ঢাকা, বাংলাদেশ   বুধবার ১৭ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

‘বৃহত্তর কুমিল্লায় জন্ম নেয়া প্রতিটি সন্তানই ভাগ্যবান’

প্রকাশিত: ১০:৪৩, ১৩ এপ্রিল ২০১৯

‘বৃহত্তর কুমিল্লায় জন্ম নেয়া প্রতিটি সন্তানই ভাগ্যবান’

স্টাফ রিপোর্টার ॥ বৃহত্তর কুমিল্লায় জন্ম নেয়া প্রতিটি সন্তানই ভাগ্যবান। প্রাচীন ঐতিহ্যের ধারক বৃহত্তর কুমিল্লায় জন্মগ্রহণকারী প্রাজ্ঞ, প্রথিতযশা এবং উদীয়মান প্রতিভাবানদের এ দেশকে এগিয়ে নেয়ার ক্ষেত্রে ভূমিকা অনস্বীকার্য। তাই ঢাকায় বসবাসরত কুমিল্লার লোকজন নিজ নিজ অবস্থান থেকে কুমিল্লাবাসীর সার্বিক কল্যাণ তথা বাংলাদেশের উন্নয়নে অংশীদার হওয়ার আহ্বান জানিয়েছেন প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন। বৃহস্পতিবার রাতে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে ঢাকার বৃহত্তর কুমিল্লা সমিতি আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান। সমিতির সভাপতি প্রকৌশলী মোঃ কবির আহমেদ ভূঞার সভাপতিত্বে অনুষ্ঠানে আইনমন্ত্রী আনিসুল হক, অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মোঃ তাজুল ইসলাম, সাবেক রেলমন্ত্রী মুজিবুল হক এবং ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আতিকুল ইসলামকে সংবর্ধনা দেয়া হয়। তবে দেশের বাইরে থাকায় অর্থমন্ত্রী অনুপস্থিত ছিলেন। প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন বলেন, আমরা যারা বৃহত্তর কুমিল্লার সন্তান তারা সত্যিই ভাগ্যবান। প্রাচীন ঐতিহ্য ও সংস্কৃতি সমৃদ্ধ এ জেলার চোখ ধাঁধানো ও নয়নাভিরাম প্রাকৃতিক সৌন্দর্য, মনোমুগ্ধকর পরিবেশে আমরা বেড়ে উঠতে পেরেছি। গোমতী-মেঘনা-তিতাস-ডাকাতিয়া বিধৌত এই প্রাচীন জনপদ একসময় ছিল বিশাল ত্রিপুরা রাজ্যের অন্তর্ভুক্ত এবং এর অংশ ছিল বর্তমান ব্রাহ্মণবাড়িয়া ও চাঁদপুর।
×