ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

আগ্নিদগ্ধ মা ও দুই সন্তানের পর শেষটিরও মৃত্যু

প্রকাশিত: ১৩:১৯, ১৩ এপ্রিল ২০১৯

আগ্নিদগ্ধ মা ও দুই সন্তানের পর শেষটিরও মৃত্যু

স্টাফ রিপোর্টার ॥ নারায়ণগঞ্জের ফতুল্লায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আগুনে দগ্ধ মা ও তিন শিশু সন্তানের শেষজন শিশু ফারিয়া (৯) শুক্রবার রাত এগারোটায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে মারা গেছে। তার শরীরের ৯০ শতাংশ দগ্ধ হয়েছিল। এর আগে মা ও দু’শিশু সন্তান একে একে মৃত্যুর কোলে ঢলে পড়েন। গত ৬ এপ্রিল রাতে ফতুল্লার গিরিধারা আবাসিক এলাকার একটি বাসায় গ্যাস সিলিন্ডার লিকেজ থেকে অগ্নিকান্ডের ঘটনা ঘটে। এতে তিন শিশু সন্তান রাফি (১১), ফারিয়া (৯) ও সাফওয়ানসহ (৫) ও মা ফাতেমা বেগম দগ্ধ হন। তাৎক্ষণিকভাবে তাদের উদ্ধার করে ঢামেক হাসপাতালে নেয়া হয়। এদের মধ্যে গত রবিবার রাতে শিশু সাফওয়ান ও সোমবার মা ফাতেমা বেগম ঢামেক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। আর শিশু রাফি (১১) মারা গেছে গত বৃস্পতিবার বিকেলে।
×