ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

খালেদা মুক্তির আন্দোলনের জন্য আমরা প্রস্তুত ॥ নজরুল

প্রকাশিত: ১০:৪৩, ১৩ এপ্রিল ২০১৯

  খালেদা মুক্তির  আন্দোলনের  জন্য আমরা  প্রস্তুত ॥  নজরুল

স্টাফ রিপোর্টার ॥ অবিলম্বে বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার সুচিকিৎসা ও মুক্তির দাবি জানিয়েছেন দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। তিনি বলেন, খালেদা জিয়ার মুক্তির আন্দোলনের জন্য আমরা প্রস্তুত। শুক্রবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে খালেদা জিয়ার মুক্তির দাবিতে ‘জিয়া আদর্শ একাডেমি’ আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। নজরুল ইসলাম বলেন, খালেদা জিয়া খুবই অসুস্থ। তাকে মুক্ত করতে হবে। তাকে যদি মুক্ত আলো-বাতাসে আনা না যায়, যদি তার সঠিক চিকিৎসা করা না যায়, তাকে আমরা হারাব। আর তাকে হারালে আপনার আমার কার কত দাম সেটা আমাদের জানা আছে। তাই খালেদা জিয়ার পাশাপাশি তার মুক্তির আন্দোলনের সঙ্গী হাবিব উন নবী খান সোহেলসহ যারা বন্দী আছেন, তাদের মুক্ত করার জন্য ঐক্যবদ্ধ লড়াই প্রয়োজন। দলীয় নেতাকর্মীদের ঘরের মধ্যে জ্বালাময়ী বক্তব্য না দিয়ে বাইরে আন্দোলনের মাধ্যমে সক্ষমতা দেখানোর আহ্বান জানিয়ে নজরুল খান বলেন, আমি স্পষ্ট বলে দিতে চাই, খালেদা জিয়াকে মুক্ত করার জন্য যেকোন আন্দোলনের প্রতি আমরাও আগ্রহী। আপনারা মুখে যেমন বলেন, কাজেও দয়া করে তেমন দেখান, দেখবেন অনেক বড় আন্দোলন গড়ে তোলার ব্যবস্থা হবে। সেটা না করা পর্যন্ত আন্দোলন-সংগ্রাম জোরদার হবে না। দলের নেতাকর্মীদের উদ্দেশে নজরুল ইসলাম খান আরও বলেন, সবাই প্রস্তুত থাকুন, কেন্দ্র থেকে আন্দোলনের ডাক দেয়ার সঙ্গে সঙ্গে মাঠে ঝাপিয়ে পড়বেন। নিজের মুক্তিযুদ্ধ করার কথা জানিয়ে নজরুল ইসলাম বলেন, ৭১ এর ২৬ মার্চ মুক্তিযুদ্ধ শুরু হওয়ার আগে ১৯ মার্চ জয়দেবপুরে পাকিস্তানী আর্মিদের অস্ত্র কেড়ে নিয়ে আমরা তাদের সঙ্গে লড়াই করেছিলাম। ঢাকায় মিছিল হয়েছিল ‘জয়দেবপুরের পথ ধরো, বাংলাদেশ স্বাধীন করো’। আজকে ৭২ বছর বয়সে আমাকেই সেই কাজ করতে বলেন? না, আপনাদেরও দায়িত্ব আছে। তারপরও বলছি, আন্দোলনে আছি আপনাদের সঙ্গে থাকব। শুধু সঙ্গে নয়, আপনাদের সামনেই থাকব। দেশে গণতন্ত্র নেই অভিযোগ করে নজরুল ইসলাম বলেন, বর্তমান সরকারকে বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা স্বৈরাচারী বলে চিহ্নিত করেছে। আমরা যে শহরে বাস করি সেটা দুনিয়ায় সবচেয়ে বেশি দূষিত শহর। অথচ সরকার দাবি করে দেশে উন্নয়ন হচ্ছে। কার উন্নয়ন হচ্ছে? এমন প্রশ্ন করে তিনি বলেন, আন্তর্জাতিক সংস্থার রিপোর্ট অনুযায়ী দেশে যারা সবচেয়ে ধনবান লোক, তারা যে গতিতে আরও ধনি হচ্ছে সেটা বিশ্বের মধ্যে প্রথম। দেশে ধনীরা আরও অনেক দ্রুত ধনি হচ্ছে, আর গরিবরা আরও দ্রুত গরিব হচ্ছে। নজরুল বলেন, কিছু লোক ধনী হচ্ছে, তাদের কাছে টাকা আছে, তারা সরকারকে টাকা দিয়ে সহযোগিতা করে। সরকার সেই টাকা দিয়ে বিভিন্ন এজেন্সিকে আমাদের বিরুদ্ধে কাজে লাগায়। বিশ্বের কোন স্বৈরাচারী সরকার জনগণের আন্দোলনের মধ্যে টিকে থাকতে পারেনি, এ সরকারও পারবে না। আয়োজক সংগঠনের সভাপতি আজম খানের সভাপতিত্বে আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু, যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, বিএনপির সহ-তথ্য ও গবেষণাবিষয়ক সম্পাদক কাদের গনি চৌধুরী প্রমুখ। কারাগারে আরজুর মৃত্যু স্বাভাবিক নয় হত্যাকা-- ফখরুল ॥ কারাগারে কুষ্টিয়া জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক এমএ শামীম আরজুর মৃত্যু স্বাভাবিক নয় মন্তব্য করে এটি একটি হত্যাকা- বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুক্রবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এ অভিযোগ করেন। মির্জা ফখরুল আরও অভিযোগ করেন. ‘সরকারের নীলনক্সা অনুযায়ী আরজুকে পৃথিবী থেকে চলে যেতে হলো।’ কুষ্টিয়া জেলা বিএনপিকে শক্তিশালী ও সুসংগঠিত করতে তার গতিশীল নেতৃত্বের জন্যই তিনি সরকারের প্রতিহিংসার শিকারে পরিণত হন। বর্তমান সরকার দেশে বাকশাল ব্যবস্থা পুনর্প্রবর্তন ও দেশকে গণতন্ত্রশূন্য করার লক্ষ্যে বিএনপিসহ বিরোধী দলের নেতাকর্মীদের হত্যা ও গুমসহ তাদের বিরুদ্ধে অসত্য মামলা দায়ের করে পাইকারী হারে গ্রেফতারের মাধ্যমে কারাগারগুলো ভরে ফেলেছে।
×