ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

ভুটানের প্রধানমন্ত্রী ঢাকায় আসছেন আজ

প্রকাশিত: ১২:৩৭, ১২ এপ্রিল ২০১৯

 ভুটানের প্রধানমন্ত্রী  ঢাকায় আসছেন  আজ

বাংলানিউজ ॥ ভুটানের প্রধানমন্ত্রী ডাঃ লোটে শেরিং শুক্রবার চারদিনের সফরে ঢাকায় আসছেন। তার সফরকালে দু’দেশের মধ্যে দ্বিপক্ষীয় সহযোগিতাসহ নানা বিষয়ে আলোচনা হবে। বৃহস্পতিবার পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানায়, ভুটানের প্রধানমন্ত্রী শুক্রবার সকাল ৮টা ২০ মিনিটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৗঁছবেন। বিমানবন্দরে তাকে স্বাগত জানাবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ভুটানের প্রধানমন্ত্রী ডাঃ লোটে শেরিং বাংলাদেশের ময়মনসিংহ মেডিক্যাল কলেজের ছাত্র ছিলেন। সে কারণে বাংলাদেশ তার কাছে খুব চেনা। তিনি ঢাকায় আসার পর সাভার স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করবেন। বিকেলে তিনি রাজধানীর একটি হোটেল ব্যবসায়ী প্রতিনিধিদের সভায় যোগ দেবেন। এছাড়া পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেনের সঙ্গে বৈঠক করবেন। ১৩ এপ্রিল সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠক করবেন তিনি। বৈঠকে দু’দেশের দ্বিপক্ষীয় সহযোগিতার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হবে। এছাড়া দু’দেশের মধ্যে কয়েকটি সমঝোতা স্মারক সইয়ের প্রস্তুতি নেয়া হয়েছে। ভুটানের প্রধানমন্ত্রী ১৪ এপ্রিল পহেলা বৈশাখের অনুষ্ঠানে যোগ দেবেন। এছাড়া ময়মনসিংহ মেডিক্যাল কলেজ ও বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় পরিদর্শনে যাবেন তিনি। ১৫ এপ্রিল তিনি বাংলাদেশ সফর শেষে ভুটানে ফিরবেন।
×