ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

কেডিএর বিরুদ্ধে অনিয়মের অভিযোগ

প্রকাশিত: ০৯:১১, ১৪ এপ্রিল ২০১৯

 কেডিএর বিরুদ্ধে  অনিয়মের  অভিযোগ

স্টাফ রিপোর্টার, খুলনা অফিস ॥ খুলনা উন্নয়ন কর্তৃপক্ষের (কেডিএ) বিরুদ্ধে নানা অনিয়মের অভিযোগ এনে মানববন্ধন ও সমাবেশ করেছে সম্মিলিত নাগরিক সমাজ। শনিবার দুপুরে নগরীর পিকচার প্যালেস মোড়ে এ কর্মসূচী পালন করা হয়। এতে সভাপতিত্ব করেন সম্মিলিত নাগরিক সমাজের আহ্বায়ক এ্যাডভোকেট মোঃ সাইফুল ইসলাম। মানবন্ধনে বক্তব্য রাখেন খুলনা সাংবাদিক ইউনিয়নের (কেইউজে) সভাপতি মুন্সি মাহবুব আলম সোহাগ, খুলনা প্রেসক্লাবের সভাপতি এস এম হাবিব, সাধারণ সম্পাদক মোঃ সাহেব আলী, সাবেক সাধারণ সম্পাদক সুবির কুমার রায়, নাগরিক নেতা মিনা আজিজুর রহমান, খানজাহান আলী রোড দোকান মালিক সমিতির সভাপতি কামরুল করিম বাবু। বক্তরা অভিযোগ করেন, খুলনা উন্নয়ন কর্তৃপক্ষ (কেডিএ) নক্সা অনুমোদনের ক্ষেত্রে নিত্য নতুন আইন প্রণয়ন, নক্সা অনুমোদনের জন্য দীর্ঘ অপেক্ষমাণ তালিকা, কেডিএ কর্তৃক বরাদ্দকৃত প্লট হস্তান্তরের ক্ষেত্রে আকাশ ছোঁয়া আর্থিক চাহিদা, আবাসিক হোক কিংবা বাণিজ্যিক হোক তার ট্রান্সফার ফি বৃদ্ধি, কেডিএ প্লটের বিধিমালা ফরমের মূল্য পূর্বের তুলনায় ২ থেকে ৩ গুণ বৃদ্ধি, এনওসি/প্ল্যান পাস ফি পূর্বের তুলনায় বৃদ্ধিসহ ১৫% ভ্যাট আরোপ, নিত্য নতুন সেবার নামে ফি চালুকরণ, নিউমার্কেটের দোকান মালিকদের চুক্তির মেয়াদ ২০২৫ সালে শেষ হওয়ার আগেই ২ থেকে ৩ গুণ বেশি ভাড়া বৃদ্ধির নোটিস প্রদান, অপরিকল্পিত রাস্তা কালভার্ট নির্মাণের কারণে জলাবদ্ধতা সৃষ্টিকরণসহ নানা ধরনের অনিয়ম করা হচ্ছে।
×