ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

জমি নিয়ে বিরোধ ॥ যশোরে গাছের সঙ্গে বেঁধে যুবককে নির্যাতন

প্রকাশিত: ০৯:১৩, ১৪ এপ্রিল ২০১৯

  জমি নিয়ে বিরোধ ॥ যশোরে গাছের সঙ্গে বেঁধে  যুবককে  নির্যাতন

স্টাফ রিপোর্টার, যশোর অফিস ॥ মধ্যযুগীয় কায়দায় বিবস্ত্র করে পানিতে চুবিয়ে এবং সারারাত শিকল দিয়ে গাছের সঙ্গে বেঁধে এক যুবককে নির্যাতন করার অভিযোগ পাওয়া গেছে। জমি-জায়গা সংক্রান্ত বিষয়ের জের ধরে এই নির্যাতন চালানো হয়েছে বলে গ্রামবাসী সূত্রে জানা যায়। ঘটনাটি ঘটেছে যশোরের ঝিকরগাছা উপজেলার হাজিরবাগ ইউনিয়নের মহেশপাড়া গ্রামে। জানা যায়, মহেশপাড়া গ্রামের এলাই বক্স গোলদার ও মৃত হযরত আলী গোলদারের ছেলেদের সঙ্গে পৈত্রিক ১০ কাঠা জমি নিয়ে দীর্ঘদিন গোলযোগ চলছিল। শুক্রবার রাতে গ্রামের স্কুল মোড়ের গোলাম মোস্তফার চায়ের দোকানে এ বিষয় নিয়ে দলিল ও কাগজপত্র যাচাই-বাছাই চলছিল। এ সময় কথা কাটাকাটির এক পর্যায়ে মারামারি বাধে। এ ঘটনায় মৃত হযরত আলী গোলদারের ছেলে মোমিনুল আহত হয়। তাকে যশোর মেডিক্যাল কলেজে হাসপাতালে ভর্তি করা হয়। পরে বাঁকড়া পুলিশ ঘটনাস্থলে গিয়ে উভয়পক্ষকে শান্ত থাকতে বলে এবং সকালে বিষয়টি নিয়ে নিষ্পত্তি করা হবে বলে জানায়। কিন্তু গভীররাতে মৃত হযরত আলী গোলদারের ছেলে মনিরুল ইসলাম ও তার পরিবারের সদস্যরা এলাই বক্স গোলদারের বড় ছেলে সুজন কবীরকে উঠিয়ে নিয়ে মধ্যযুগীয় কায়দায় বিবস্ত্র করে পানিতে চুবিয়ে এবং সারারাত শিকল দিয়ে গাছের সঙ্গে বেঁধে নির্মম নির্যাতন করেন। সকালে বাঁকড়া পুলিশের এসআই সিরাজুল ইসলাম গিয়ে তাকে উদ্ধার করে ফাঁড়িতে নিয়ে আসেন। গ্রামবাসী জানান, মারামারির সময় সুজন কবীর বাড়ি ছিলেন না। এ ঘটনায় পুলিশ মৃত হযরত আলী গোলদারের ছেলে মনিরুল ইসলাম, তার ভাইপো রনক ও এলাই বক্স গোলদারের ছেলে সুজন কবীরকে ঝিকরগাছা থানায় নিয়ে যায়।
×