ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

রাফি হত্যার দ্রুত বিচার দাবি

প্রকাশিত: ০৯:১৫, ১৪ এপ্রিল ২০১৯

 রাফি হত্যার দ্রুত বিচার দাবি

জনকণ্ঠ ডেস্ক ॥ সোনাগাজীর মাদ্রাসা ছাত্রী নুসরাত জাহান রাফির হত্যাকারীদের ফাঁসির দাবিতে সারাদেশে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে বিভিন্ন সংগঠন। এতে বক্তারা রাফির হত্যাকারীদের দ্রুত ফাঁসির দাবি করেছেন। খবর স্টাফ রিপোর্টার ও নিজস্ব সংবাদদাতাদের। বরিশাল মাদ্রাসার ছাত্রী নুসরাত জাহান রাফির হত্যাকারীদের ফাঁসির দাবিতে শনিবার সকালে নগরীতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। নগরীর সদর রোডে পৃথকভাবে বাংলাদেশের কমিউনিস্ট লীগ বরিশাল জেলা কমিটি, বরিশাল গণনাট্য সংস্থা, মহিলা পরিষদ জেলা ও মহানগর কমিটি এবং মানবাধিকার কমিশন মহানগর কমিটির আয়োজনে মানববন্ধন কর্মসূচী, বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার বেলা ১১টায় কমিউনিস্ট লীগ জেলা কমিটি ও গণনাট্য সংস্থা যৌথভাবে মানববন্ধন কর্মসূচী পালন করে নগরীতে বিক্ষোভ মিছিল করে। জেলা কমিটির সভাপতি মোজাম্মেল হোসেন খানের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন কমিউনিস্ট লীগের কেন্দ্রীয় সম্পাদকমন্ডলীর সদস্য বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক আব্দুস সাত্তার, গণনাট্য সংস্থার মহানগর শাখার সাধারণ সম্পাদক অধ্যাপক বিরেন্দ্র নাথ রায় প্রমুখ। একই দাবিতে দুপুর ১২টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত জেলা ও মহানগর মহিলা পরিষদের আয়োজনে মানববন্ধন এবং প্রতিবাদ সভায় সভাপতিত্ব করেন জেলা কমিটির সভাপতি রাবেয়া খাতুন। বক্তব্য রাখেন নারী নেত্রী অধ্যাপিকা শাহ্ সাজেদা। ব্রাহ্মণবাড়িয়া নুসরাত জাহান রাফির হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন করেছে বাংলাদেশ মানবাধিকার কমিশন স্টুডেন্ট উইং। শনিবার দুপুরে স্থানীয় প্রেসক্লাবের সামনে শিক্ষার্থীরা বিভিন্ন প্ল্যাকার্ড হাতে নিয়ে এ মানববন্ধনে অংশ নেয়। এতে সদ্য নির্বাচিত ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার ভাইস চেয়ারম্যান এ্যাডভোকেট লোকমান হোসেনের সভাপতিত্বে বক্তব্য রাখেন ব্রাহ্মণবাড়িয়া সাহিত্য একাডেমির সভাপতি কবি জয়দুল হোসেন, সমাজসেবী মিজানুর রহমান, সোহান মাহমুদ সুমাইয়া আক্তার এনি প্রমুখ। গাইবান্ধা রাফির হত্যাকারী ও নির্যাতনকারীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বাংলাদেশ নারী মুক্তি কেন্দ্র গাইবান্ধা জেলা শাখার উদ্যোগে শনিবার শহরে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিল শেষে শহরের ১নং ট্রাফিক মোড়ে এক সমাবেশ অনুষ্ঠিত হয়। সংগঠনের জেলা সভাপতি অধ্যাপক রোকেয়া খাতুনের সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা সাধারণ সম্পাদক নিলুফার ইয়াসমিন শিল্পী, শামীম আরা মিনা, পারুল বেগম প্রমুখ। বক্তারা বলেন, বিচারহীনতার সংস্কৃতির কারণে একের পর এক ধর্ষণ, খুনের বীভৎস ঘটনা ঘটছে। ফলে আজকের নারীর ওপর নেমে এসেছে সর্বগ্রাসী আক্রমণ। এসবের বিরুদ্ধে সামাজিকভাবে গণপ্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান এবং সেইসঙ্গে ওই মাদ্রাসার অধ্যক্ষ ধর্ষক সিরাজের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। পঞ্চগড় নুসরাত হত্যায় জড়িতদের গ্রেফতার করে বিচারের দাবিতে পঞ্চগড়ের বোদায় মানববন্ধন কর্মসূচী অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে উদীচী শিল্পীগোষ্ঠী বোদা উপজেলা শাখা এই মানববন্ধন কর্মসূচীর আয়োজন করে। বোদা উপজেলা সদরের সোনালী ব্যাংকের সামনে পঞ্চগড়-ঢাকা মহাসড়কে ঘণ্টাব্যাপী এই মানববন্ধনে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ নেয়। মানববন্ধনে বক্তব্য রাখেন বোদা পৌর মেয়র এ্যাডভোকেট ওয়াহিদুজ্জামান সুজা, বোদা পাথরাজ সরকারী কলেজের দর্শন বিভাগের সহকারী অধ্যাপক ও উদীচীর বোদা উপজেলা সভাপতি প্রবীর চন্দ নয়ন, সাধারণ সম্পাদক রাহুল ঘোষ, আলোয়াখোয়া স্কুল এ্যান্ড কলেজের প্রভাষক মাজেদুল ইসলাম আকাশ, একুশ স্মৃতি পাঠাগারের সভাপতি শেখ আবুল হোসেন শীলন ও উদীচীর সদস্য লিহাজ উদ্দিন মানিক। কিশোরগঞ্জ ফেনীর সোনাগাজীর আলিম পরীক্ষার্থী নুসরাত জাহান রাফিকে পুড়িয়ে মারার বিচার দাবিসহ নারী ও শিশু নির্যাতনের বিরুদ্ধে কিশোরগঞ্জে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে সম্মিলিত সামাজিক আন্দোলনের উদ্যোগে শহরের গৌরাঙ্গবাজারে ঘণ্টাব্যাপী এ কর্মসূচীতে নানা শ্রেণী পেশার লোকজন অংশ নেয়। এ সময় সংগঠনের জেলা কমিটির সভাপতি এ্যাডভোকেট অশোক সরকারের সভাপতিত্বে বক্তৃতা করেন জেলা পরিষদ সদস্য ফৌজিয়া জলিল ন্যান্সি, লেখক ও গবেষক মু আ লতিফ, জাহাঙ্গীর আলম জাহান, এ্যাডভোকেট শামছুন্নাহার কাজল, প্রকৌশলী আনিসুর রহমান, ব্যাংকার ফিরোজ উদ্দীন ভূঞা, উন্নয়নকর্মী এ.এফ.এম আহাদ প্রমুখ। টাঙ্গাইল রাফিকে আগুনে পুড়িয়ে হত্যার প্রতিবাদ এবং হত্যাকারীদের বিচারের দাবিতে মানববন্ধন করেছে টাঙ্গাইলের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীরা। শনিবার বেলা সাড়ে ১১টার দিকে টাঙ্গাইল শহরের নিরালা মোড়ে ঘণ্টাব্যাপী এই মানববন্ধনের আয়োজন করা হয়। মানববন্ধনে বক্তব্য রাখেন উদীচী টাঙ্গাইলের সাধারণ সম্পাদক সৈয়দ সাইফুল্লাহ, সরকারী সা’দত বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নাজমুল ফকির, মোরসেদ, সোহানা, রাশেল রানা, সাইফুল্লাহ হায়দার, সখিপুর মহিলা কলেজের শিক্ষার্থী বিথি, সরকারী এমএম আলী কলেজের শিক্ষার্থী ফরিদ প্রমুখ। এ সময় বক্তারা বলেন, আমরা এই ঘটনার প্রতিবাদ জানাচ্ছি এবং ঘটনায় জড়িতদের দ্রুত দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছি। শিক্ষক-শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ ফেনীর সোনাগাজী ইসলামিয়া সিনিয়র ফাজিল মাদ্রাসার আলিম পরীক্ষায় অংশ গ্রহণকারী নুসরাত জাহান রাফিকে পুড়িয়ে হত্যার প্রতিবাদে শনিবার সকাল সাড়ে ১০টায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের হবিরবাড়ি ইউনিয়ন সোনার বাংলার উচ্চ বিদ্যালয়ের পাশে মানববন্ধন করে। মানববন্ধনে উপস্থিত ছিলেন হবিরবাড়ি ইউনিয়ন সোনার বাংলা উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি হাজী শাহাবউদ্দিন তালুকদার প্রমুখ। নেত্রকোনা রাফি হত্যার প্রতিবাদে শনিবার জেলা সদরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বেলা ১১টায় নেত্রকোনার সামাজিক-সাংস্কৃতিক সংগঠনসমূহের ব্যানারে স্থানীয় পৌরসভার সামনের সড়কে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। রাফিকে যৌন নিপীড়ন ও আগুনে পুড়িয়ে হত্যার ঘটনায় জড়িত প্রত্যেকের দ্রুত ফাঁসির দাবি জানানো হয়। বক্তব্য রাখেন, সুপ্র’র সহ-সভাপতি আলী আমজাদ খান, জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শ্যামলেন্দু পাল, উদীচীর সভাপতি মোস্তাফিজুর রহমান খান, এ্যাডভোকেট দিলুয়ারা বেগম, হাবিবুর রহমান, অধ্যাপিকা পূরবী সম্মানিত, অসিত কুমার ঘোষ, এটিএম এ রাজ্জাক, মৃণাল কান্তি চক্রবর্তী, মারুফ হাসান খান অভ্র, মঞ্জু সরকার, নীলম বিশ্বাস রাতুল, সাইফুল্লাহ এমরান, আব্দুর রাজ্জাক, ফাহমিদা সুলতানা, কোহিনূর বেগম, পার্থপ্রতিম সরকার, অনন্য ঈদ-ই আমিন প্রমুখ। নওগাঁ সোনাগাজী ইসলামিয়া সিনিয়র ফাজিল মাদ্রাসা কেন্দ্রে আলিম পরীক্ষার্থী নুসরাত জাহান রাফিকে যৌন হয়রানি ও হত্যাকারীদের ফাঁসির দাবিতে নওগাঁয় মানববন্ধন কর্মসূচী পালিত হয়েছে। শনিবার বেলা ১১টায় শহরের মুক্তির মোড় নওজোয়ান মাঠের সামনে সামাজিক সংগঠন একুশে পরিষদ এ কর্মসূচীর আয়োজন করে। সংগঠনের সভাপতি এ্যাডভোকেট ডিএম আব্দুর বারীর সভাপতিত্বে বক্তব্য রাখেন, সংগঠনের উপদেষ্টা ওহিদুর রহমান, সাবেক অধ্যক্ষ মতুর্জা রেজা, প্রকৌশলী গুরুদাস দত্ত, সহসভাপতি প্রতাপ চন্দ্র সরকার, সাধারণ সম্পাদক এমএম রাসেল, বরেন্দ্র রেডিওর স্টেশন ম্যানেজার সুব্রত সরকার প্রমুখ। ঠাকুরগাঁও ‘নুসরাত তুমি ঘুমাও শান্তিতে, আমরা জেগে আছি তোমার হত্যার বিচার দাবিতে’ -এ স্লোগানকে সামনে নিয়ে ফেনীর মাদ্রাসা ছাত্রী নুসরাত জাহান রাফির হত্যাকারীদের দ্রুত বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে শনিবার ঠাকুরগাঁওয়ে মানববন্ধন কর্মসূচী পালন করেছে ‘নারী যোগাযোগ কেন্দ্র’ এবং ‘প্রগতিশীল ছাত্র জোট’। শহরের চৌরাস্তায় মোড়ে ঘণ্টাব্যাপী অনুষ্ঠিত এ মানববন্ধনে সকল শ্রেণী পেশার অসংখ্য মানুষ মুখে কালো কাপড় বেঁধে অংশগ্রহণ করেন। এ সময় বক্তব্য দেন, সদর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মাসহুরা বেগম, পৌর কাউন্সিলর ও জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি দ্রৌপদী দেবী আগরওয়ালা, জেলা উদীচী শিল্পীগোষ্ঠীর সভাপতি সেতারা বেগম, নারী যোগাযোগ কেন্দ্রের আহ্বায়ক মৌসুমী রহমান, এ্যাডভোকেট আবু তোরাব মানিক, সমাজকর্মী নাজমিন বেগম, সাংস্কৃতিককর্মী মাসুদ আহমেদ সুবর্ণসহ অনেকে। মোহনগঞ্জ সোনাগাজী ইসলামিয়া ফাজিল মাদ্রাসার ছাত্রী নুসরাত জাহান রাফি দুর্বৃত্তের দেয়া আগুনে নিহত ঘটনার জেরে সারাদেশের ন্যায় মোহনগঞ্জে মানববন্ধন কর্মসূচী পালিত হয়েছে। শনিবার সকালে স্থানীয় শহীদ আলী উসমান শিশুপার্কে অনুষ্ঠিত মানববন্ধন কর্মসূচীতে শিক্ষক, সাংবাদিক, বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশগ্রহণ করেন। এ সময় বক্তব্য রাখেন তাহমিনা ছাত্তার, শামছুল হক মাহবুব, আকিকুন্নেছা বিউটি, কাজী রফিকুর রহমান, মেহেদী ইকবাল, ইমদাদুল ইসলাম প্রমুখ। কলাপাড়া রাফিকে আগুনে পুড়িয়ে হত্যার প্রতিবাদে এবং ঘাতক অধ্যক্ষ সিরাজ উদ্দৌলাসহ জড়িতদের ফাঁসির দাবিতে কুয়াকাটায় ঘণ্টাব্যাপী মানববন্ধন হয়েছে। শনিবার সকাল ১০টায় কুয়াকাটা পর্যটন মোটেল ইয়ুথ-ইন সংলগ্ন মহাসড়কে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও ক্রীড়া সংগঠন এ কর্মসূচী পালন করে। বক্তব্য রাখেন সংগঠক রুমান ইমতিয়াজ তুষার, ছাত্রলীগ নেতা মজিবর রহমান, আব্দুর রহমান সোহাগ প্রমুখ। পাবনা মাদ্রসা ছাত্রী নুসরাত জাহান রাফিকে পুড়িয়ে মারার প্রতিবাদে মানববন্ধন করেছে বাংলাদেশ মহিলা পরিষদ জেলা শাখা ও আমরাই পারি জেলা জোট । শনিবার সকালে শহরের অন্নদা গোবিন্দ পাবলিক লাইব্রেরীর সামনে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য দেন আমরাই পারি জেলা জোটের আহ্বায়ক বিশিষ্ট সাংবাদিক আব্দুল মতীন খান, সদস্য সচিব আব্দুর রব মন্টু, পাবনা রিপোর্টার্স ইউনিটির সভাপতি হাবিবুর রহমান স্বপন, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহজাহান মামুন, আসিয়াবের পরিচালক আব্দুস সামাদ,আব্দুল আহাদ,বাংলাদেশ মহিলা পরিষদ পাবনার সাংগঠনিক সম্পাদক কামরুন্নাহার প্রমুখ। বাগেরহাট ছাত্রী নুসরাত হত্যাকারীদের শাস্তির দাবিতে বাগেরহাটে মানববন্ধন কর্মসূচী পালন করেছে জাতীয় মহিলা পরিষদ। শনিবার দুপুরে বাগেরহাট প্রেসক্লাবের সামনে সড়কে ঘণ্ট্যাব্যাপী মানববন্ধন কর্মসূচী পালিত হয়। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা একাত্মতা প্রকাশ করে অংশ নেন। এ সময় বক্তব্য দেন সদর উপজেলার মহিলা ভাইস চেয়ারম্যান রিজিয়া পারভিন, মহিলা পরিষদের নেত্রী রহিমা জলিল, জাহানারা খাতুন, শিক্ষার্থী তন্নি ও রুমা। নোয়াখালী রাফির হত্যাকারীদের ফাঁসির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ হয়েছে নোয়াখালীর কোম্পানীগঞ্জে। শনিবার সকাল সাড়ে নয়টায় উপজেলার বসুরহাট বাজারের জিরো পয়েন্টে সম্মিলিত সাংস্কৃতিক জোটের আয়োজনে এ কর্মসূচী পালন করা হয়। মানববন্ধনে নোয়াখালী জেলা আওয়ামী লীগের সহসভাপতি ও বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জার নেতৃত্বে বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ স্লোগান-প্ল্যাকার্ড নিয়ে যোগ দেন। এ সময় উপস্থিত ছিলেন, কোম্পানীগঞ্জ উপজেলা (মহিলা) ভাইস চেয়ারম্যান আরজুমান পারভিন রুনু, কবি ও সাহিত্যিক রফিকুল ইসলাম চৌধুরী, সাংস্কৃতিক ব্যক্তিত্ব শহীদ উদ্দিন বাবুল, চরকাঁকড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান আরিফ, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক প্রভাষক গোলাম ছারওয়ার, উপজেলা শ্রমিক লীগের আহ্বায়ক মজিবুর রহমান মোহন প্রমুখ। নরসিংদী মাদ্রাসা ছাত্রী নুসরাত হত্যার প্রতিবাদে নরসিংদী প্রেসক্লাবের সামনে ন্যায্যতায় নরসিংদী ও নরসিংদীর সর্বস্তরের ছাত্রছাত্রী পৃথক ব্যানারে শনিবার সকালে মানববন্ধন করে। এসময় তারা বাংলাদেশে আর কোন মানুষকে এভাবে হত্যার শিকার দেখতে চায় না। রাফি হত্যার সঙ্গে জড়িত আসামিদের ফাঁসি দাবি করেন তারা। নরসিংদীর বিভিন্ন কলেজ ও স্কুলের কয়েক শ’ শিক্ষার্থী মানববন্ধনে অংশগ্রহণ করেন। এছাড়া নরসিংদীর পলাশ উপজেলায় মানববন্ধন করেছে বাংলাদেশ হিউম্যান রাইটস এ্যান্ড প্রেস সোসাইটি। উপজেলার ঘোড়াশাল তাপবিদ্যুত কেন্দ্রের প্রধান ফটকের সামনে ঘণ্টাব্যাপী মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে মানবাধিকার সংস্থার সদস্যসহ স্থানীয় বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ অংশ নেন।
×