ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

গর্ভপাত নিষিদ্ধ অসাংবিধানিক ॥ দ: কোরীয় আদালত

প্রকাশিত: ১০:৫৭, ১৩ এপ্রিল ২০১৯

 গর্ভপাত নিষিদ্ধ অসাংবিধানিক ॥ দ: কোরীয়  আদালত

দক্ষিণ কোরিয়ায় গর্ভপাত নিষিদ্ধকে অসাংবিধানিক বলে ঘোষণা করা হয়েছে। দেশটির আদালত এক ঐতিহাসিক রায়ে এ ঘোষণা দিল। দেশটির সাংবিধানিক আদালত নির্দেশ দিয়েছে যে, ২০২০ সালের মধ্যে আইনটি অবশ্যই পর্যালোচনা করা উচিত। ১৯৫৩ সালের গর্ভপাত নিষিদ্ধ আইন অনুযায়ী, যদি কোন নারী গর্ভপাত করে তবে জেল-জরিমানার মুখোমুখি হতে হবে। তবে ধর্ষণ, সংক্রামক রোগ বা স্বাস্থ্য ঝুঁকি থাকলে গর্ভপাত করা যায়। দক্ষিণ কোরিয়া বিশ্বের অল্প কয়েকটি উন্নত দেশের একটি যেখানে গর্ভপাত অপরাধ। গর্ভপাত নিষিদ্ধ থাকায় নারীরা বিপদাপন্ন এবং এটি তাদের অধিকার খর্ব করে- এক নারী চিকিৎসকের এমন চ্যালেঞ্জের পর আইনটি পর্যালোচনা করা হয়। বিবিসির সিউল সংবাদদাতা লরা বিকার বলেন, দক্ষিণ কোরিয়া নারীর অধিকার নিয়ে সংগ্রামের কারণেই গর্ভপাত আইনে পরিবর্তনের এ উদ্যোগ। প্রচারকরা এই আইনের শেষ চান। তারা বলেন, দেশে নারীদের বিরুদ্ধে এটা বড় ধরনের পক্ষপাতিত্ব। আদালতের এ রায়ের আগে সেখানে দুই পক্ষের শত শত বিক্ষোভকারী জড়ো হন। কিন্তু তাদের সরিয়ে দেয় পুলিশ। রায়ের পর আনন্দ প্রকাশ করেন গর্ভপাতের পক্ষে প্রচারকারীরা। অন্যদিকে গর্ভপাতবিরোধীরা বিষণœ মন নিয়ে এলাকা ত্যাগ করেন। গর্ভপাতবিরোধী আইন থাকা সত্ত্বেও দক্ষিণ কোরিয়ায় প্রচুর গর্ভপাত করা হয় এবং সেটা হয় খুব নিরাপদেই। গত বছর পরিচালিত এক জরিপে দেখা গেছে, গর্ভবতী হয়েছে এমন প্রতিজনের মধ্যে একজন গর্ভপাত করেন। আর দেশে আইনটি বলবত হওয়ার পর মাত্র এক শতাংশ গর্ভপাত কমেছে। দক্ষিণ কোরিয়ায় ২০১৭ সালে আনুমানিক ৫০ হাজার গর্ভপাত হয়েছে। সরকারের তথ্য অনুযায়ী ২০১০ সালে প্রায় এক লাখ ৬৯ হাজার এ ধরনের ঘটনা ঘটেছে। আর গর্ভপাত হ্রাসের পেছনে মূলত কাজ করেছে গর্ভনিরোধক সেবা ও পণ্যের কারণে যেটা দেশব্যাপী খুবই সহজলভ্য। জন্মনিয়ন্ত্রণের বিষয়ে ভাল ধারণা থাকায়ও এটা সম্ভব হয়েছে।-বিবিসি
×