ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

দেশের প্রথম ডায়াবেটিস মেলা সমাপ্ত

প্রকাশিত: ০৯:৫১, ১৪ এপ্রিল ২০১৯

 দেশের প্রথম ডায়াবেটিস মেলা সমাপ্ত

স্টাফ রিপোর্টার ॥ ডায়াবেটিস প্রতিরোধ ও সুষ্ঠু নিয়ন্ত্রণে আয়োজিত ডায়াবেটিক মেলা শনিবার সমাপ্ত হয়েছে। ঢাকার খামারবাড়িতে অবস্থিত কৃষিবিদ ইনস্টিটিউশনে তিনদিনব্যাপী এ আয়োজনে দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে বিপুলসংখ্যক ডায়াবেটিক রোগী, রোগীর স্বজন, চিকিৎসক, পুষ্টিবিদ, সাংস্কৃতিক ও মিডিয়া ব্যক্তিত্বসহ সমাজ সচেতন মানুষ অংশগ্রহণ করেন। মেলায় ডায়াবেটিসের ধরন, সাধারণ দিক, ডায়েট, ব্যবস্থাপনায় মুখে খাওয়ার ওষুধ, ইনসুলিন, শারীরিক ব্যায়াম, চোখের যত্ন, পায়ের যত্ন, কিডনি রোগ, স্নায়ুরোগ, গর্ভকালীন ডায়াবেটিস, মানসিক স্বাস্থ্য, দাঁতের যত্ন, রমজানে ডায়াবেটিসের ব্যবস্থাপনা, ডায়াবেটিসের নানা জরুরী অবস্থা এবং ডায়াবেটিস প্রতিরোধসহ ২৪টি সেশনে ৫০ জনেরও অধিক প্রথিতযশা বিশেষজ্ঞ চিকিৎসক অত্যন্ত সহজ ও সাবলীল ভাষায় তাদের আলোচনা উপস্থাপন করেন এবং রোগীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। সচেতনতামূলক মুক্ত আলোচনা ছাড়াও মেলায় দেশী-বিদেশী প্রায় ৩০টি ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান, শনাক্তকরণ মেশিন প্রস্তুতকারী প্রতিষ্ঠান, কম শর্করাযুক্ত খাদ্য ও ডায়াবেটিক সেবাদানকারী প্রতিষ্ঠান অংশগ্রহণ করে এবং নানামুখী সেবা প্রদান করে। মেলায় স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণকারী রোগী, আগত অন্যান্য দর্শনার্থী প্রায় সবাই এ আয়োজনের ভূয়সী প্রশংসা করেন এবং দেশের বিপুলসংখ্যক ডায়াবেটিস রোগীর কথা মাথায় রেখে এরকম একটি সুন্দর ও ব্যতিক্রমধর্মী আয়োজনের জন্য আয়োজক প্রতিষ্ঠান কংগ্রেসিয়াকে ধন্যবাদ দেন। তারা দাবি করেন এটি নিয়মিতভাবে এবং সম্ভব হলে জেলায় জেলায় আয়োজনের।
×