ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

রংপুরে মুক্তিযুদ্ধ ও বৈশাখী মেলায় দেশ অপেরার যাত্রাপালা

প্রকাশিত: ০৯:৩০, ১৩ এপ্রিল ২০১৯

রংপুরে মুক্তিযুদ্ধ ও বৈশাখী মেলায় দেশ অপেরার যাত্রাপালা

সংস্কৃতি ডেস্ক ॥ রংপুর বিভাগীয় শহরের রাইফেল ক্লাব মাঠে মহান মুক্তিযুদ্ধ এবং একই সঙ্গে বৈশাখী মেলা অনুষ্ঠিত হচ্ছে। বেসরকারী উন্নয়ন সংস্থা স্মার্ট আইয়ের আয়োজনে গত ১০ এপ্রিল মেলার উদ্বোধন করেন রংপুর মহানগর অতিরিক্ত পুলিশ কমিশনার (অতিরিক্ত ডিআইডি) মোহাম্মদ সুফিয়ান। স্মার্ট আইয়ের নির্বাহী পরিচালক সুব্রত ঘটক জানান, মেলায় বঙ্গবন্ধু মুক্তিযোদ্ধাভিত্তিক সংগ্রামী জীবন গাথা, আলোকচিত্র প্রদর্শনী, যাত্রা, নাটক, আবৃত্তি ও বিষয়ভিত্তিক সেমিনারের আয়োজন করা হয়েছে। পাশাপাশি পহেলা বৈশাখকে সামনে রেখে আবহমান বাংলার ঐতিহ্যবাহী বাউল গান, ভাওয়াইয়া, গম্ভীরা গানেও ব্যবস্থা থাকছে। জানা যায়, আগামীকাল পহেলা বৈশাখে চট্টগ্রামের যাত্রাদল দেশ অপেরা এ মেলায় মাঞ্চায়ন করবে বঙ্গবন্ধুর সংগ্রামী জীবন নিয়ে রচিত যাত্রাপালা ‘বাংলার মহানায়ক’। পরদিন ১৫ এপ্রিল একই দলের পরিবেশনায় মঞ্চায়িত হবে মুক্তিযুদ্ধের চেতনায় রচিত যাত্রাপালা ‘গঙ্গা থেকে বুড়িগঙ্গা’। মিলন কান্তি দে’ রচিত ‘বাংলার মহানায়ক’ পালায় ১৯৬৯ সালে শেখ মুজিবকে ‘বঙ্গবন্ধু’ উপাধী প্রদান, ১৯৭১ সালের ৭ মার্চের ভাষণ, যা এখন বিশ্ব প্রামাণ্য ঐতিহ্য হিসেবে স্বীকৃত, ২৫ মার্চ গণহত্যা, বঙ্গবন্ধুর স্বাধীনতার ঘোষণা, মুক্তিযুদ্ধের শুরু, বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন এবং ’৭৫-এর ট্র্যাজেডি ইত্যাদি ঐতিহাসিক ঘটনাগুলো পরম্পরায় উঠে এসেছে। শান্তি রঞ্জন দে রচিত ‘গঙ্গা থেকে বুড়িগঙ্গা’ যাত্রাপালায় দেখানো হয়েছে, দিল্লীর সম্রাট ফিরোজ শাহ তুঘলকের বিশাল বাহিনীর বিরুদ্ধে কীভাবে মরণপণ লড়াই করে বাংলার স্বাধীনতা রক্ষা করেছিলেন সোনারগাঁয়ের সুলতান শামসুদ্দীন ইলিয়াস শাহ। দুটি পালাই নির্দেশনা দিয়েছেন বিশিষ্ট যাত্রানট মিলন কান্তি দে। বিভিন্ন চরিত্রে অভিনয় করবেন এস এম শফি, এম আলম লাভলু, জি এম সিরাজ, আশুতোষ, আব্দুর রশিদ, সাদ্দাম, মোজাম্মেল হক মিলন, আলমগীর, বাচ্চু খান, আলী নূর, আলমাস, আলতাফ, বাপ্পা, খায়রুল, মনিমালা, নিভা, শিউলী, বিউটিসহ আরও অনেকে।
×