ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

সৌদি আরবে বিমানবাহিনী প্রধান

প্রকাশিত: ১২:২৬, ১২ এপ্রিল ২০১৯

সৌদি আরবে বিমানবাহিনী প্রধান

বাংলানিউজ ॥ সাতদিনের সরকারী সফরে সৌদি আরবে গিয়েছেন বাংলাদেশ বিমানবাহিনী প্রধান এয়ার চীফ মার্শাল মাসিহুজ্জামান সেরনিয়াবাত। বৃহস্পতিবার সংবাদমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, সৌদি আরব অবস্থানকালে বাংলাদেশ বিমান প্রধান রাজকীয় সৌদি সশস্ত্রবাহিনীর চীফ অব জেনারেল স্টাফ জেনারেল ফয়দাব বিন হায়দ আল রোয়েইলি এবং রাজকীয় সৌদি বিমানবাহিনীর কমান্ডার হাই রয়েল হাইনেস লেফটেন্যান্ট জেনারেল তুর্কী বিন বন্দার বিন আব্দুল আজিজের সঙ্গে সৌজন্য সাক্ষাত করেন। সাক্ষাতকালে তারা পেশাগত এবং দ্বিপাক্ষীক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে মতবিনিময় করেন। এছাড়াও সফরকালে তিনি রাজকীয় সৌদি বিমানবাহিনীর অপারেশন সেন্টার, কিং ফয়সাল এয়ার একাডেমি এবং আল সালাম এ্যারোস্পেস ইন্ডাস্ট্রিজ পরিদর্শন করেন।
×