ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

মৌমিতা রুমির দ্বিমুকুট

প্রকাশিত: ১১:৪৪, ১৩ এপ্রিল ২০১৯

 মৌমিতা রুমির দ্বিমুকুট

স্পোর্টস রিপোর্টার ॥ জাতীয় সিনিয়র টেবিল টেনিসে দ্বিমুকুট জিতেছেন বাংলাদেশ আনসারের মৌমিতা আলম রুমি। মহিলাদের একক ও দ্বৈতে চ্যাম্পিয়ন হয়েছেন তিনি। ঢাকার পল্টনের শহীদ তাজউদ্দিন আহমেদ ইনডোর স্টেডিয়ামে মেয়েদের এককের ফাইনালে সালেহা সেতুর মুখোমুখি হন রুমি। হাড্ডাহাড্ডি লড়াইয়ে ৪-৩ সেটে তিনি সেনাবাহিনীর সেতুকে হারান। দ্বৈতে সোনম সুলতানা সোমার সঙ্গে জুটি গড়েন রুমি। সহজেই ৩-০ সেটে বাংলাদেশ সেনাবাহিনীর সালেহা সেতু ও মাহিকে হারিয়ে শিরোপা জেতেন। ছেলেদের এককে নতুন চ্যাম্পিয়ন হয়েছেন হৃদয়। ফাইনালে তিনি অভিজ্ঞ মানস চৌধুরীকে ৪-৩ সেটে হারিয়ে ক্যারিয়ারে প্রথম এককের শিরোপা জেতেন পাললিক গ্রুপের এই খেলোয়াড়। এই প্রতিযোগিতায় দলগত চ্যাম্পিয়ন হয় বাংলাদেশ সেনাবাহনী এবং রানার্সআপ হয় বাংলাদেশ আনসার। মৌমিতা আলম রুমি। টেবিল টেবিল তার রন্ধ্রে রন্ধ্রে, অস্থিমজ্জায়। দীর্ঘ ২৭ বছর ধরে খেলাটি খেলছেন এবং সেটা অনেক সফলভাবেই। মৌমিতার টিটিতে আসার গল্পটা কেমন? টিটি প্লেয়ার তৈরির কারখানাই বলা হয় নড়াইলকে। সেখানকার মহিষখোলার মেয়ে মৌমিতা। এখন থাকেন ঢাকার ধানম-িতে। খেলার পাশাপাশি শিক্ষকতাও করছেন রাজধানীর একটি স্কুলে। বড় ভাই সাবেক জাতীয় টিটি চ্যাম্পিয়ন এডিসনের হাত ধরেই খেলাটিতে আসা। তখন ১৯৯৩ সাল। পড়েন পঞ্চম শ্রেণীতে। ৩ ভাই, ২ বোন মৌমিতারা। প্রয়াত বাবা এ্যাডভোকেট সাইফুল আলম খান এবং গৃহিণী মা হামিদা খানমের সমর্থন-সহযোগিতার কথাও স্মরণ করতে ভুললেন না ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অনার্স মাস্টার্স করা মৌমিতা। বিয়ে করেছেন ২০০৮ সালে। যাকে বিয়ে করেছেন তিনিও কৃতী টিটি প্লেয়ার। মাহবুব বিল্লাহ্। ২০০২ থেকেই মাহবুবের সঙ্গে মিশ্র দ্বৈত খেলে অনেক সাফল্য কুড়িয়েছেন যৌথভাবে। ১৯৯৩ থেকে খেলা শুরুর পর থেকেই অবিরাম খেলে যাচ্ছেন ক্লান্তিহীন মৌমিতা। মোট শিরোপা সংখ্যা মনে না পড়লেও জাতীয় পর্যায়ের সাফল্যগুলো অবশ্য ভোলেননি। প্রথম শিরোপা সাফল্য ১৯৯৭ সালে, জাতীয় জুনিয়র চ্যাম্পিয়নশিপে, এককে। জাতীয় দলে নিজ যোগ্যতায় সুযোগ পান ১৯৯৯ সালে। ২০০৭ সালে জেতেন জাতীয় সিনিয়র পর্যায়ে এককের শিরোপা। আন্তর্জাতিক সাফল্য ঢাকায় অনুষ্ঠিত ২০১০ সাউথ এশিয়ান গেমসে। সেটা অবশ্য দলগতভাবে। মেয়েদের বিভাগে বাংলাদেশ জিতেছিল তাম্রপদক। স্বর্ণ জেতে ভারত, আর রৌপ্যপদক জেতে শ্রীলঙ্কা। এস এ গেমসের ইতিহাসে টিটিতে বাংলাদেশের এটাই ছিল প্রথম সাফল্য। রুমি ছিলেন দলের অধিনায়ক। মৌমিতা ক্যারিয়ারের অনেকটা সময় খেলেছেন বিমানে। এছাড়া খেলেছেন আবাহনী ও ডেসটিনিতে। আগামী দিনগুলোতে টিটি খেলোয়াড় হিসেবে আরও কতটা সাফল্য নিজের ভা-ারে জমা করেন মৌমিতা, সেটাই দেখার বিষয়।
×