ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

ফেসবুকে ইসলাম নিয়ে কটূক্তি ॥ জবি ছাত্র গ্রেফতার

প্রকাশিত: ১০:৪৮, ১৩ এপ্রিল ২০১৯

 ফেসবুকে ইসলাম নিয়ে কটূক্তি ॥ জবি ছাত্র গ্রেফতার

স্টাফ রিপোর্টার ॥ সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ইসলাম ধর্ম ও মহানবীকে নিয়ে কটূক্তির অভিযোগে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র ফরহাদ হোসাইন ফাহাদকে গ্রেফতার করেছে পুলিশ। তথ্যপ্রযুক্তি আইনের মামলায় তাকে গ্রেফতার করা হয়। ডিএমপির কোতোয়ালি থানার ওসি মশিউর রহমান জানান, বৃহস্পতিবার গভীররাতে তাদের থানা পুলিশের একটি টিম খুলনা থেকে ফাহাদকে গ্রেফতার করা হয়। শুক্রবার রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয়েছে। তবে বাংলা বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র ফাহাদ বলে আসছেন, যে মন্তব্যের জন্য তার বিরুদ্ধে মামলা হয়েছে, তা তিনি করেননি। তাকে ফাঁসানোর জন্য তার নামে ভুয়া এ্যাকাউন্ট খুলে এটা করা হয়েছে। গত সপ্তাহে একটি টেলিভিশন চ্যানেলের ফেসবুকে পেইজে শেয়ার করা নিউজের নিচে ‘ফরহাদ এইচ ফাহাদ’ নামের এ্যাকাউন্ট থেকে করা মন্তব্যের একটি স্ক্রিনশট ছড়িয়ে পড়ে। এরপর ফাহাদের ‘ফাঁসির’ দাবিতে ক্যাম্পাসে মিছিল-সমাবেশ শুরু করে ধর্মভিত্তিক ছাত্র সংগঠন ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন। ক্ষমতাসীন আওয়ামী লীগের ছাত্র সংগঠন ছাত্রলীগের দুই নেতাও তাদের সঙ্গে যোগ দেন। বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের নেতা নূর-ই-আলম কোতোয়ালি থানায় ফাহাদের বিরুদ্ধে তথ্যপ্রযুক্তি আইনের এই মামলা দায়ের করেন। আরেক ছাত্রলীগ নেতা মিজানুজ্জামান খান শামীম বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে ফাহাদের স্থায়ী বহিষ্কার চেয়ে আবেদন করেন।
×