ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

উদ্ভাবনী কর্মসূচীতে আরইবি প্রথম পুরস্কারে ভূষিত

প্রকাশিত: ১২:৩১, ১২ এপ্রিল ২০১৯

উদ্ভাবনী কর্মসূচীতে আরইবি প্রথম পুরস্কারে ভূষিত

‘শেখ হাসিনার উদ্যোগ- ঘরে ঘরে বিদ্যুত’ এই স্লোগানকে সামনে রেখে বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড ব্যাপক কর্মসূচী গ্রহণ করে। এরই ধারাবাহিক প্রক্রিয়ায় আরইবি উদ্ভাবনী কর্মসূচীতে প্রথম পুরস্কারে ভূষিত হয়েছে। বুধবার বিদ্যুত বিভাগ ও এর আওতাধীন দফতর/সংস্থা/কোম্পানির সমন্বয়ে অনুষ্ঠিত ইনোভেশন শোকেসিং ২০১৯ এর ২৫ পাইলট উদ্ভাবনী উদ্যোগের মধ্যে থেকে ৫ উদ্যোগকে পুরস্কারের জন্য মনোনীত করা হয়। এর মধ্যে বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের ‘আলোর ফেরিওয়ালা’ ১ম পুরস্কারে ভূষিত হয়। বিদ্যুত বিভাগের সিনিয়র সচিব ড. আহমদ কায়কাউসের সভাপতিত্বে প্রধান অতিথি প্রধানমন্ত্রীর বিদ্যুত, জ্বালানি ও খনিজ সম্পদ বিষয়ক উপদেষ্টা ড. তৌফিক-ই-ইলাহী চৌধুরী বীর বিক্রমসহ বিদ্যুত বিভাগ, প্রধানমন্ত্রীর কার্যালয় ও বিদ্যুত বিভাগের আওতাধীন অন্যান্য সংস্থার উর্ধতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। ‘আলোর ফেরিওয়ালা’-এই উদ্ভাবনী কর্মসূচীর প্রথম পুরস্কার গ্রহণ করেন বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের চেয়ারম্যান মেজর জেনারেল মঈন উদ্দিন (অব.)। -বিজ্ঞপ্তি
×