ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

আবারও আন্দোলনের ঘোষণা পাটকল শ্রমিকদের

প্রকাশিত: ০৯:১১, ১৪ এপ্রিল ২০১৯

 আবারও আন্দোলনের  ঘোষণা পাটকল  শ্রমিকদের

স্টাফ রিপোর্টার, খুলনা অফিস ॥ বকেয়া মজুরি পরিশোধ এবং মজুরি কমিশন বাস্তবায়নসহ ৯ দফা দাবিতে আবারও আন্দোলনের ঘোষণা দিয়েছে রাষ্ট্রায়ত্ত পাটকল শ্রমিকরা। শনিবার বিকেলে খালিশপুর শ্রমিক জনসভায় সারাদেশের রাষ্ট্রায়ত্ত পাটকলে ধর্মঘটসহ সড়ক ও রেলপথ অবরোধ কর্মসূচীর ডাক দিয়েছে শ্রমিক নেতারা। বাংলাদেশ পাটকল শ্রমিক লীগ ও রাষ্ট্রায়ত্ত পাটকল সিবিএ-নন সিবিএ পরিষদের পক্ষ থেকে ওই কর্মসূচী ঘোষণা করা হয়। ঘোষিত কর্মসূচী অনুযায়ী রবিবার সকাল ৯টা থেকে বেলা ১১টা পর্যন্ত রাজপথে বিক্ষোভ মিছিল ১৫, ১৬, ১৭ ও ১৮ এপ্রিল টানা ৯৬ ঘণ্টা পাটকল ধর্মঘট এবং প্রতিদিন সকাল ৮টা থেকে দুপুর ১২টা পর্যন্ত সড়ক ও রেলপথ অবরোধ, ২৫ এপ্রিল গেটসভা এবং ২৭, ২৮ ও ২৯ এপ্রিল পাটকলে ৭২ ঘণ্টার ধর্মঘটসহ প্রতিদিন সকাল ৭টা থেকে দুপুর ১টা পর্যন্ত সড়ক ও রেলপথ অবরোধ। শ্রমিক জনসভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ পাটকল শ্রমিক লীগের খুলনা-যশোর অঞ্চলের আহ্বায়ক ও খুলনার ক্রিসেন্ট জুট মিলের সিবিএ সভাপতি মুরাদ হোসেন। প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ পাটকল শ্রমিক লীগের সভাপতি সরদার মোতাহার উদ্দিন। প্রধান বক্তা ছিলেন বাংলাদেশ পাটকল শ্রমিক লীগের সাধারণ সম্পাদক এস এম কামরুজ্জামান চুন্নু। এ ছাড়া সমাবেশে বিভিন্ন পর্যায়ের শ্রমিক নেতারা বক্তব্য রাখেন। ক্রিসেন্ট জুট মিলের সিবিএ সাধারণ সম্পাদক সোহরাব হোসেন বলেন, মজুরি কমিশন বাস্তবায়নের সঙ্গে শ্রমিকদের রুটি-রুজি জড়িত। বর্তমান দ্রব্যমূল্যের উর্ধগতিতে শ্রমিকরা যে মজুরি পায় তা দিয়ে সংসার চলে না। এ কারণে অন্য সব সেক্টরে মজুরি কমিশন বাস্তবায়ন করা হয়েছে। তবে পাটকল শ্রমিকরা থেকে গেছেন অবহেলায়। এছাড়া শ্রমিকদের মজুরি বকেয়া রয়েছে ৯-১০ সপ্তাহের।
×