ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

শেয়ারবাজারে স্বস্তি ফিরল

প্রকাশিত: ১২:২৭, ১২ এপ্রিল ২০১৯

শেয়ারবাজারে স্বস্তি ফিরল

অর্থনৈতিক রিপোর্টার ॥ টানা তিন দিনের বড় ধরনের দরপতনের পর কিছুটা ঘুরে দাঁড়িয়েছে দেশের পুঁজিবাজার। সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবারে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সবগুলো মূল্যসূচক বেড়েছে ১.২ শতাংশের ওপর। লেনদেনও বেড়েছে; যদিও তা তিন শ’ কোটি টাকার ঘরও ছুঁতে পারেনি। তারপরও বাজারে কিছুটা স্বস্তি ফিরে এসেছে। নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ এ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) বাজারে স্থিতিশীলতা ফেরাতে যেসব উদ্যোগ নেয়ার কথা ভাবছে, সেগুলো বাস্তবায়িত হলে ধীরে ধীরে বাজার স্বাভাবিক হয়ে আসবে বলে সংশ্লিষ্টরা আশা করছেন। গত কিছুদিন ধরেই পুঁজিবাজারে অস্থিরতা বিরাজ করছে। টানা ১১ সপ্তাহ ধরে শেয়ারবাজারে কমছে সূচক। বৃহস্পতিবারের আগের দিন পর্যন্ত চলতি সপ্তাহের প্রথম চার কার্যদিবসে ডিএসইএক্স কমেছে প্রায় ১৯৮ পয়েন্ট। আর গত সোয়া দুই মাসের ব্যবধানে সূচকটি ৫৬০ পয়েন্ট কমেছে। গত ৩১ জানুয়ারি ডিএসইএক্সের অবস্থান ছিল ৫ হাজার ৮২১ পয়েন্ট। বুধবার তা কমে ৫ হাজার ২৬১ পয়েন্টে নেমে আসে। টানা পতনের পরিপ্রেক্ষিতে নিয়ন্ত্রক সংস্থাসহ সংশ্লিষ্টরা নড়েচড়ে বসে। মঙ্গলবার দুপুরে ঢাকা এক্সচেঞ্জে (ডিএসই) বাংলাদেশ মার্চেন্ট ব্যাংকার্স এ্যাসোসিয়েশন (বিএমবিএ) ও ডিএসই ব্রোকারর্স এ্যাসোসিয়েশন (ডিবিএ) বাজার পরিস্থিতি নিয়ে বৈঠক করে। বিকেলে ডিএসই, ডিবিএ ও বিএমবিএ’র নেতারা বিএসইসির চেয়ারম্যানের সঙ্গে সাক্ষাত করে কিছু সুপারিশ তুলে ধরেন। বিএসইসি এসব সুপারিশের অনেকগুলোর বিষয়েই নীতিগতভাবে একমত পোষণ করে। আগামী কয়েকদিনের মধ্যেই কিছু সুপারিশ বাস্তবায়নে বিএসইসি প্রস্তুতি নিচ্ছে বলে জানা গেছে। এদিকে শেয়ারবাজার পরিস্থিতি নিয়ে জানাতে বুধবার সন্ধ্যায় গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাত করেন বিএসইসির চেয়ারম্যান ড. এম খায়রুল হোসেন। এ সময় শেয়ারবাজারের বর্তমান মন্দাবস্থা দূর করতে করণীয় পদক্ষেপ নেয়ার জন্য বিএসইসি চেয়ারম্যানকে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। একইসঙ্গে এই বাজারের স্বাভাবিক গতি ফিরিয়ে আনতে অর্থমন্ত্রণালয়, জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) ও বাংলাদেশ ব্যাংককে পদক্ষেপ গ্রহণের জন্য নির্দেশ দিয়েছেন। বিশ্বস্ত সূত্রে জানা গেছে, শেয়ারবাজারের চলমান মন্দাবস্থার কারণে বিএসইসি চেয়ারম্যানকে ডেকে নেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপরে বিএসইসি চেয়ারম্যানের কাছে শেয়ারবাজারের চলমান অবস্থার বিস্তারিত জানতে চান। এর আলোকে বিএসইসি চেয়ারম্যান বিস্তারিত তুলে ধরেন। এরপরে করণীয় পদক্ষেপ নেয়ার জন্য সংশ্লিষ্ট সবাইকে নির্দেশ দেন প্রধানমন্ত্রী। আগামী কয়েকদিনের মধ্যে অর্থমন্ত্রণালয়, এনবিআর, বাংলাদেশ ব্যাংক থেকে শেয়ারবাজারের জন্য করণীয় পদক্ষেপ দৃশ্যমান হবে বলে বিশ্বস্ত সূত্রে জানা গেছে। অন্যদিকে বিএসইসির দায়িত্বশীল একজন কর্মকর্তা জানান, তারা স্ক্রিপ নেটিং, কোন ব্রোকার চাইলে স্টক এক্সচেঞ্জ থেকে এপিআই তথা লেনদেনের লাইভ ডাটা সরবরাহ, ব্রোকারহাউসের প্রধান কার্যালয়ের সম্প্রসারিত অফিস স্থাপনে সর্বোচ্চ ভৌগোলিক সীমা বাড়ানো, ব্রোকারহাউস ও মার্চেন্ট ব্যাংককে বন্ড ইস্যু করে তহবিল সৃংগ্রহের সুযোগ দেয়াসহ কয়েকটি সুপারিশ বাস্তবায়নের নীতিগত সিদ্ধান্ত নিয়েছেন। বৃহস্পতিবার ডিএসইএক্স ১ দশমিক ২৩ শতাংশ বা ৬৪ দশমিক ৭৮ পয়েন্ট বেড়ে ৫ হাজার ৩২৬ দশমিক ৩৯ পয়েন্টে উন্নীত হয়। এদিন ডিএসইতে লেনদেনে অংশ নেয়া ৭৬ শতাংশ কোম্পানির শেয়ারের দাম বৃদ্ধি পায়। ডিএসইতে টাকার পরিমাণে লেনদেন হয়েছে ২৮৪ কোটি ১৮ লাখ টাকার। যা আগেরদিন থেকে মাত্র ১০ কোটি টাকা বেশি। আগেরদিন লেনদেন হয়েছিল ২৬৪ কোটি টাকার। এদিন ডিএসইতে ৩৪৪টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে। এর মধ্যে শেয়ার ও ইউনিট দর বেড়েছে ২৬২টির বা ৭৬ শতাংশের, শেয়ার দর কমেছে ৪৫টির বা ১৩ শতাংশের এবং শেয়ার দর অপরিবর্তিত রয়েছে ৩৭টির বা ১১ শতাংশ প্রতিষ্ঠানের। ডিএসইতে টাকার পরিমাণে সর্বোচ্চ লেনদেন হয়েছে মুন্নু সিরামিকের। কোম্পানিটির ১৯ কোটি ৬৬ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। ১৯ কোটি ১১ লাখ টাকার লেনদেনে দ্বিতীয় স্থানে ফরচুন সুজ এবং ১৯ কোটি ২৮ লাখ টাকা লেনদেনে তৃতীয় স্থানে উঠে এসেছে ইউনাইটেড পাওয়ার। সার্বিক লেনদেন উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে- বাংলাদেশ সাবমেরিন কেবসল, এস্কোয়্যার নিট কম্পোজিট, গ্রামীণফোন, রেকিট বেনকিজার, রূপালী লাইফ ইন্স্যুরেন্স, ইস্টার্ন কেবল এবং ব্রিটিশ আমেরিকান ট্যোবাকো। অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই এদিন ১৫৯ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৬ হাজার ৩০৭ পয়েন্টে। এদিন সিএসইতে হাত বদল হওয়া ২২৯ প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার দর বেড়েছে ১৫৫টির, কমেছে ৪৮টির এবং অপরিবর্তিত রয়েছে ২৬টির দর। সিএসইতে ১১ কোটি ৭৭ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।
×