ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

ঘটনাবহুল ম্যাচে শাস্তির কবলে ধোনি

প্রকাশিত: ১১:৪৪, ১৩ এপ্রিল ২০১৯

 ঘটনাবহুল ম্যাচে শাস্তির কবলে ধোনি

স্পোর্টস রিপোর্টার ॥ আইপিএলে বৃহস্পতিবার চেন্নাই সুপার কিংস ‘বনাম’ রাজস্থান রয়্যালসের ম্যাচটা ছিল ঘটনাবহুল আর নাটকীয়তায় ভরপুর। শেষ বলে বেন স্টোকসকে ছক্কা হাঁকিয়ে চেন্নাইকে ৪ উইকেটের দারুণ এক জয় উপহার দিয়েছেন মিচেল স্যান্টনার। তার আগে বল হাওয়ায় ভাসিয়ে ব্যাটসহ মাটিতে লুটিয়ে পড়েন রবীন্দ্র জাদেজা এবং বোলার স্টোকস দু’জনেই। জাদেজার গায়ে অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির মজার ছলে ঠোকানো ব্যাটের ভিডিও এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল। তবে সবকিছু ছাপিয়ে গেছে স্টোকসেরই এক ডেলিভারিতে আম্পায়াররা ‘নো’ বল না দেয়ার প্রতিবাদে ডাগআউট থেকে সরাসরি মাঠে ঢুকে আম্পায়ারের সঙ্গে তর্কে জাড়িয়ে পড়েন ধোনি। অথচ ঠান্ডা মেজাজের জন্য তিনি ‘ক্যাপ্টেন’ কুল হিসেবে পরিচিত। এ জন্য অবশ্য ম্যাচ ফি’র ৫০ শতাংশ জরিমানাও গুনতে হয়েছে। জয়ের জন্য শেষ ওভারে ১৮ রান দরকার ছিল চেন্নাইর। স্টোকসের করা সেই ওভারের তৃতীয় বলে আউট হয়ে ফেরেন ধোনি (৫৮)। শেষ তিন বলে চাই ৮ রান। স্ট্রাইকে স্যান্টনার অন্যপ্রান্তে জাদেজা। স্টোকসের চতুর্থ ডেলিভারিটি ছিল ফুল টস যা উচ্চতার জন্য প্রথমে ‘নো বল’ ডেকেছিলেন ননস্ট্রাইক প্রান্তের আম্পায়ার উলহাস গান্ধে। কিন্তু স্কয়ার লেগ অঞ্চলে দাঁড়িয়ে থাকা তার আরেক আম্পায়ার ব্রুস অক্সেনফোর্ড সিদ্ধান্তটি বাতিল করে দেন। আর যায় কোথায়। দুই ব্যাটসম্যান তো তৎক্ষণাৎ আম্পায়ারদের সঙ্গে তর্ক-বিতর্কে জড়িয়ে পড়েন। আর ড্রেসিংরুম থেকে মাঠে ঢুকে পড়েন ধোনি। মাঠে আম্পায়ারদের সঙ্গে বেশ কয়েক মিনিট যুক্তি-তর্ক চলেছে ধোনির। কিন্তু লাভ হয়নি। আম্পায়াররা তাদের সিদ্ধান্ত থেকে সরে আসেননি। বলটা বৈধ ডেলিভারি হিসেবেই গৃহীত হয়। আইপিএল আচরণবিধির ২.২০ ধারায় দ্বিতীয় মাত্রার অপরাধে অভিযুক্ত হন ধোনি। এই ধারায় ‘খেলার চেতনার বিপক্ষে যায় এমন আচরণ’-এর জন্য তাকে জরিমানা করা হয়।
×