ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

নোয়াখালীতে চট্টগ্রাম আবাহনীর সহজ জয়

প্রকাশিত: ১১:৪৫, ১৩ এপ্রিল ২০১৯

 নোয়াখালীতে চট্টগ্রাম আবাহনীর সহজ জয়

স্পোর্টস রিপোর্টার ॥ বাংলাদেশ প্রিমিয়ার লীগ ফুটবলে শুক্রবার দুটি খেলা অনুষ্ঠিত হয়। দুটি খেলাই হয় ঢাকার বাইরে। একটি নোয়াখালী, অন্যটি গোপালগঞ্জে। নোয়াখালীর খেলায় জয়-পরাজয় নিষ্পত্তি হলেও গোপালগঞ্জে হয়নি। নোয়াখালীতে স্বাগতিক নোফেল স্পোর্টিং ক্লাব আতিথ্য দিয়েছিল চট্টগ্রাম আবাহনী লিমিটেডকে। ‘ব্লু পাইরেটস্’ এবং ‘বন্দরনগরীর দল’ খ্যাত চট্টগ্রাম আবাহনী এই ম্যাচে সহজ জয় কুড়িয়ে নেয়। তারা ৩-০ গোলে হারায় নোয়াখারী-ফেনী-লক্ষ্মীপুরের সমন্বয়ে গঠিত নোফেলকে। গোপালগঞ্জে অনুষ্ঠিত তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচে হারতে হারতে বড় বাঁচা বেঁচে যায় সর্বাধিক ১৯ বারের লীগ শিরোপাধারী এবং ‘ব্ল্যাক এ্যান্ড হোয়াইট’ খ্যাত মোহামেডান স্পোর্টিং ক্লাব লিমিটেড। শেষ মুহূর্তে গোল করে তারা রুখে দেয় দুইবারের লীগ চ্যাম্পিয়ন ‘দ্য রেডস্’ খ্যাত বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্রকে (১-১)। একবারের লীগ রানার্সআপ চট্টলার দলটি জেতে মূলত তাদের নাইজিরিয়ান মিডফিল্ডার মাগালান আওয়ালার নৈপুণ্যে। তিনি করেন জোড়া গোল (২৪ ও ৯৩ মিনিটে)। নোফেলের নাইজিরিয়ান ডিফেন্ডার এলিটা বেঞ্জামিন করেন আত্মঘাতী গোল (৩ মিনিটে)। নিজেদের একাদশ ম্যাচে এটা চট্টগ্রাম আবাহনীর তৃতীয় জয়। এছাড়া আগের ৫ ড্র’তে ১৪ পয়েন্ট নিয়ে তারা আছে পয়েন্ট টেবিলের সপ্তম স্থানে। উন্নতি করল এক ধাপ। পেছনে ফেলল তিনবারের লীগ চ্যাম্পিয়ন এবং ‘বেঙ্গল ইয়োলোস’ খ্যাত শেখ জামাল ধানম-ি ক্লাবকে। পক্ষান্তরে সমান ম্যাচে এটা নোফেলের দ্বিতীয় জয়। আগের ২ ড্রয়ে ৮ পয়েন্ট তাদের। আছে আগের মতোই দশম স্থানে (১৩ দলের মধ্যে)। গোপালগঞ্জে অনুষ্ঠিত মুুক্তিযোদ্ধা-মোহামেডান ম্যাচে প্রথমার্ধে কোন দলই গোল করতে পারেনি। ৬৮ মিনিটে আইভরি কোস্টের ফরোয়ার্ড বাল্লো ফামৌসা গোল করে এগিয়ে দেন মুক্তিযোদ্ধাকে (১-১)। লীগে এটা তার অষ্টম গোল। গোল পরিশোধে মরিয়া সাদা-কালো শিবির একের পর আক্রমণ শানায়। কিন্তু কিছুতেই গোল করতে পারছিল না তারা। যখনই মনে হচ্ছিল হেরেই যাচ্ছে তারা, তখনই অবিশ্বাস্যভাবে গোলের দেখা পায় দলটি। খেলা শেষ হওয়ার ঠিক আগে ইনজুরি টাইমে (৯০+৩ মিনিটে) নাইজিরিয়ান স্ট্রাইকার কিংসলে চিগুজি গোল করে সমতায় ফেরান মোহামেডানকে (১-১)। অল্পের জন্য হারের তেতো স্বাদ থেকে রক্ষা পায় মোহামেডান। নিজেদের একাদশ ম্যাচে এটা তৃতীয় ড্র মোহামেডানের। মাত্র ৬ পয়েন্ট নিয়ে তারা আছে আগের একাদশ স্থানেই। পক্ষান্তরে সমান ম্যাচে মুক্তিযোদ্ধারও এটা তৃতীয় ড্র। ১৫ পয়েন্ট নিয়ে তারা আছে আগের ষষ্ঠ স্থানেই।
×