ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

রাহুলের বিরুদ্ধে মামলা

প্রকাশিত: ১০:৫৭, ১৩ এপ্রিল ২০১৯

  রাহুলের বিরুদ্ধে মামলা

ভারতীয় কংগ্রেস সভাপতি রাহুল গান্ধীর বিরুদ্ধে ফৌজদারি আদালত অবমাননার মামলা করেছেন বিজেপি সাংসদ মীনাক্ষী লেখি। দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সম্পর্কে মন্তব্য করায় বৃহস্পতিবার এই মামলা দায়ের হয়েছে। চৌকিদার চোর হ্যায় মন্তব্যের জন্যই তিনি মামলাটি দায়ের করেছেন। বুধবার ভারতের শীর্ষ আদালত রাফাল যুদ্ধবিমান ক্রয় সংক্রান্ত একটি মামলায় রায় দেয়। কেন্দ্রীয় সরকার দাবি করেছিল রাফাল যুদ্ধবিমান নিয়ে যে সমস্ত গোপন তথ্য সংবাদমাধ্যমে প্রকাশিত হয়েছে সেগুলোর মামলার অংশ হতে পারে না। কিন্তু সুপ্রীমকোর্ট সেই আবেদন খারিজ করে দেয়। খবর এনডিটিভি অনলাইনের। এই রায়কে স্বাগত জানিয়ে রাহুল বলেন, সারাদেশ বলছে চৌকিদার চোর। এটা উৎসবের দিন। শীর্ষ আদালত সুবিচারের কথা বলেছে। কিছুক্ষণ বাদেই প্রতিরক্ষামন্ত্রী নির্মলা সীতারমণ জানান, রাহুল আদালতের অবমাননা করেছেন। সুপ্রীমকোর্ট শুধু তথ্যের বিষয়ে রায়দান করেছে। এতেই হতাশা চেপে রাখতে না পারে এমন মন্তব্য করছেন কংগ্রেস সভাপতি। বিজেপি নেত্রীর হয়ে মামলা দায়ের করেছেন এজি মুকুল রোহতগি।
×