ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

নতুন মানব প্রজাতির অস্তিত্ব আবিষ্কার

প্রকাশিত: ১০:৫৮, ১৩ এপ্রিল ২০১৯

 নতুন মানব প্রজাতির অস্তিত্ব আবিষ্কার

ফিলিপিন্সে মানব প্রজাতির এক নতুন ইতিহাস সংযোজিত হয়েছে। অধুনালুপ্ত মানব প্রজাতির ধ্বংসাবশেষ পাওয়া গেছে ফিলিপিন্সে। দেশের বৃহত্তম দ্বীপ লুজোনে এ ধ্বংসাবশেষ আবিষ্কৃত হওয়ার পর এটিকে হোমো লুজোনেনসিস নামে আখ্যায়িত করা হয়েছে। অত্যন্ত প্রাচীন পূর্বপুরুষদের মধ্যে এবং আরও সাম্প্রতিক আবিষ্কৃত মানব প্রজাতির মধ্যে যে অবয়ব কাঠামো দেখা গেছে তার সঙ্গে একটা মিশ্রণ রয়েছে হোমো লুজোনেনসিসের। এর অর্থ এমন হতে পারে যে, প্রাচীন মানুষের বংশধররা আফ্রিকা ছেড়ে দক্ষিণপূর্ব এশিয়ায় বসতি গেড়েছিল। এমন সম্ভাবনার কথা আগে ভাবা যায়নি। এ আবিষ্কার থেকে মনে হয় আমাদের পূর্বপুুরুষ মোটামুটি যে সময়টিতে এ অঞ্চলে পৌঁছেছে সে সময়ে তিনটি বা তার চেয়ে বেশি মানব প্রজাতির মধ্যে এ অঞ্চলে বিবর্তন এক উচ্চমাত্রার জটিল বিষয় হয়ে থাকবে। এ প্রজন্মগুলোর মধ্যে হোমো ফ্লোরিসিয়েনসিস একটি। ৫০ হাজার বছর আগে ইন্দোনেশীয় ফ্লোরেস দ্বীপে এ প্রজাতির অস্তিত্ব ছিল, লন্ডনের ন্যাচারাল হিস্ট্রি মিউজিয়ামের অধ্যাপক ক্রিস স্ট্রিনজার বলেছেন, ক্ষয়প্রাপ্ত হোমোফ্লোরে সিয়েনসিসের উল্লেখযোগ্য আবিষ্কার তথ্য ২০০৪ সালে প্রকাশিত হওয়ার পর আমি বলে ছিলাম যে, ফ্লোরেসে মানুষের বিবর্তন এ অঞ্চলে অন্যান্য অনেক দ্বীপেই পুনরাবৃত্ত হয়ে থাকতে পারে। এ ধরনের ধারণা প্রায় ৩ হাজার কিলোমিটার দূরে লুজোন দ্বীপের ক্ষেত্রে সত্য বলে মনে হতে পারে। লুজোনের উত্তরে ক্যালাও গুহায় প্রাপ্ত নতুন নমুনা সম্পর্কে জার্নাল ন্যাচারে উল্লেখ করা হয়েছে। নমুনাগুলো ৬৭ হাজার থেকে ৫০ হাজার বছরের পুরনো বলে জার্নাল ন্যাচারে বলা হয়। এগুলোতে এক উর্বাস্থির অংশসহ দাঁত, হাত ও পায়ের অস্থির ১৩ ধরনের ধ্বংসাবশেষ রয়েছে। অস্থিগুলো অন্তত তিন প্রাপ্তবয়স্ক ও কিশোরদের বলে বলা হয়েছে। এগুলো ২০০৭ সালে গুহাতে খনন কাজের পর উদ্ধার করা হয়। হোমো লুজোনেনসিসের কিছু গঠনগত দিকের সঙ্গে সাম্প্রতিক মানুষের কিছু গঠনকাঠামোর মিল রয়েছে। হাত ও পায়ের আঙ্গুলগুলো বাঁকা দেখা যায়। এতে আভাস পাওয়া যায় যে, এ প্রজাতির মানুষের জন্য গাছে চড়া তখনও বেশ গুরুত্বপূর্ণ বিষয় ছিল। আফ্রিকায় প্রায় ২০ থেকে ৪০ লাখ বছর আগে যে অস্ট্রালোপিথিসাইন সাদৃশ এইপের মতো প্রাণীর অস্তিত্ব ছিল সেগুলোর একটি অংশ যদি আজ থেকে ১০ লাখ বছর আগে দক্ষিণপূর্ব এশিয়ায় চলে যায় তাহলে তা মানব প্রজাতির ওই অংশটি সম্পর্কে আমাদের ধারণার পথ পাল্টে দেবে। হোমো ইরেকটুসরা যারা আফ্রিকা ত্যাগ করেছিল, মানব প্রজাতির সরাসরি প্রথম সদস্য বলে মনে করা হয়েছে দীর্ঘদিন ধরে। ইরেকটুসরা প্রায় ১৯ লাখ বছর আগে আফ্রিকা ত্যাগ করে। লুজোনে তখন একমাত্র সমুদ্র পথে পৌঁছানো সম্ভব ছিল। কিন্তু পূর্ব মানব প্রজাতি কীভাবে দ্বীপটিতে পৌঁছতে পারে সে ব্যাপারে প্রশ্ন উঠতেই পারে। -বিবিসি
×