ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

ব্রিটেনে বসবাসের সুযোগ চেয়ে চার লাখেরও বেশি আবেদন

প্রকাশিত: ১০:৫৯, ১৩ এপ্রিল ২০১৯

  ব্রিটেনে বসবাসের সুযোগ চেয়ে চার লাখেরও বেশি আবেদন

ব্রেক্সিটের পর ব্রিটেনে বসবাসের সুযোগ চেয়ে চার লাখেরও বেশি ইউরোপিয়ান নাগরিক আবেদন করেছেন। স্বরাষ্ট্র দফতার এ কথা জানিয়েছে। ইইউ সেটেলমেন্ট স্কিমে এসব আবেদন জমা পড়েছে। গত মাসের শেষ দিক থেকে এ সংখ্যা বেড়েছে প্রায় দুই লাখ। গত ৩০ মার্চ পূর্ণাঙ্গভাবে শুরুর আগে পরীক্ষামূলক পর্যায়ে দুই লাখ ৩০ হাজারেরও বেশি আবেদন জমা পড়েছিল। স্বরাষ্ট্র দফতর আরও ঘোষণা করেছে যে, অসহায় এসব আবেদনকারীকে সহায়তার জন্য ৫৭ সংগঠন অর্থায়ন করবে। প্রায় দুই লাখ আবেদনকারীর সহায়তার জন্য প্রায় ৯০ লাখ ইউরো বরাদ্দ রাখা হয়েছে, আবেদনপত্র জমা দিতে যাদের অতিরিক্ত সহায়তার প্রয়োজন হবে। যুক্তরাজ্য যদি চুক্তির মাধ্যমে ইইউ ছেড়ে যায়, তবে আবেদনের শেষ সময় ২০২১ সালের ৩০ জুন। আর যদি কোন চুক্তি ছাড়াই ইইউ ছেড়ে যায়, তবে আবেদনের সময়সীমা ২০২০ সালের ৩১ ডিসেম্বর। স্বরাষ্ট্রমন্ত্রী সাজিদ জাভিদ বলেন, ‘এদেশের জন্য ইইউ নাগরিকদের অনেক অবদান রয়েছে। আমি চাই তারা সবাই ব্রিটেনে অবস্থান করুক। এজন্য ইইউ সেটেলমেন্ট স্কিমকে সহজ ও ফ্রি করা হয়েছে। এটা গুরুত্বপূর্ণ যে, কেউ যাতে বাদ না পড়েন। যেসব অসহায় নাগরিকদের আবেদন করতে সমস্যা হচ্ছে, তাদের সহায়তা করা হচ্ছে। এই ৯০ কোটি ইউরো তাদের কাজে লাগবে। এই সেটেলমেন্ট স্কিম ইইউ সদস্য দেশগুলো এবং আইসল্যান্ড, লিচস্টেনস্টেইন, নরওয়ে ও সুইজারল্যান্ডের নাগরিক এবং তাদের পরিবারের সবার জন্য উন্মুক্ত। সফল আবেদনকারীদের ব্রিটেনের নাগরিক হিসেবে কাজ ও বসবাসের অনুমতি দেয়া হবে। যেসব মানুষ একটানা পাঁচ বছর বা তারও বেশি ব্রিটেনে বসবাস করেছেন, তারা ‘সেটেলড’ বলে গণ্য হবেন। আর যারা পাঁচ বছরের কম এদেশে বসবাস করেছেন, তাদের ‘প্রি-সেটেলড’ হিসেবে গণ্য হবেন এবং পরে এটা ‘সেটেলড’ হিসেবে পরিগণিত হবে। সরকারের ধারণা অনুযায়ী, ২০২০ সালের মধ্যে ইউরোপীয় অর্থনৈতিক অঞ্চলের প্রায় ৩৫ থেকে ৪১ লাখ নাগরিক এবং তাদের পরিবার আবেদন করবে। -গার্ডিয়ান
×