিক্যাল কলেজের অডিটরিয়ামে আয়োজিত সংবর্ধনা ও মতবিনিময় সভায় যোগ দেবেন তিনি।
×