ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

এ্যাসাঞ্জকে যুক্তরাষ্ট্রের কাছে প্রত্যর্পণ করা হতে পারে

প্রকাশিত: ১১:০০, ১৩ এপ্রিল ২০১৯

 এ্যাসাঞ্জকে যুক্তরাষ্ট্রের কাছে প্রত্যর্পণ করা হতে পারে

লন্ডনের ইকুয়েডরের দূতাবাস থেকে বৃহস্পতিবার জোরপূর্বক আটক করে টেনে নিয়ে যাওয়ার পর উইকিলিকস প্রতিষ্ঠাতা জুলিয়ান এ্যাসাঞ্জ এখন যুক্তরাষ্ট্রে বহির্সমর্পণ এবং পাঁচ বছরের দন্ড ভোগের সম্মুখীন। তাকে আটকের মধ্য দিয়ে সাত বছরের কূটনৈতিক অচলাবস্থার অবসান ঘটল। গার্ডিয়ান। অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্কট মরিসন জানিয়েছেন, এ্যাসাঞ্জ একজন অস্ট্রেলিয়ান নাগরিক সেজন্য তিনি কনসুলার সহায়তা পাবেন। তবে তাকে সুবিধা বিশেষ কোন ব্যবস্থা দেয়া হবে না। অস্ট্রেলিয়ার পররাষ্ট্র সম্পর্ক বিষয়ক মন্ত্রী মারিজ পেনি বলেন, কর্মকর্তাদের পরামর্শ দেয়া হয়েছে যে, যদি কোন ব্যক্তি মৃত্যুদন্ডের সম্মুখীন হয় তাহলে ব্রিটেন তাকে বহির্সমর্পণ করবে না। অস্ট্রেলিয়া মৃত্যুদন্ডের সম্পূর্ণ বিরোধিতা করে দূতাবাসে দুই হাজার চার শ’ ৮৭ দিন থাকার পর ইকুয়েডর এ্যাসাঞ্জের রাজনৈতিক আশ্রয় প্রত্যাহার করে নেয় এবং মেট্রোপলিটন পুলিশ কর্মকর্তাদের নাইটব্রিজ দূতাবাসের অভ্যন্তরে প্রবেশ করার আমন্ত্রণ জানায়। যে জন্য ৪৭ বছর বয়সী এ্যাসাঞ্জ আটক হন। ২০১২ সাল থেকে এ্যাসাঞ্জ সুইডেনে যৌন নির্যাতনের অভিযোগে প্রত্যর্পণ এড়ানোর জন্য দূতাবাসে অবস্থান করছেন। ওই অভিযোগগুলো তিনি সবসময়ই অস্বীকার করে আসছেন। বৃহস্পতিবার তাকে আদালতে আত্মসমর্পণে ব্যর্থ হবার অভিযোগে অভিযুক্ত করা হয়। এজন্য তাকে ১২ মাস ব্রিটেনের কারাগারে থাকতে হবে। মধ্য লন্ডনের থানায় এ্যাসাঞ্জকে যুক্তরাষ্ট্রের অনুরোধে আবার আটক করা হয়। তার বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের সাবেক সামরিক বিশ্লেষক চেলসিয়া ম্যানিংয়ের যোগসাজোশে অতি গোপনীয় নথি প্রকাশের অভিযোগ রয়েছে। যাকে মার্কিন বিচার বিভাগ যুক্তরাষ্ট্রের ইতিহাসে সবচেয়ে বড় গোপন নথি ফাঁসের ঘটনা বলে অভিহিত করেছে। আটক হওয়া এ্যাসাঞ্জের ভবিষ্যত ও সম্ভাব্য প্রত্যর্পণ নিয়ে মারাত্মক বিতর্ক সৃষ্টি হয়েছে। ব্রিটিশ সরকার আটকের ঘটনাকে কেউই আইনের উর্ধে নয় বলে আত্মরক্ষামূলক বক্তব্য দিয়েছে। তারা আরও জানিয়েছে, এ্যাসাঞ্জকে আটক করা হয়েছে, জামিনের শর্ত লঙ্ঘনের প্রমান সাপেক্ষে। যদিও লেবার পার্টি ও নাগরিক অধিকার গোষ্ঠীগুলো যুক্তরাষ্ট্রে প্রত্যার্পণ অনুরোধের নিন্দা জানিয়েছে। এ্যাসাঞ্জের আইনজীবী জেনিফার রবিনসন বিবিসির নিউজনাইট অনুষ্ঠানে তার মক্কেলের আটক হওয়াকে একটি বিপজ্জনক উদাহরণ হিসেবে অভিহিত করেছেন। তিনি একে বাক স্বাধীনতার সমর্থকদের জন্য উদ্বেগের বলে মনে করেন। যুক্তরাষ্ট্রে দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, তিনি উইকিলিকস সম্পর্কে কিছুই জানেন না। তিনি আরও বলেন, এটি তার বিষয় নয়। ২০১৬ সালের নির্বাচনের চূড়ান্ত মাসে ট্রাম্প ১৬৪ বার উইকিলিকসের নাম উল্লেখ করেন। তার প্রতিদ্বন্দ্বী হিলারি ক্লিনটন সে সময় বলেছিলেন, উইকিলিকস প্রতিষ্ঠাতাকে অবশ্যই উত্তর দিতে হবে তিনি যা করেছেন সে বিষয়ে।
×