ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ঢাকায় ‘উইমেন্স ফুটবল ডে পালিত

প্রকাশিত: ১১:৪৫, ১৩ এপ্রিল ২০১৯

 ঢাকায় ‘উইমেন্স ফুটবল ডে পালিত

স্পোর্টস রিপোর্টার ॥ শনিবার রাজধানীর কয়েকটি স্কুলের মেয়েদের নিয়ে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) ও বঙ্গমাতা অনুর্ধ-১৯ মহিলা আন্তর্জাতিক গোল্ডকাপের সমন্বয়কদের আয়োজনে অনুষ্ঠিত হয় ‘উইমেন্স ফুটবল ডে’। যেখানে ক্যাম্পে অংশ নেয়া মেয়েদের প্রশিক্ষণ দিয়েছেন কলম্বিয়ান জাতীয় মহিলা ফুটবল দলের ২০১১ বিশ্বকাপে অংশ নেয়া দু’জন ফুটবলার জেসিকা হুরতাদো এবং ক্যাটেরিন ফাবিওলা। এছাড়াও বাংলাদেশ নারী ফুটবল দলের শুভেচ্ছাদূত হিসেবে উপস্থিত ছিলেন জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। ক্যাম্পটি অনুষ্ঠিত হয়েছে ঢাকার বেরাইদের ফরটিস স্পোর্টস গ্রাউন্ডে। উইমেন্স ফুটবল ডে’র প্রথমাংশে ছিল ট্রেনিং কর্মসূচী এবং শেষার্ধে ছিল প্রদর্শনী ম্যাচ। ক্যাম্পটি সফলভাবে পরিচালনা করার জন্য বাফুফের জাতীয় দলের ৫৩ এবং বিকেএসপি মহিলা দলের ৩৭ ফুটবলার উপস্থিত ছিলেন। খেলা শেষে ১১ মেয়েকে নির্বাচিত করে ‘বেস্ট প্রমিজিং প্লেয়ার’-এর মেডেল দেয়া হয় এবং বাকিদের বিশেষ সম্মাননা সার্টিফিকেট দেয়া হয়। ‘উইমেন্স ফুটবল ডে’ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাফুফের সভাপতি কাজী মোঃ সালাউদ্দিন, বাফুফে নির্বাহী সদস্য, মহিলা ফুটবল কমিটির চেয়ারম্যান, ফিফা কাউন্সিল মেম্বার ও এএফসি সদস্য মাহফুজা আক্তার কিরণ, কে-স্পোর্টসের সিইও ফাহাদ এমএ করিম এবং এক্সিকিউটিভ ডিরেক্টর মুনতাসির ভুঁইয়া এবং বাফুফের সাধারণ সম্পাদক আবু নাইম সোহাগ।
×