ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

খালেদাকে মুক্ত করতে আইনী পথেই হাঁটতে হবে ॥ তথ্যমন্ত্রী

প্রকাশিত: ১০:৩১, ১৩ এপ্রিল ২০১৯

 খালেদাকে মুক্ত  করতে আইনী  পথেই হাঁটতে  হবে ॥  তথ্যমন্ত্রী

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ বিএনপির আন্দোলনের ডাক এখন সাধারণ মানুষের কাছে হাস্যকর হয়ে গেছে। দলটির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া কোন রাজবন্দী নন যে তাকে আন্দোলনের মাধ্যমে মুক্ত করতে হবে। খালেদা জিয়াকে মুক্ত করতে আইনী পথেই হাঁটতে হবে। শুক্রবার সকালে চট্টগ্রাম নগরীর টাইগারপাস এলাকায় নেভি কনভেনশন হলে এক অনুষ্ঠানে যোগ দিতে এলে সাংবাদিকদের প্রশ্নের জবাবে কথাগুলো বলেন তথ্য মন্ত্রী ড. হাছান মাহমুদ। তিনি বলেন, গত দশ বছর ধরেই বিএনপির আন্দোলনের হুমকি শুনে আসছি। শীতের পর আন্দোলন, গ্রীষ্মের পর আন্দোলন, বর্ষার পর আন্দোলন, বার্ষিক পরীক্ষার পর আন্দোলন, ঈদের পর আন্দোলন এমন অনেক কথাই তারা বলে আসছেন। কিন্তু এমন আন্দোলনের ডাক এখন জনগণের কাছে হাস্যকর হয়ে গেছে। তথ্যমন্ত্রী বলেন, বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া কারাগারে রয়েছেন দুর্নীতির মামলায়। তিনি তো রাজবন্দী নন যে, তাকে আন্দোলন করে মুক্ত করা যাবে। বিএনপি যদি তাদের নেত্রীর মুক্তি চায় তবে আইন আদালতের মাধ্যমেই করতে হবে। তাদের আইনের পথেই হাঁটতে হবে। অপর এক প্রশ্নের জবাবে তথ্যমন্ত্রী বলেন, ফেনীর সোনাগাজীতে মাদ্রাসা ছাত্রী নুসরাত জাহান রাফি হত্যার সঙ্গে জড়িতদের সর্বোচ্চ শাস্তি হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সুষ্ঠু বিচারের বিষয়ে এর মধ্যেই প্রশাসন ও তদন্ত সংস্থাকে নির্দেশনা প্রদান করেছেন। আইনী প্রক্রিয়া অনুসরণ করেই এ হত্যার বিচার হবে জানিয়ে তিনি বলেন, এমন ধরনের ঘটনা যেন আর না ঘটে সে জন্য সকলকেই সচেতন থাকতে হবে। তথ্যমন্ত্রী এদিন লায়ন্স ক্লাবের ২২তম বার্ষিক কনভেনশনেও প্রধান অতিথি হিসেবে যোগ দেন। সেখানে বক্তব্যে তিনি বিশ্বব্যাপী লায়ন্সের জনকল্যাণমূলক কর্মকান্ড ও কর্মসূচীর উল্লেখ করে বলেন, পৃথিবী অনেক এগিয়ে গেলেও ক্ষুধা এবং দারিদ্র্য এখনও দূর হয়নি। বিশ্বের ৮০ কোটি মানুষ এখনও দরিদ্রতার সঙ্গে লড়াই করে বেঁচে আছে। লায়ন্স ক্লাবের মতো সংগঠনগুলো জনকল্যাণে আরও এগিয়ে আসতে হবে। লায়ন্স ক্লাবের ডিস্ট্রিক্ট গবর্নর নাসির উদ্দিন চৌধুরী কনভেনশনে সভাপতিত্ব করেন। এতে বিশেষ অতিথি ছিলেন ক্লাবের আন্তর্জাতিক পরিচালক কাজী আকরাম উদ্দিন আহমেদ, প্রাক্তন ডিস্ট্রিক্ট গবর্নর মঞ্জুর আলম মঞ্জু, রূপম কিশোর বড়ুয়া, প্রথম সহ-ডিস্ট্রিক্ট গবর্নর কামরুন মালেক এবং লায়ন্সবৃন্দ।
×