ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

অন্য রকম

প্রকাশিত: ০৯:৩৭, ১৪ এপ্রিল ২০১৯

অন্য রকম

ফার্টিলিটি চিকিৎসকই ৪৯ সন্তানের বাবা হল্যান্ডের রটারড্যাম এলাকায় ডাঃ ইয়ান কারবাত নামে এক ফার্টিলিটি চিকিৎসক তার কাছে চিকিৎসা নিতে যাওয়া ব্যক্তিদের অনুমতি না নিয়ে নিজেই ৪৯ সন্তানের জন্ম দিয়েছেন। ডিএনএ পরীক্ষায় এসব তথ্য বের হচ্ছে। ডাক্তারের কাছে সন্তান জন্ম দিতে সমস্যা রয়েছে এমন নারী ও দম্পতিরা যেতেন। তার ক্লিনিকের কাজ ছিল দান করা পুরুষের কাছ থেকে শুক্রাণু সংগ্রহ করা। অনেক ক্ষেত্রে শুক্রাণু দানকারীর পরিচয় গোপন রাখা হয়। আবার অনেক সময় চিকিৎসা নিতে যাওয়া ব্যক্তিরা শুক্রাণু দানকারীকে নিজেরা পছন্দ করে নিয়ে যেতেন। এরপর সেই শুক্রাণু দিয়ে ল্যাবে ভ্রুণ তৈরির পর সহায়তা নিতে যাওয়া ব্যক্তিদের সন্তান জন্মদানের ব্যবস্থা করা হত। তবে ডাঃ ইয়ান এসব ক্ষেত্রে নিজেই নিজের শুক্রাণু ব্যবহার করতেন বলে এখন জানা গেছে। -বিবিসি ভূমিকম্প আতঙ্কে উঁচু এলাকা ছাড়তে অস্বীকৃতি ইন্দোনেশিয়ার সুলাওয়েসি দ্বীপে ভূমিকম্পের কারণে সংক্ষিপ্ত সময়ের জন্য সুনামির সতর্কতা সঙ্কেত জারি করার পর উঁচু স্থানে আশ্রয় নেয়া কিছু আতঙ্কিত বাসিন্দা বাড়ি ফিরতে চাইছেন না। আরও ভূমিকম্প হতে পারে বলে তারা আশঙ্কা করছেন। খবর এএফপির।
×