ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

স্বামীর দেয়া আগুনে দগ্ধ রোজিনা অবশেষে মারা গেলেন

প্রকাশিত: ০৯:১৬, ১৪ এপ্রিল ২০১৯

 স্বামীর দেয়া আগুনে দগ্ধ রোজিনা অবশেষে মারা গেলেন

নিজস্ব সংবাদদাতা, লালমনিরহাট, ১৩ এপ্রিল ॥ স্বামীর দেয়া আগুনে দগ্ধ হয়ে পাঁচদিন মৃত্যুর সঙ্গে লড়াই করে অবশেষে হেরে গেলেন লালমনিরহাটের পাটগ্রাম পৌরসভার নিউপূর্বপাড়া এলাকার গৃহবধূ রোজিনা বেগম (২১)। শনিবার সকালে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ওই গৃহবধূর মৃত্যু হয় বলে নিশ্চিত করেছেন পাটগ্রাম থানা ওসি মনছুর আলী। পুলিশ ও এলাকাবাসীরা জানান, প্রায় প্রতিদিনই গৃহবধূ রোজিনাকে নির্যাতন করত ঘাতক স্বামী আব্দুল্লাহ। গত সোমবার (৮ এপ্রিল) রাতে রোজিনা তার স্বামীকে জানায়, তার বাড়িতে কয়েকজন আত্মীয় আসবে। এ কথা শুনে প্রথমে রোজিনাকে গালাগাল করে স্বামী আব্দুল্লাহ (২৪)। পরে ঘরের ভেতর থেকে কেরোসিনের তেলের বোতল এনে ঢেলে দিয়ে রোজিনার শরীরে আগুন ধরিয়ে দেন স্বামী আব্দুল্লাহ। এতে রোজিনার গলাসহ তার শরীরের বেশ কিছু অংশ পুড়ে যায়। রোজিনার চিৎকারে এলাকাবাসীরা ছুটে এসে স্বামী আব্দুল্লাহকে আটক করে পুলিশে খবর দেয় এবং রোজিনাকে উদ্ধার করে পাটগ্রাম হাসাপাতালে ভর্তি করে। সেখানে রোজিনা বেগমের শারীরিক অবস্থার অবনতি ঘটলে রংপুর মেডিক্যাল কলেজ পাঠানো হয়। সেখানেও তার অবস্থার অবনতি ঘটলে ঢামেক হাসপাতালের বার্ন ইউনিটে রেফার করেন চিকিৎসকরা। র্দীঘ পাঁচদিন মৃত্যু সঙ্গে পাঞ্জালড়ে অবশেষে শনিবার সকালে রোজিনার মৃত্যু হয়। নিহত রোজিনা বেগমের বাবার বাড়ি পার্শ¦বর্তী নীলফামারী জেলার জলঢাকা এলাকায়। এ ঘটনায় পরদিন মঙ্গলবার দগ্ধ গৃহবধূর পরিবারের পক্ষ থেকে স্বামী আব্দুল্লাহকে আসামি করে একটি মামলা দায়ের করলে সে দিনেই তাকে জেলা কারাগারে পাঠানো হয়।
×