ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

লাল রংয়ের হ্রদ

প্রকাশিত: ১০:৫৭, ১৩ এপ্রিল ২০১৯

 লাল রংয়ের হ্রদ

তানজানিয়ার নেট্রন হ্রদ দৈর্ঘে ৫৭ কি.মি. প্রস্থ ২২ কি.মি. ও গভীরতা মাত্র ১০ ফুট। সোডিয়াম ও কার্বনেট যুক্ত ট্র্যাকাইট লাভা দিয়ে তৈরি এর তলদেশ। যে জন্য সব সময় ৬০ ডিগ্রী সেলসিয়াস তাপমাত্রা থাকে। লাভার ক্ষারধর্মের জন্য হ্রদে সায়ানো ব্যাকটেরিয়া নামের অণুজীব জন্মায়। এদের শরীরে আবার লাল রঞ্জক পদার্থ থাকে। ফলে দূর থেকে লেকের জল লাল দেখায় -হাফিংটন পোস্ট
×