ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

বয়স্ক নারী ও শিশুদের জন্য রমনা বটমূলে বৈশাখী লাউঞ্জ

প্রকাশিত: ১০:২১, ১৩ এপ্রিল ২০১৯

 বয়স্ক নারী ও শিশুদের জন্য  রমনা বটমূলে  বৈশাখী  লাউঞ্জ

স্টাফ রিপোর্টার ॥ পহেলা বৈশাখে নিরাপত্তার পাশাপাশি রমনা বটমূলের পাশে বয়স্ক, নারী ও শিশুদের বিশ্রামের জন্য বৈশাখী লাউঞ্জ তৈরি করা হয়েছে। যেখানে ক্লান্ত বয়স্কদের পাশাপাশি নারী ও শিশুরা বিশ্রাম নিতে পারবে। নববর্ষে ইভটিজিং রোধে বিভিন্ন জায়গায় ভ্রাম্যমাণ আদালত থাকছে। দোষীদের তাৎক্ষণিক জেল জরিমানা করা হবে। শুক্রবার রমনা বটমূল ঘিরে র‌্যাবের নিরাপত্তা প্রস্তুতি পর্যবেক্ষণ শেষে সাংবাদিকদের এসব জানান বাহিনীটির ভারপ্রাপ্ত মহাপরিচালক কর্নেল মোঃ জাহাঙ্গীর আলম। তিনি বলেন, সারাদেশেই ঘিরে থাকছে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা। কড়া নিরাপত্তা বেষ্টনীর মধ্যে থাকবে রমনা বটমূল, সোহরাওয়ার্দী উদ্যান, ধানম-ির রবীন্দ্র সরোবর, বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র, ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা, ধানম-িসহ ঢাকার সব উৎসবস্থল। থাকছে বাড়তি গোয়েন্দা নজরদারি। এছাড়াও অন্যান্য স্থানেও জমকাল অনুষ্ঠান হওয়ার প্রস্তুতি চলছে। এসব অনুষ্ঠানে নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি সম্ভাব্য নাশকতা ঠেকাতে সব ধরনের প্রস্তুতি নেয়া হয়েছে। গত কয়েক দিন ধরেই বর্ষবরণ উপলক্ষে রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় র‌্যাবের গোয়েন্দা কার্যক্রম চলছে। নববর্ষের বড় বড় ভেন্যুতে র‌্যাবের মোবাইল পেট্রোল, মোটরসাইকেল পেট্রোল, অবজারভেশন পোস্ট থাকছে। ঢাকার অনুষ্ঠানস্থলগুলো সিসি ক্যামেরার আওতায় আনা হয়েছে। রমনা বটমূলসহ গুরুত্বপূর্ণ সব ভেন্যুতে ডগ স্কোয়াডসহ বম্বডিসপোজাল ইউনিট তল্লাশি চালাবে। মনিটরিং জোরদার করতে স্থাপন করা হয়েছে কন্ট্রোলরুম। বড় ভেন্যুতে ভ্রাম্যমাণ আদালতসহ মেডিক্যাল টিম থাকছে।
×