ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

নুসরাত হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে ॥ মওদুদ

প্রকাশিত: ০৯:৫০, ১৪ এপ্রিল ২০১৯

নুসরাত হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে ॥ মওদুদ

নিজস্ব সংবাদদাতা, ফেনী, ১৩ এপ্রিল ॥ নুসরাত জাহান রাফির ঘটনা প্রমাণ করে দেশে আইনশৃঙ্খলার চরম অবনতি হয়েছে। সরকার পুলিশকে রাজনৈতিকভাবে বিরোধী দল দমনে ব্যবহার করছে। নুসরাত হত্যাকারীদের দৃষ্টান্তমূলক সর্বোচ্চ শাস্তি দিতে হবে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ শনিবার বিকেলে ফেনীর সোনাগাজীর উত্তর চরচান্দিয়ায় নুসরাতের গ্রামের বাড়িতে পরিবারকে দেখতে গিয়ে এদিন সন্ধ্যায় সাংবাদিকদের এসব কথা বলেন। তিনি পরিবারের সঙ্গে দেখা করে শোকার্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। পরে কেন্দ্রীয় নেতৃবন্দ নুসরাতের কবর জিয়ারত করে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। এ সময় উপস্থিত ছিলেন ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন যুগ্ম মহাসচিব, বরকত উল্লাহ্ বুলু চেয়ারপার্সনের উপদেষ্টা, মোঃ শাহ জাহান ভাইস চেয়ারম্যান, আব্দুল আউয়ালল মিন্টু ভাইস চেয়ারম্যানসহ স্থানীয় নেতৃবৃন্দ। এদিকে নিজস্ব সংবাদদাতা নোয়াখালী থেকে জানান, বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ বলেছেন, বিগত কয়েক বছর দেশ ক্রান্তিকাল পার করছে। এই ক্রান্তিকাল অতিক্রম করে এগিয়ে যেতে হবে এবং খালেদা জিয়াকে মুক্ত করতে হবে। খালেদা জিয়াকে মুক্ত করতে আমরা অনেক চেষ্টা করেছি, দেশের শ্রেষ্ঠ আইনজীবীরাও চেষ্টা করেছে কিন্তু আইনী প্রক্রিয়ায় আমরা তাকে মুক্ত করতে পারি নাই। আইনী প্রক্রিয়ায় বেগম জিয়ার মুক্তি একটি কঠিন কাজ হবে, আমাদের কাছে বিকল্প কোন ব্যবস্থা নাই।
×