ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

চট্টগ্রামে চালককে হত্যার পর কার চুরির চেষ্টা ॥ গ্রেফতার তিন

প্রকাশিত: ০৯:১৭, ১৪ এপ্রিল ২০১৯

 চট্টগ্রামে চালককে হত্যার পর কার চুরির চেষ্টা ॥ গ্রেফতার তিন

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ একটি প্রাইভেটকার চুরির চেষ্টায় দুর্বৃত্তরা হত্যা করেছে চালককে। এরপর লাশ গুম করার চেষ্টাকালে জনতার সঙ্গে বাকবিতন্ডা সৃষ্টির পর পুলিশ এলে উদঘাটিত হয় হত্যাকান্ডের ঘটনাটি। এ ঘটনায় জড়িত ৪ জনের মধ্যে মূল হোতাসহ ৩ জন গ্রেফতার হয়েছে। ঘটনাটি ঘটেছে শুক্রবার রাতে। পুলিশী অভিযানে শনিবার সকালে গ্রেফতার হয়েছে ৩ জন। পুলিশ জানায় চার যুবক মিলে শুক্রবার রাতে সীতাকুন্ড থেকে চট্টগ্রাম শহরে আসার জন্য দেড় হাজার টাকায় একটি প্রাইভেটকার ভাড়া করে। গাড়িটি সীতাকু-ের হাতিমোড়ায় দুর্বৃত্তরা চালককে গাড়ি থামাতে বলে। এরপরই দুর্বৃত্তদের একজন প্রথমে কারচালক নুরুল গণি শিমুলকে (২২) পেছন দিক থেকে গলায় রাশি পেঁচিয়ে টান দেয় এবং অন্যরা ছেপে ধরে তার মৃত্যু নিশ্চিত করে। নিহত শিমুল প্রাইভেটকার চালক। এ ঘটনার পর সিএমপির আকবর শাহ থানা পুলিশ অভিযানে নামে। বেরিয়ে আসে ঘটনা। পুলিশ জানায়, কার চালকের মৃত্যু নিশ্চিত হওয়ার পর দুর্বৃত্তরা তার মরদেহ নগরীর বেড়িবাঁধ এলাকায় ফেলে দিতে যাচ্ছিল। ঈশান মহাজন রোড হয়ে ঘোষ বাড়ির কাছে পৌঁছানোর পর কারটির চাকা ড্রেনে আটকে যায়। গাড়িটির পেছনের অংশ তুলতে গিয়ে ওই এলাকার একটি বাড়ির সামনের গ্যাস লাইনের পাইপে ধাক্কা লাগে। এতে সবিতা রাণী নামে এক মহিলার সঙ্গে উক্ত চার দুর্বৃত্তের কথা কাটাকাটি হয়। পরে তারা পালানোর চেষ্টা করতে গিয়ে স্থানীয় লোকজন এদের ২ জনকে মারধর করে। এরা হল নিশান ও ইমন। ঘটনার খবর পেয়ে আকবর শাহ থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাদের উদ্ধার করে। পরে গাড়ির ভেতরে সিটে বসা অবস্থায় দেখা যায় নুরুল গনির মরদেহ। তখন পুলিশ নিশান ও ইমনকে জিজ্ঞাসাবাদ করে। একপর্যায়ে তারা হত্যার ঘটনা স্বীকার করে। এরপর পুলিশ তাদের নিয়ে চান্দগাঁও এলাকায় অভিযান চালিয়ে তাদের সঙ্গে থাকা আরেক দুর্বৃত্ত নেওয়াজ শরীফকে গ্রেফতার করে। জয়পুরহাটে ছেলের হাতে বাবা নিজস্ব সংবাদদাতা জয়পুরহাট থেকে জানান, শহরের প্রফেসর পাড়া মহল্লায় মানসিক ভারসাম্যহীন ছেলের রডের আঘাতে তাইজুল ইসলাম নামের এক সাবেক ব্যংক কর্মকর্তা নিহত হয়েছে। শুক্রবার রাতে এ ঘটনা ঘটে। পুলিশ এ ঘটনায় ঘাতক পুত্র শাকিল হোসেনকে গ্রেফতার করে। জানা গেছে, শাকিলের বর্তমান বয়স ১৮-১৯ হবে। অষ্টম শ্রেণীতে পড়ার সময় শাাকিল মানসিক ভারসাম্য হারিয়ে ফেলে। এরপর থেকে সে বিভিন্ন সময় অসংলগ্ন আচরণ করতে থাকে। এর এক পর্যায়ে শুক্রবার রাতে বাইরে থেকে বাড়ি ফিরে পিতার সঙ্গে কথা কাটাকাটি শুরু করে।
×