ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

উনের সঙ্গে ফের বৈঠক করতে চান ট্রাম্প

প্রকাশিত: ১১:০১, ১৩ এপ্রিল ২০১৯

 উনের সঙ্গে ফের বৈঠক করতে চান  ট্রাম্প

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তিনি উত্তর কোরীয় নেতা কিম জং-উনের সঙ্গে একটি সম্ভাব্য তৃতীয় পরমাণু শীর্ষ বৈঠক অনুষ্ঠান বিষয়ে বিবেচনা করছেন। খবর গার্ডিয়ান অন লাইনের। ট্রাম্প ওভাল অফিসে দক্ষিণ কোরীয় প্রেসিডেন্ট মুন জায়েইনের সঙ্গে আলোচনার শুরুতে বলেন, আমরা তা নিয়ে এবং উত্তর কোরিয়া ও কিম জং-উনের সঙ্গে আরও সম্ভাব্য বৈঠক অনুষ্ঠান নিয়ে আলোচনা করতে যাচ্ছি। তৃতীয় শীর্ষ বৈঠকটি হবে কিমের সঙ্গে গত বছর সিঙ্গাপুর শীর্ষ বৈঠক ও ফেব্রুয়ারিতে হ্যানয় শীর্ষ বৈঠকের পরবর্তী বৈঠক। হ্যানয় শীর্ষ বৈঠকটি উত্তর কোরিয়ার পরমাণু অস্ত্র কর্মসূচী থেকে সরে আসার ব্যাপারে কোন অগ্রগতি ছাড়াই শেষ হয়। ট্রাম্প ও মুন এ শীতল পরিস্থিতি থেকে উত্তর কোরিয়াকে বের করে আনার জন্য বেশ উদ্যোগ ও সময় বিনিয়োগ করছেন। কিন্তু ভিয়েতনাম শীর্ষ বৈঠকটি ব্যর্থ হওয়ায় দুই সহযোগীর জন্য তা প্রতিবন্ধক হয়ে দেখা দিয়েছে।
×