ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

লাঙ্গলবন্দে স্নান উৎসব সম্পন্ন

প্রকাশিত: ০৯:২০, ১৪ এপ্রিল ২০১৯

 লাঙ্গলবন্দে স্নান উৎসব  সম্পন্ন

স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ ॥ নারায়ণগঞ্জের বন্দর উপজেলার লাঙ্গলবন্দের ব্রহ্মপুত্র নদে সনাতন হিন্দু ধর্মাবলম্বীদের মহাঅষ্টমী স্নানোৎসব শনিবার সকাল ৮টা ৫৮ মিনিট ১৪ সেকেন্ডে শান্তিপূর্ণভাবে শেষ হয়েছে। কঠোর নিরাপত্তার মধ্যে দিয়ে শুক্রবার বেলা ১১টা ৪৮ সেকেন্ড থেকে হিন্দু ধর্মাবলম্বীদের মহাঅষ্টমী স্নানোৎসব শুরু হয়। এবারও স্নানোৎসবে বিপুল সংখ্যক পুণ্যার্থীদের ঢল নেমেছিল। এবার স্নানোৎসবে দেশের বিভিন্ন প্রান্ত ছাড়াও ভারত, নেপাল, শ্রীলঙ্কা ও ভুটানসহ বিভিন্ন দেশ থেকে প্রায় ১০ লাখ পুণ্যার্থীরা অংশ নিয়েছে বলে স্নান উদ্যাপন কমিটির নেতৃবৃন্দরা দাবি করেছেন। নিরাপত্তার দায়িত্বে ছিল এক হাজার ৬শ’ পুলিশ সদস্য। লাঙ্গলবন্দের তিন কিলোমিটার এলাকায় ৮টি ওয়াচ টাওয়ার ও ৩৭টি সিসি টিভি ক্যামেরার মাধ্যমে ঘাট ও রাস্তা নিয়ন্ত্রণ করা হয়েছে। স্নানোৎসব উদ্যাপন কমিটি নেতৃবৃন্দরা জানান, এ বছর আড্ডা হরিরামপুর ঘাট, নলিত মোহন সাধু ঘাট, অন্নপর্ণা ঘাট, রাজঘাট, মাকরী সাধু ঘাট, গান্ধী ঘাট, ভদ্রেশ্বরী কালী ঘাট, জয়কালী মন্দির ঘাট, পাষাণকালী মন্দির ঘাট, মনোজকান্তি বড়াল ঘাট, প্রেমতলা ঘাট, মনি ঋষিপাড়া ঘাট, ব্রহ্মমন্দির ঘাট, দক্ষিণেশ্বরী ঘাট, কালীগঞ্জ পঞ্চপান্ডব ঘাট ও সাবদী কালীবাড়ি ঘাটসহ ১৮টি ঘাটের মাধ্যমে স্নানোৎসব সম্পন্ন হয়েছে। মহাতীর্থ লাঙ্গলবন্দ স্নানোৎসব উদ্যাপন পরিষদের সভাপতি সরোজ কুমার সাহা জানান, এবারও প্রশাসন স্নানোৎসবে কঠোর নিরাপত্তার ব্যবস্থা নেয়ায় শান্তিপূর্ণভাবে স্নান সম্পন্ন হয়েছে। কোন অপ্রীতিকর ঘটনা ঘটেনি। এজন্য জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন ও এমপি মহোদয়ের কাছে কৃজ্ঞতা প্রকাশ করছি। তার দাবি এ বছর দেশ-বিদেশ থেকে প্রায় ১০ লাখ পুণ্যার্থী স্নানোৎসবে অংশ নিয়েছে। নারাণগঞ্জ জেলার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মোহাম্মদ মনিরুল ইসলাম বলেন, এ বছর পুণ্যার্থীদের নিরাপত্তায় নিয়োজিত ছিল ১ হাজার ৬শ’ পুলিশ সদস্য।
×